নিউইয়র্ক ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ভিন্ন মত: লাউ ও কদুর পার্থক্য কী?

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • / ৪৭৪ বার পঠিত

সজল আশফাক: লাউ ফারাজানা রূপা আউট, কদু রোকসানা নিকোল ইন?
ফারজানা চলে গেছে। কিন্তু জায়গা তো খালি রাখা যাবে না! তার স্থলাভিষিক্ত হতে চলেছে রোকসানা নিকোল। সাধারণের আস্থা অর্জনের জন্যই হোক আর আবেগের বশবর্তী হয়েই হোক, শহীদ মুগ্ধ’র ‘পানি লাগবে, পানি……’ ডায়লগে একলাফে বিপ্লবের মগডালে।
এবার নিজেকে বিক্রির পালা। দামদর পাক্কা হওয়ার পর তার প্রশ্ন- লুঙ্গি ড্যান্স কোন মুভির গান?
৩২ নম্বরে…..ঘটনা আপনি জানতেন কি না, ইয়েস অর নো বলুন?
এবার আন্দোলনকারী ছাত্রদেরকে ব্যর্থ, খেলো বানানোর পায়ঁতারা। আন্দোলনের একমাত্র টিভি চ্যানেল যমুনাও যদি উল্টে যায় অবাক হবো না।
কে কেন মিথ্যা বলে আর কে কখন কেন সত্য বলে সে হিসাব বুঝতে অসুবিধা হয় না। শত্রæর শত্রæ কখনো বন্ধু হয়। আবার ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া দেয়। তাই হঠাৎ মনে হলো ফারজানা রূপার সমীকরণ মেলাতে এবার কি অন্তর্র্বতীকালীন সরকারের দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই মিডিয়া ফিল্ডে নেমেছেন নিকোল? ভবিষ্যতই এই প্রশ্নের উত্তর দেবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উচিত হবে কোন টিভি টক শো না যাওয়া। এরা আপনাদেরকে সুকৌশলে অপদস্ত করবে সবার সামনে। বরং আপনারা আপনাদের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে বক্তব্য দিন। চ্যানেলগুলো আপনাদের পেজ থেকে নিউজ বানাবে।
যমুনা টিভির একটা অনুষ্ঠান দেখে মনে হলো, এরা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার প্রজেক্টে হাত নিয়েছে। আমার এই মনে হওয়া, আশংকা ভুল হতে পারে। কিছু ধারণা ভুল হলে ভালো। আমার ধারণা ভবিষ্যতে ভুল প্রমাণিত হোক।
বিগত ১৫ বছর ধরে চরম নির্মমতার মধ্য দিয়ে বেড়ে ওঠা একটা জাতি যখন মুক্তির মুখ দেখলো তখন সেই নির্মম অভিজ্ঞতার একজন সাক্ষী হিসাবে, কোনভাবেই বর্তমান অবস্থায় সংশয়মুক্ত হতে পারি না। (ফেসবুক থেকে)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভিন্ন মত: লাউ ও কদুর পার্থক্য কী?

প্রকাশের সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪

সজল আশফাক: লাউ ফারাজানা রূপা আউট, কদু রোকসানা নিকোল ইন?
ফারজানা চলে গেছে। কিন্তু জায়গা তো খালি রাখা যাবে না! তার স্থলাভিষিক্ত হতে চলেছে রোকসানা নিকোল। সাধারণের আস্থা অর্জনের জন্যই হোক আর আবেগের বশবর্তী হয়েই হোক, শহীদ মুগ্ধ’র ‘পানি লাগবে, পানি……’ ডায়লগে একলাফে বিপ্লবের মগডালে।
এবার নিজেকে বিক্রির পালা। দামদর পাক্কা হওয়ার পর তার প্রশ্ন- লুঙ্গি ড্যান্স কোন মুভির গান?
৩২ নম্বরে…..ঘটনা আপনি জানতেন কি না, ইয়েস অর নো বলুন?
এবার আন্দোলনকারী ছাত্রদেরকে ব্যর্থ, খেলো বানানোর পায়ঁতারা। আন্দোলনের একমাত্র টিভি চ্যানেল যমুনাও যদি উল্টে যায় অবাক হবো না।
কে কেন মিথ্যা বলে আর কে কখন কেন সত্য বলে সে হিসাব বুঝতে অসুবিধা হয় না। শত্রæর শত্রæ কখনো বন্ধু হয়। আবার ঘর পোড়ার মধ্যে কেউ আলু পোড়া দেয়। তাই হঠাৎ মনে হলো ফারজানা রূপার সমীকরণ মেলাতে এবার কি অন্তর্র্বতীকালীন সরকারের দুই সপ্তাহ পূর্ণ হওয়ার আগেই মিডিয়া ফিল্ডে নেমেছেন নিকোল? ভবিষ্যতই এই প্রশ্নের উত্তর দেবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উচিত হবে কোন টিভি টক শো না যাওয়া। এরা আপনাদেরকে সুকৌশলে অপদস্ত করবে সবার সামনে। বরং আপনারা আপনাদের ফেসবুকের ভেরিফাইড পেজ থেকে বক্তব্য দিন। চ্যানেলগুলো আপনাদের পেজ থেকে নিউজ বানাবে।
যমুনা টিভির একটা অনুষ্ঠান দেখে মনে হলো, এরা গণঅভ্যুত্থানকে ব্যর্থ করার প্রজেক্টে হাত নিয়েছে। আমার এই মনে হওয়া, আশংকা ভুল হতে পারে। কিছু ধারণা ভুল হলে ভালো। আমার ধারণা ভবিষ্যতে ভুল প্রমাণিত হোক।
বিগত ১৫ বছর ধরে চরম নির্মমতার মধ্য দিয়ে বেড়ে ওঠা একটা জাতি যখন মুক্তির মুখ দেখলো তখন সেই নির্মম অভিজ্ঞতার একজন সাক্ষী হিসাবে, কোনভাবেই বর্তমান অবস্থায় সংশয়মুক্ত হতে পারি না। (ফেসবুক থেকে)