নিউইয়র্ক ০৭:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১২

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২
  • / ৩৪ বার পঠিত

নিউইয়র্কে বাংলা ভাষায় প্রকাশিত প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা পা রাখলো ৩৩ বছরে। ১৯৯০ সালের একুশে ফেব্রæয়ারী ঠিকানা প্রথম প্রকাশিত হয়। অপরদিকে সাপ্তাহিক দেশ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। গত বছর অর্থাৎ ২০২১ সালে দেশ প্রকাশিত হয়। বর্ষপূতি উপলক্ষ্যে ঠিকানা ও দেশ-এর জন্য রইল প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
ঠিকানা’র ৮২ পৃষ্ঠার মূল পত্রিকার সাথে আরো ৮০ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। অপরদিকে দেশ’র ৭২ পৃষ্ঠার মূল পত্রিকার সাথে আরো ১৬৮ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এটি ভালো উদ্যোগ। তবে এতো ‘ঢাউস মার্কা’ পত্রিকা বিনামূল্যে প্রদানের যুক্তিকতা আছে কিনা তা নিয়ে মিডিয়া বিশেষজ্ঞ ছাড়াও পাঠকমহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২২ ফেব্রæয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্কের জ্যামাইকায় লিটল বাংলাদেশ এভিনিউর উদ্বোধন : অব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা’, ২৩ ফেব্রæয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘সমৃদ্ধিও বাংলাদেশে এখন অনিয়মই নিয়ম’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘দ্বাদশ সংসদ নির্বাচন কার অধীনে’, ২৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেন সঙ্কটে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশে চীনা ঋণ নিয়ে উদ্বিগ্ন দিল্লি’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বিশ্ব নেতৃত্বকে অগ্রাহ্য, রাশিয়ার যুদ্ধান্মদনা’, ২৫ ফেব্রæয়ারী শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ইউক্রেনে রুশ হামলা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে রাশিয়ার সর্বাত্বক হামলা’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে রুশ আগ্রাসন বিশ্বজুড়ে উদ্বেগ’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনের দিকে বিশ্ববাসীর দৃষ্টি’, ২৬ ফেব্রæয়ারী শনিবার প্রকাশিত শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘অবশেষে দখলের পথে ইউক্রেন’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুটিন’ ও ‘বিশ্বজুড়ে কমেছে কোভিড সংক্রমণ, যুক্তরাষ্ট্রে মাস্ক ব্যবহারে শিথিলতা’। অপরদিকে ২১ ফেব্রæয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধেও পদধ্বনি!’।
গেলো সপ্তাহে প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে প্রবাসে অপর একুশে তথা আন্তর্জাতিক মার্তভাষা দিবস পালন, নিউইয়র্ক কুইন্স বরোর জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’র ফলক উন্মোচন প্রভৃতি ছিলো আলোচিত। এছাড়াও সাপ্তাহিক হককথা’র ‘লিটল বাংলাদেশ এভিনিউর উদ্বোধন : চাই স্থায়ী শহীদ মিনার’, বাঙালীর ‘দাঁড়াও পথিক-বর…….’ শীর্ষক সম্পাদকীয় এবং বাংলাদেশ-এর ‘নিউইয়র্ক সাবওয়ে হোমলেসমুক্ত হচ্ছে’, জন্মভূমি’র ‘লিটল বাংলাদেশ এর কারিগর হতে কমিউনিটি নেতাদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা’, আজকাল-এর ‘ন্যাক্কারজনক বিশৃঙ্খলায় ভূলুন্ঠিত ভাবমূর্তি’ এবং প্রিমিয়াম গ্রোসারিতে হারাম মাংস!’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘কৃতিত্ব হাইজ্যাকের অপচেষ্টা : পুলিশ ডেকে লিটল বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধন’ এবং ‘১৬ দিনেও শনাক্ত হয়নি জিতুর ঘাতক!’ এবং বাংলা পত্রিকা’র ‘মিজানুর রহমান ওয়ে, বাংলা বাজার, জেএমসি ওয়ে, লিটল বাংলাদেশ এভিনিউ’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
২৮ ফেব্রæয়ারী ২০২২

