বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহেরের হাসপাতাল ত্যাগ
- প্রকাশের সময় : ১১:৪৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭
- / ৭৪৯ বার পঠিত
নিউইয়র্ক: বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের হাসপাতাল ছেড়েছেন। সিটির ফ্লাশিংস্থ মাউন্ট সিনাই হাসপাতালে ৬ অক্টোবর শুক্রবার চেকআপ শেষে জরুরী বিভাগের চিকিৎসকের পরামর্শে তিনি বিকেল চারটার দিকে হাসপাতাল ত্যাগ করেন। বর্তমানে তিনি লং আইল্যান্ডস্থ বাসায় বিশ্রামে রয়েছেন। -খবর ইউএনএ’র।
জানা গেছে, ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩/৪দিন বাসায় থাকার পর বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার সকালে বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহেরকে ফ্লাশিংস্থ মাউন্ট সিনাই হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরুরী বিভাগের চিকিৎসকরা পর্যবেক্ষণ শেষে তাকে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিয়ে কয়েকদিন পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
এদিকে জনাব আবু তাহের তার অসুস্থতার খবরে যারা খোঁজ-খবর নিয়েছেন বা হাসপাতালে গিয়ে দেখা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।