নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৬

- প্রকাশের সময় : ০৫:১৭:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ এপ্রিল ২০২২
- / ৫৮ বার পঠিত
নিউইয়র্কে বাংলা ভাষায় প্রকাশিত সাপ্তাহিকগুলোর সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি এগিয়ে চলেছে ইলেক্ট্রনিক মিডিয়া তথা আইপিটিভি’র সংখ্যাও। সাম্প্রতিককালে বাজারে দেখা যাচ্ছে বেশ কয়েকটি নতুন পত্রিকা। সাপ্তাহিক সূর্যদ্বয়, সাপ্তাহিক যুগান্তর, সাপ্তাহিক জাতীয় সময় প্রভৃতি নামের পত্রিকাগুলোর কোন কোনটির প্রিন্ট আবার কোন কোনটি অনলাইনে দেখা যাচ্ছে। এসব পত্রিকাগুলো কেন কি কারণে প্রকাশিত হচ্ছে তার কোন লক্ষ্য, উদ্দেশ্য বা আদর্শ-এর ব্যাখ্যা নেই। যেখানে পুরনো পত্রিকা-ই টিকতে পাড়ছে না, কোন কোন পত্রিকা যেখানে বন্ধ হয়ে যাচ্ছে সেখানে মিডিয়ার বাজার যাচাই-বাছাই না করে নতুন পত্রিকা প্রকাশ একটি আতœঘাতি সিদ্ধান্ত বলেই মিডিয়া বিশেষজ্ঞদের অভিমত। যদিও মুক্ত বাজার অর্থনীতিকে বাধা দেওয়ার কোন কারণ নেই। সকল ক্ষেত্রেই প্রতিযোগিত থাকবে। কিন্তু নিউইয়র্কের বাংলা মিডিয়ায় শুভ প্রতিযোগিতা তো দূরের কথা ‘আইডেনটিটি ক্রাইসিস’ থেকেই নাকি পত্রিকা প্রকাশের সংখ্যা বাড়ছে বলে অনেকে অভিমত। পাঠকমহলের প্রশ্ন নতুন পত্রিকাগুলো থেকে আমরা নতুন কি পাচ্ছি?
এদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত প্রথম আলো ষষ্ঠ বর্ষে পদার্পণ করলো। প্রথম আলোর জন্য রইল শুভ কামনা আর জন্মদিনের শুভেচ্ছা। উল্লেখ্য, প্রথম আলো নিউইয়র্ক থেকে প্রথম প্রকাশের সময় ঢাকার প্রথম আলো’র নিয়ন্ত্রণে প্রকাশিত হতো। বর্তমানে ঢাকার প্রথম আলোর সাথে নিউইয়র্কের প্রথম আলোর কোন প্রকাশ সম্পর্ক নেই বলে জানা গেছে।
বাংলা একাডেমীর পুরষ্কারপ্রাপ্ত কথা সাহিত্যিক, ভয়েস অব আমেরিকার সাবেক সাংবাদিক দিলারা হাশেম (৮৫) ইন্তেকাল করেছেন। গত ১৯ মার্চ তিনি মেরিল্যান্ডে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুত আরা শোকাহত। আমরা তার বিদেহী আতœার মাগফেরাত কামনা করছি।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২২ মার্চ মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘শতভাগ বিদ্যুতে বাংলাদেশ’, ২৩ মার্চ বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘ড. কামালকে সরিয়ে এবার ফ্রন্টলাইনে জাফরুল্লাহ-করিমুল্লাহ : লবিস্টরা সাইডলাইনে : নির্দলীয়-সর্বদলীয় তত্তে¡ নির্বাচনের নতুন ¯øট’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশের দুশ্চিন্তা আরো বাড়ালো যুক্তরাষ্ট্র’, ১৭ মার্চ বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার জটিল’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘রাশিয়া ও ইউক্রেন সমঝোতার ইঙ্গিত’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ : সাইবার যুদ্ধ অবশ্যম্ভাবী!’, ১৮ মার্চ শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘ইমিগ্রেশনে গতি ফিরিয়ে আনার উদ্যোগ’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘ডলারের বিপরীতে টাকার মূল্য কমছেই’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ভাড়াটাদের কাছে জিম্ িবাড়ির মালিকরা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘খলিলুর রহমান গড়লেন ইতিহাস’, ১৯ মার্চ শনিবার প্রকাশিত শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘সিনেটর বব মেনেনডেজ বললেন : জাতিসংঘে ভোট না দেয়ায় বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ‘প্রথম ধাপ; শেষ, ঘোষণা মস্কোর’ ও ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর ১ম বাংলাদেশী লাইফটাইম এচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন নিউইয়র্ক এর শেফ খলিলুর রহমান’। অপরদিকে ২১ মার্চ সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘কানাডায় বিমান : নিউইয়র্ক রটের খবর নেই’।
গেলো সপ্তাহে প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘ভাড়া না দেয়ায় ভাড়াটিয়াকে লজ্জা দিতে বিশাল ব্যানার’, সাপ্তাহিক বাঙলীর ‘এনওয়াইপিডির বক্তব্যে শাহানা হানিফের প্রতিবাদ : ৯/১১’র পরে মুসলমানদের ওপর নজরদারী অস্বীকার’, আজকাল-এর ‘সুড়ঙ্গ দিয়ে বাংলাদেশীর ঘরে ঢুকে ভয়বহ চুরি’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘ভাড়া আদায়কালে মারপিট সংঘর্ষ গ্রেফতার!’ এবং একাধিক পত্রিকায় প্রকাশিত ‘নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক’, ‘বাংলাদেশের স্বাধীনতা দিবস পালন’, ‘বাংলাদেশী বংশোদ্ভুত চৌধুরী যাবীন সাইয়ারা রমজানে পাল্টে দিলো পিএস ১৩১ স্কুলের নিয়ম’, ‘বাংলাদেশী শেফ খলিলুর রহমানের লাইফটাইম প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড লাভ’ প্রভৃতি খবর এবং হককথা’র ‘প্রবাসীদের জানমালের নিরাপত্তা চাই” শীর্ষক সম্পাদকীয় ছিলো আলোচিত।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
২৮ মার্চ, ২০২২