নিউইয়র্ক ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বনানীতে শায়িত হলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • / ২৩ বার পঠিত

ঢাকা ডেস্ক : বর্ষিয়ান সাংবাদিক দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এদিনে বাদ আসর (বিকেল ৫টার দিকে) রাজধানীর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী চীন মৈত্রী কেন্দ্রের সামনে শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর দ্বিতীয় এবং প্রেস ক্লাব চত্বরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ খান, সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।

জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও রিয়াজউদ্দিন আহমেদের ছেলে মাশরুর রিয়াজ। এ সময় রিয়াজ উদ্দিন আহমেদের ভাই কর্নেল (অব.) জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবে জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ নেয়া হয় জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে। পরে সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে হেলিকপ্টারে করে মরদেহ রাজধানীর বারিধারায় আনা হয়। সেখানে তৃতীয় এবং শেষ জানাজা শেষে বনানীতে মায়ের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

রিয়াজ উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএফইউজের সভাপতি, মহাসচিব, সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের ফেডারেশন সমন্বয়ে গড়া দক্ষিণ এশিয়া সাংবাদিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

১৯৬৮ সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন রিয়াজ উদ্দিন আহমেদ। ইংরেজি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খ্যাতিমান সাংবাদিক প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, দি নিউজ টুডে সম্পাদক ও প্রকাশক, ডেইলি টেলিগ্রাফ সম্পাদক, ডেইলি স্টারের উপ-সম্পাদক ছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তথ্য উপদেষ্টা ছিলেন কিছু দিন। ছাত্রজীবনে তিনি প্রথমে ছাত্রলীগ ও পরে বাংলা ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন।খবর বাংলাদেশ জার্নাল

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বনানীতে শায়িত হলেন সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ

প্রকাশের সময় : ০৮:৫৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১

ঢাকা ডেস্ক : বর্ষিয়ান সাংবাদিক দ্য ফিন্যান্সিয়াল হেরাল্ড সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর বনানীতে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এদিনে বাদ আসর (বিকেল ৫টার দিকে) রাজধানীর বারিধারা কেন্দ্রীয় জামে মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী চীন মৈত্রী কেন্দ্রের সামনে শরাফত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাদ জোহর দ্বিতীয় এবং প্রেস ক্লাব চত্বরে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

মরহুমের প্রথম জানাজায় উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, সহসভাপতি এ এস এম শহীদুল্লাহ খান, সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, সম্পাদক পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ প্রমুখ।

জানাজা শেষে বিভিন্ন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গের পক্ষ থেকে রিয়াজ উদ্দিন আহমেদের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সভাপতি শওকত মাহমুদ, নোয়াব সভাপতি এ. কে. আজাদ, সম্পাদক পরিষদ সভাপতি মাহফুজ আনাম ও রিয়াজউদ্দিন আহমেদের ছেলে মাশরুর রিয়াজ। এ সময় রিয়াজ উদ্দিন আহমেদের ভাই কর্নেল (অব.) জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।

প্রেস ক্লাবে জানাজা শেষে হেলিকপ্টারে করে তার মরদেহ নেয়া হয় জন্মস্থান নরসিংদীর মনোহরদীতে। পরে সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার শত শত মানুষ অংশ নেন। পরে হেলিকপ্টারে করে মরদেহ রাজধানীর বারিধারায় আনা হয়। সেখানে তৃতীয় এবং শেষ জানাজা শেষে বনানীতে মায়ের কবরের পাশে তার মরদেহ সমাহিত করা হয়।

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি করোনা-পরবর্তী জটিলতায় ভুগছিলেন।

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদকে শেষ শ্রদ্ধা জানানো হয়।

রিয়াজ উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, বিএফইউজের সভাপতি, মহাসচিব, সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের ফেডারেশন সমন্বয়ে গড়া দক্ষিণ এশিয়া সাংবাদিক সমন্বয় পরিষদের চেয়ারম্যান এবং সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন।

১৯৬৮ সালে পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন রিয়াজ উদ্দিন আহমেদ। ইংরেজি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখা এই খ্যাতিমান সাংবাদিক প্রায় ৫০ বছরের সাংবাদিকতা জীবনে দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের প্রধান সম্পাদক, দি নিউজ টুডে সম্পাদক ও প্রকাশক, ডেইলি টেলিগ্রাফ সম্পাদক, ডেইলি স্টারের উপ-সম্পাদক ছিলেন। রিয়াজ উদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার তথ্য উপদেষ্টা ছিলেন কিছু দিন। ছাত্রজীবনে তিনি প্রথমে ছাত্রলীগ ও পরে বাংলা ছাত্রলীগের শীর্ষ নেতা ছিলেন।খবর বাংলাদেশ জার্নাল