নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩

- প্রকাশের সময় : ০৩:০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২
- / ৭৫ বার পঠিত
মহামারী করোনার প্রেক্ষিতে বিশ্বব্যাপী মানুষের জীবন যাত্রায় আমুল পরিবর্তন এসেছে। অন্যান্য পেশার মতো মিডিয়া জগতেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। নিউইয়র্কে বাংলা ভাষায় প্রকাশিত প্রিন্ট মিডিয়াগুলো ফ্রি (বিনামূল্য) হয়ে গেছে। পরিসর ছোট হয়ে গেছে এক সময় নিউইয়র্কের প্রভাবশালী পত্রিকা ‘সাপ্তাহিক ঠিকানা’র কলেবর। প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে অনেক মিডিয়াই এখন প্রকাশনা বন্ধ করে (বিশেষ করে ছাপা খবর অত্যাধিক বৃদ্ধি পাওয়ায়) দিয়ে অলাইন-এর ওপর জোর দিয়েছে। অপরদিকে নিউইয়র্কের শীর্ষ স্থানীয় দৈনিক গুলোরও পরিধি ছোট হয়ে গেছে। বিশ্বখ্যাত দ্যা নিউইয়র্ক টাইমস-এর মূল্য ৩ ডলার, ওয়াল ষ্ট্রীট জার্নাল ৫ ডলার, ডেইলী নিউজ ৩ ডলার, নিউইয়ক পোষ্ট ২ ডলার আর নিউজ ডে আড়াই ডলারে প্রতিদিন বিক্রি হচ্ছে। মূলত: করোনার কারণে প্রিন্ট মিডিয়াগুলোর মূল্যও বেড়ে গেছে। কোন কোন পত্রিকার উইকেন্ডের সংখ্যার দাম আরো বেশী।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১ মার্চ মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন সংকট : জাতিসংঘের বিরল বৈঠক’, ২ মার্চ বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘বিএনপিকে ৯৩ সিটে ৩৭২০ কোটি টাকার অফার!’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘রাজনীতির বাতাসে তৃতীয় শক্তি’, ৩ মার্চ বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে বাংলাদেশী জাজাজে গোলায় নিহত ১’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘কিয়েভ দখলে বিধ্বংসী ট্যাংক বহর’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘আমেরিকায় কর্মী সংকট মোকাবেলা জটিল হচ্ছে’, ৪ মার্চ শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘সম্পর্ক উন্নয়নে মরিয়া হাসিনা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘মুহুর্মুহু আক্রমণ, বিধ্বস্ত ইউক্রেন’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনকে নিশ্চিন্ন করার মিশনে রাশিয়া’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে নয়া নাৎসি ‘অ্যাজভের’ দাপট’, ৫ ফেব্রæয়ারী শনিবার প্রকাশিত শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন যুদ্ধে যেভাবে ক্ষতি বাংলাদেশের’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘রাশিয়ার সঙ্গে সংঘাতে জড়াবে না ন্যাটো’ ও ‘রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অর্থনীতি কি সংকটের মুখে?’। অপরদিকে ৭ মার্চ সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘আন-এমপ্লয়মেন্টের তথ্য চেয়ে লেবার ডিপার্টমেন্টের চিঠি’।
গেলো সপ্তাহে প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে প্রবাসে ‘জ্যামাইকায় লিটল বাংলাদেশ এভিনিউ’ স্বীকৃতির পর মিট দ্যা প্রেসে কমিউনিটি নেতৃবৃন্দের প্রতিক্রিয়া’, ‘কলেজ ছাত্রীকে ধর্ষণের অপরাধে বাংলাদেশী আহমেদ শামীম দোষী এবং ২৫ বছরের জেল’, প্রভৃতি ছিলো আলোচিত। এছাড়াও সাপ্তাহিক বাঙালীর ‘থামাও যুদ্ধ, ঘরে ফেরো’ শীর্ষক সম্পাদকীয় এবং সাপ্তাহিক ঠিকানা’র ‘বাংলাদেশ সোসাইটির নির্বাচন সেপ্টেম্বর মাসের আগে সম্ভব নয়’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘বাংলাদেশ সোসাইটিতে আর্থিক কেলেঙ্কারী : মামলা স্থগিতের আবেদন’ এবং বাঙালী’র ‘বাংলাদেশ কমিউনিটিতে নির্বাচনের পদধ্বনি : জ্যামাইকার ডিষ্ট্রিক্ট ২৪ এ ৫ জনের প্রার্থীতা’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০৭ মার্চ, ২০২২