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১২

প্রকাশের সময় : ১১:৩১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২

নিউইয়র্কে বাংলা ভাষায় প্রকাশিত প্রিন্ট মিডিয়াগুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা পা রাখলো ৩৩ বছরে। ১৯৯০ সালের একুশে ফেব্রæয়ারী ঠিকানা প্রথম প্রকাশিত হয়। অপরদিকে সাপ্তাহিক দেশ দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। গত বছর অর্থাৎ ২০২১ সালে দেশ প্রকাশিত হয়। বর্ষপূতি উপলক্ষ্যে ঠিকানা ও দেশ-এর জন্য রইল প্রতিষ্ঠা বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা আর শুভ কামনা।
ঠিকানা’র ৮২ পৃষ্ঠার মূল পত্রিকার সাথে আরো ৮০ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। অপরদিকে দেশ’র ৭২ পৃষ্ঠার মূল পত্রিকার সাথে আরো ১৬৮ পৃষ্ঠার বিশেষ সংখ্যা প্রকাশ করেছে। এটি ভালো উদ্যোগ। তবে এতো ‘ঢাউস মার্কা’ পত্রিকা বিনামূল্যে প্রদানের যুক্তিকতা আছে কিনা তা নিয়ে মিডিয়া বিশেষজ্ঞ ছাড়াও পাঠকমহলে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২২ ফেব্রæয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্কের জ্যামাইকায় লিটল বাংলাদেশ এভিনিউর উদ্বোধন : অব্যবস্থাপনা চরম বিশৃঙ্খলা’, ২৩ ফেব্রæয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘সমৃদ্ধিও বাংলাদেশে এখন অনিয়মই নিয়ম’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘দ্বাদশ সংসদ নির্বাচন কার অধীনে’, ২৪ ফেব্রæয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেন সঙ্কটে যুক্তরাষ্ট্র রাশিয়া মুখোমুখি’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশে চীনা ঋণ নিয়ে উদ্বিগ্ন দিল্লি’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বিশ্ব নেতৃত্বকে অগ্রাহ্য, রাশিয়ার যুদ্ধান্মদনা’, ২৫ ফেব্রæয়ারী শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা ইউক্রেনে রুশ হামলা’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে রাশিয়ার সর্বাত্বক হামলা’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনে রুশ আগ্রাসন বিশ্বজুড়ে উদ্বেগ’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনের দিকে বিশ্ববাসীর দৃষ্টি’, ২৬ ফেব্রæয়ারী শনিবার প্রকাশিত শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘অবশেষে দখলের পথে ইউক্রেন’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ইউক্রেনের সঙ্গে আলোচনায় রাজি পুটিন’ ও ‘বিশ্বজুড়ে কমেছে কোভিড সংক্রমণ, যুক্তরাষ্ট্রে মাস্ক ব্যবহারে শিথিলতা’। অপরদিকে ২১ ফেব্রæয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধেও পদধ্বনি!’।
গেলো সপ্তাহে প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে প্রবাসে অপর একুশে তথা আন্তর্জাতিক মার্তভাষা দিবস পালন, নিউইয়র্ক কুইন্স বরোর জ্যামাইকায় ‘লিটল বাংলাদেশ এভিনিউ’র ফলক উন্মোচন প্রভৃতি ছিলো আলোচিত। এছাড়াও সাপ্তাহিক হককথা’র ‘লিটল বাংলাদেশ এভিনিউর উদ্বোধন : চাই স্থায়ী শহীদ মিনার’, বাঙালীর ‘দাঁড়াও পথিক-বর…….’ শীর্ষক সম্পাদকীয় এবং বাংলাদেশ-এর ‘নিউইয়র্ক সাবওয়ে হোমলেসমুক্ত হচ্ছে’, জন্মভূমি’র ‘লিটল বাংলাদেশ এর কারিগর হতে কমিউনিটি নেতাদের মাঝে অসুস্থ প্রতিযোগিতা’, আজকাল-এর ‘ন্যাক্কারজনক বিশৃঙ্খলায় ভূলুন্ঠিত ভাবমূর্তি’ এবং প্রিমিয়াম গ্রোসারিতে হারাম মাংস!’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘কৃতিত্ব হাইজ্যাকের অপচেষ্টা : পুলিশ ডেকে লিটল বাংলাদেশ এভিনিউ’র উদ্বোধন’ এবং ‘১৬ দিনেও শনাক্ত হয়নি জিতুর ঘাতক!’ এবং বাংলা পত্রিকা’র ‘মিজানুর রহমান ওয়ে, বাংলা বাজার, জেএমসি ওয়ে, লিটল বাংলাদেশ এভিনিউ’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
২৮ ফেব্রæয়ারী ২০২২