ফোবানা নিয়ে নিউইয়র্কে তোপের মুখে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক

- প্রকাশের সময় : ০৪:১০:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
- / ৩৯০ বার পঠিত
হককথা ডেস্ক: কয়েকমাস পূর্বে ঢাকার জাতীয় প্রেসক্লাবে আহুত নিউইয়র্কের লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিতব্য ’ফোবানা’ সম্মেলনের আয়োজকদের যথাযোগ্য ফি পরিশোধের পর নির্ধারিত সাংবাদিক সম্মেলন বাতিল করে দেওয়ার জের হিসেবে তোপের মুখে পড়েছেন বর্তমানে নিউইয়র্ক সফররত ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক-এর সিনিয়র সাব এডিটর ফরিদা ইয়াসমীন। গত বুধবার (২২ মে) উডসাইডের গুলশান ট্যারেসে নরসিংদী জেলা সমিতি আয়োজিত ইফতার অনুষ্ঠানে উপস্থিত ফরিদা ইয়াসমীনকে দেখে তাঁর সামনে গিয়ে কড়া ভাষায় কথা বলতে শুরু করেন লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিতব্য ’ফোবানা’ সম্মেলনের কনভেনর মোহাম্মদ শাহ নেওয়াজ। তার ভাষায় ফি পরিশোধের পরও অন্যায়ভাবে তাদের রিজাভেশন বাতিল করে তাদেরকে সাংবাদিক সম্মেলন করতে দেওয়া হয়নি উল্লেখ করে শাহ নেওয়াজ একটি ঐতিহ্যবাহী ক্লাবকে (জাতীয় প্রেসক্লাব) ‘কলঙ্কিত’ করার অভিযোগ উত্থাপন করেন ফরিদা ইয়াসমীনের বিরুদ্ধে। ঘটনার আকষ্মিতায় হতবিহব্বল ফরিদা ইয়াসমীন শুধু বলেন, এ বিষয়ে তিনি কিছু জানতেন না। এ সময়ে সেখানে উপস্থিত ফরিদা ইয়াসমীনের স্বামী বিশিষ্ট সাংবাদিক নঈম নিজাম সম্পাদিত ও নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর লাবলু আনসার কোন মন্তব্য করেন নি। কিছুদিন পুর্বে লাবলু আনসারের প্রেসক্লাবের এক অনুষ্ঠানে শাহ নেওয়াজের নেতৃত্বাধীন ফোবানার ১০ জনের একটি টেবিল-এর জন্য শাহনেওয়াজ এক হাজার ডলার চাঁদা দিয়েছিলেন বলেও জানা গেছে। শাহ নেওয়াজের তোপের মুখে লাবলু আনসারের নির্লিপ্ততায় ফরিদা ইয়াসমীন ক্ষুদ্ধ হয়েছেন বলে বিশ্বস্ত সুত্রে জানা গেছে। এদিকে ঘটনাটি জানাজানি হওয়ায় দ্রুত ‘টক অফ দ্যা টাউনে’ পরিণত হয়েছে। (সাপ্তাহিক পরিচয়)