নিউইয়র্কের মিডিয়া কড়চা-১০

- প্রকাশের সময় : ১১:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২২
- / ৯৭ বার পঠিত
প্রখ্যাত সাংবাদিক, ঢাকাস্থ জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে’র সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ সহ সদ্য প্রয়াত সাংবাদিক শামছুল আলম বেলাল ও পীর হাবিবুর রহমান স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। গত ৮ ফেব্রæয়ারী মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসস্থ নবান্ন পার্টি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা মরহুম সাংবাদিকদের দেশের সাহসী সাংবাদিক হিসেবে উল্লেখ করে জনগণের কল্যাণে মত প্রকাশের স্বাধীনতাকে সমন্নুত রাখতে দেশ ও প্রবাসে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক ও টাইম টেলিভিশনের সিইও আবু তাহের এতে সভাপতিত্ব করেন এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম। প্রেসক্লাবের উদ্যোগটি প্রশংসনীয়। তবে এতে অন্যান্য মিডিয়ার সম্পাদক ও সংবাদ কর্মীরা উপস্থিত থাকলে আরো ভালো হতো।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ৮ ফেব্রæয়ারী মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘ওয়াশিংটনের সাড়ার অপেক্ষায় ঢাকা’, ৯ ফেব্রæয়ারী বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘ইমিগ্রেশনে ভয়াবহ জট : গ্রীনকার্ডের অপেক্ষা দীর্ঘতর হচ্ছে’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘ইইউতে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞার আর্জি’, ১০ ফেব্রæয়ারী বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশী নিহত’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘ইউক্রেন প্রশ্নে রাশিয়া আমেরিকা মুখোমুখী’ আর প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশী খুন, ক্ষোভ-আতংক’, ১১ ফেব্রæয়ারী শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘ওজন পার্কে গুলিতে বাংলাদেশী নিহত : নিউইয়র্ক এখন আতঙ্কের নগরী’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং আ’লীগ, বিএনপি, জামায়াত : লবিস্ট নিয়োগে কার কত ব্যয়’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদাওে তৎপরতা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘হোম হেলথ কেয়ার খাত পাবে ১৫০ বিলিয়ন : পাস হচ্ছে দুই ট্রিলিয়ন ডলারের বিল!’, ১২ ফেব্রæয়ারী শনিবার প্রকাশিত শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘জ্যামাইকায় হলো লিটন বাংলাদেশ এভিনিউ’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘বাইডেনের অনুরোধে পুতিনের সঙ্গে জরুরী ফোনালাপ’ ও ‘গণতন্ত্র সূচকে এক ধাপ উন্নতি সত্তে¡ও বাংলাদেশ ‘মিশ্র শাসনে’। অপরদিকে ৬ ফেব্রæয়ারী সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘কিংবদন্তি সুর স¤্রাজ্ঞী লতা’র মহাপ্রস্থান’। ভারত উপ মহাদেশের জনপ্রিয় শিল্পী লতা মঙ্গেশকার-কে নিয়ে কোন কোন মিডিয়া বিশেষ পাতা এবং প্রবন্ধ/নিবন্ধ প্রকাশ করেছে। যা প্রশংসার দাবী রাখে।
গেলো সপ্তাহে প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে ‘ওজন পার্কে দূর্বৃত্তের গুলিতে বাংলাদেশী খন্দকার মোদাচ্ছের হত্যা সহ নিউইয়র্ক সিটির অবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতি’র খবর ছিলো আলোচিত। এছাড়াও সাপ্তাহিক দেশ-এর ‘গঠনতন্ত্র সংশোধনী নিয়ে নতুন জটিলতা : জালালাবাদ এসোসিয়েশন’, আজকাল-এর ‘জেবিবিএ তিন খন্ড’, নবযুগ-এর ‘অপরাধই নিউইয়র্কের সবচেয়ে বড় সমস্যা’ এবং বাঙালীর ‘জ্যামাইকায় হলো লিটন বাংলাদেশ এভিনিউ’ শীর্ষক প্রতিবেদন পাঠকমহলে প্রশংসিত/আলোচিত হয়েছে।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৪ ফেব্রæয়ারী ২০২২