নিউইয়র্ক ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮
  • / ৫৯১ বার পঠিত

হককথা ডেস্ক: ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (১ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা ও পাকস্থলীতে ক্যানসারে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। এ ছাড়াও বয়সজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সিঙ্গাপুর থেকে ফেরার পর তিনি ফুসফুসের জটিলতা নিয়ে গত বেশ কয়েকদিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মোয়াজ্জেম হোসেন সংবাদ অঙ্গনে বলিষ্ঠ কণ্ঠ। তিনি ছিলেন সত্য প্রকাশে সর্বদাই নির্ভীক। তার মৃত্যুতে এ অঙ্গনে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। মন্ত্রী তার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোক প্রকাশ করেছেন। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।
এএইচএম মোয়াজ্জেম হোসেন স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২ আগষ্ট) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এছাড়া তিনি কাজ করেছেন, দ্য নিউ নেশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য ঢাকা কুরিয়ার এবং দ্য ডেইলি স্টারে। তিনি বাংলাদেশ ইকোনোকমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। শিক্ষা জীবনে তিনি ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী কলেজের শিক্ষার্থী ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

About Author Information

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক মোয়াজ্জেম হোসেন আর নেই

প্রকাশের সময় : ০৫:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ অগাস্ট ২০১৮

হককথা ডেস্ক: ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এএইচএম মোয়াজ্জেম হোসেন আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বুধবার (১ আগষ্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩। তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতা ও পাকস্থলীতে ক্যানসারে ফুসফুসজনিত জটিলতায় ভুগছিলেন। এ ছাড়াও বয়সজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরেও গিয়েছিলেন। সিঙ্গাপুর থেকে ফেরার পর তিনি ফুসফুসের জটিলতা নিয়ে গত বেশ কয়েকদিন স্কয়ার হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এক শোকবার্তায় অর্থমন্ত্রী বলেন, মোয়াজ্জেম হোসেন সংবাদ অঙ্গনে বলিষ্ঠ কণ্ঠ। তিনি ছিলেন সত্য প্রকাশে সর্বদাই নির্ভীক। তার মৃত্যুতে এ অঙ্গনে যে ক্ষতি হলো তা পূরণ হওয়ার নয়। মন্ত্রী তার বিদেহী আতœার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও শোক প্রকাশ করেছেন। গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেস ক্লাব ও ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)। ব্যক্তিগতভাবে শোক ও সমবেদনা প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন।
এএইচএম মোয়াজ্জেম হোসেন স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (২ আগষ্ট) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং বাদ জোহর তার মরদেহ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
মোয়াজ্জেম হোসেন ১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতোকোত্তর সম্পন্ন করেন। বাংলাদেশ অবজারভারে রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। এছাড়া তিনি কাজ করেছেন, দ্য নিউ নেশন, ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি), দ্য ঢাকা কুরিয়ার এবং দ্য ডেইলি স্টারে। তিনি বাংলাদেশ ইকোনোকমিক রিপোটার্স ফোরামের (ইআরএফ) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। শিক্ষা জীবনে তিনি ফেনী পাইলট হাইস্কুল ও ফেনী কলেজের শিক্ষার্থী ছিলেন।