নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের জরুরী সাধারণ সভা ৮ অক্টোবর
- প্রকাশের সময় : ১২:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০১৬
- / ৭৬০ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সভায় আগামী ৮ অক্টোবর শনিবার ক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠান এবং ঐদিন নতুন কার্যকরী পরিষদ গঠন (মনোনয়ন/নির্বাচন) ছাড়াও ক্লাবের স্বার্থে গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় ক্লাবের চলমান কার্যক্রম পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া সভার শুরুতে মরহুম ফটো সাংবাদিক মিজানুর রহমান মিজান স্মরণে তার বিদেহী আতœার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। সভায় ক্লাবের উপদেষ্টা পরিষদ, কার্যকরী পরিষদ ও সসদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১১ আগষ্ট ছিলো সাংবাদিক মিজানের ১৪তম মৃত্যুবার্ষিকী।
সিটির জ্যাকসন হাইটস্থ ক্লাবের অস্থায়ী কার্যালয়ে (সাপ্তাহিক দেশবাংলা/বাংলা টাইমস মিলনায়তন) গত ১২ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত বিশেষ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আবু তাহের। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
সভায় ক্লাবের অন্যতম উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, সাবেক সভাপতি মাহফুজুর রহমান, সহ সভাপতি রিমন ইসলাম, যুগ্ম সম্পাদক সরকার আলমগীর, কার্যকরী পরিষদ সদস্য মমিন মজুমদার, সদস্য হাবিব রহমান, নিয়াজ মাখদুম, শিবলী চৌধুরী কায়েস, হাসানুজ্জামান সাকী, আবিদুর রহীম, সৈয়দ ইলিয়াস খসরু, সাদিয়া খন্দকার উপস্থিত ছিলেন।
এছাড়াও ক্লাবের সিনিয়র সহ সভাপতি তাসের মাহমুদ এবং কার্যকরী পরিষদ সদস্য এবিএম সালেউদ্দিন ও আবিদুর রহমান এবং সদস্য তমিজ উদ্্দীন লোদী বিশেষ কারণে সভায় উপস্থিত থাকতে না পারায় ফোনে তাদের সভার সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেন।
সভার শুরুতে মরহুম ফটো সাংবাদিক মিজানুর রহমান মিজানকে স্মরণ করে ১১ আগষ্ট তার মৃত্যুবার্ষিকীর কথা তুলে ধরেন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ২০০২ সালের ১১ আগষ্ট নিউইয়কের ওজনপার্কে কতিপয় স্প্যানীশ দূর্বৃত্তের হামলায় সাংবাদিক মিজান ঘটনাস্থলেই মারা যান। পরবর্তীতে হামলাকারীরা গ্রেফতার হয় এবং সাজাও পায় এবং সিটি প্রশাসন মিজানের প্রতি সম্মান জানিয়ে যেখানে মিজান হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করেন সেখানকার ফরবেল ষ্ট্রীটের নাম ‘মিজানুর রহমান ওয়ে’ করার সিদ্ধান্ত নেয়। এরপর মিজানের বিদেহী আতœার শান্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য নিয়াজ মাখদুম।
পরবর্তীতে ক্লাবের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সভাপতি আবু তাহের। এরপর উপস্থিত উপদেষ্টা, কার্যকরী পরিষদ সদস্য ও সদস্যবৃন্দ ক্লাবের গঠনতন্ত্রের আলোকে তাদের মতামত ব্যক্ত করেন এবং ক্লাব পরিচালনায় সকল সদস্যের সহযোগিতা কামনা করে ক্লাবের কার্যক্রমকে আরো গতিশীল করতে সর্বসম্মতিক্রমে আগামী ৮ অক্টোবর শনিবার ক্লাবের জরুরী সাধারণ সভা অনুষ্ঠান এবং ঐদিন নতুন কার্যকরী পরিষদ গঠন (মনোনয়ন/নির্বাচন) ছাড়াও ক্লাবের স্বার্থে গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্তে উপনীত হন। ৮ অক্টোবর বেলা দু’টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এছাড়া ক্লাবের বর্তমান কার্যকরী পরিষদকে তাদের দায়িত্ব অব্যহত রাখারও সিদ্ধান্ত হয় সভায়। -প্রেস বিজ্ঞপ্তি।