নিউইয়র্কের বাংলা মিডিয়ার সাম্প্রতিক সমাচার : আরো দু’টি পত্রিকা প্রকাশ

- প্রকাশের সময় : ১১:৩৫:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০১৬
- / ১৮৩৮ বার পঠিত
নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে ‘অগ্রদূত’ ও ‘গ্লোবাল টাইম’নামে আরো দু’টি ফ্রি পত্রিকা’র আতœপ্রকাশ ঘটলো। ১২ সেপ্টেম্বর ‘অগ্রদূত’ নামে একটি এবং ২৬ অক্টোবর ‘গ্লোবাল টাইম’ নামে আরো একটি বাংলা মিডিয়া প্রকাশিত হয়েছে। এদিকে নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ নতুন ব্যবস্থাপনায়, নতুন আঙ্গীকে প্রকাশনা শুরু হয়েছে কয়েক সপ্তাহ আগে। অপরদিকে সম্প্রতি নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ায় একাধিক সাংবাদিকের যোগ-বিয়োগের ঘটনা ঘটেছে। ফ্রি হয়ে গেছে টানা ২০ বছর ধরে প্রকাশিত প্রবাসের অন্যতম শীর্ষ স্থানীয় গণমাধ্যম সাপ্তাহিক বাংলা পত্রিকা। খবর ইউএনএ’র।
নতুন প্রকাশিত সাপ্তাহিক ‘অগ্রদূত’ এর সম্পাদক হচ্ছেন এম এ আজাদ। এর অফিস নেয়া হয়েছে জ্যাকসন হাইটসে। পত্রিকাটি পাঠকদের জন্য ফ্রি থাকবে। অপরদিকে বাংলা ও ইরেজী ভাষায় প্রকাশিত ‘গ্লোবাল টাইম’ নামের পত্রিকাটির প্রকাশক সময় মিডিয়া ইউএসএ ইনক আর সম্পাদক হচ্ছেন ‘অই অন বাংলাদেশ’ টিভি’র পবিচালক রিমন ইসলাম। ‘গ্লোবাল টাইম’-এর প্রথম সংখ্যায় বলা হয়েছে- ‘বহুজাতিক মার্কিন সমাজে ইংরেজী ও বাংলায় একটি ম্যাগাজিন করা একটি কঠিন কাজ। তারপরও সময়ের চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা এখন পাঠকের সাথেই আছি।’ পত্রিকাটির শ্লোগান ‘ম্যাগাজিন ফর অ্যাডভান্স পিপল’। গ্লোবাল টাইম ট্যাবলেট আকারে ভিন্ন ধর্মী ‘ম্যাগাজিন’ পত্রিকা হিসেবে প্রতি মাসে প্রকাশিত হবে এবং পত্রিকাটি পাঠকদের জন্য ফ্রি থাকবে বলে রিমন ইমলাম ইউএনএ প্রতিনিধিকে জানান।
অগ্রদূত আর গ্লোবাল টাইম নিয়ে নিউইয়র্ক থেকে প্রকাশিত বাংলা প্রিন্ট মিডিয়ার সংখ্যা দাঁড়ালো ১৭টি। পত্রিকাগুলো হচ্ছে- সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক পরিচয়, সাপ্তাহিক বাঙালী, সাপ্তাহিক বাংলা পত্রিকা, সাপ্তাহিক বাংলাদেশ, সাপ্তাহিক দেশবাংলা, সাপ্তহিক আজকাল, সাপ্তাহিক বাংলা টাইমস, সাপ্তাহিক জন্মভূমি, সাপ্তাহিক প্রবাস, সাপ্তাহিক বর্ণমালা, সাপ্তাহিক মুক্তকন্ঠ, সাপ্তাহিক রানার, সাপ্তাহিক প্রথম আলো, সাপ্তাহিক জনতার কন্ঠ।
সংশ্লিষ্ট মিডিয়াগুলো সূত্রে জানা গেছে, প্রবাসের সনামধন্য চিকিৎসক ও রাজনীতিক ডা. মোহাম্মদ হামিদুজ্জামান প্রকাশিত সাপ্তাহিক বাংলাদেশ নতুন ব্যবস্থাপনায় প্রকাশের পর পত্রিকাটির ‘লগো’ পরিবর্তন সহ নানা পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে। পত্রিকাটির সম্পাদক ডা. ওয়াজেদ এ খান। এছাড়া সিনিয়র সাংবাদিক ও লেখক আনোয়ার হোসেন মঞ্জু সাপ্তাহিক বাংলাদেশ-এর উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। সাপ্তাহিক বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন (মরহুম) আফতাব সৈয়দ। সম্প্রতি এই মিডিয়ায় চীফ রিপোর্টার হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক এস এম সোলায়মান। তিনি কুমিল্লা থেকে প্রকাশিত বিভিন্ন মিডিয়ায়ার সাংবাদিক ছিলেন। অিপরদিকে ‘উইকলী বাংলাদেশ এনওয়াইডটকম’ নামে সাপ্তাহিক বাংলাদেশ-এর পুরনো লগো দিয়ে একটি ওয়েব পত্রিকা’র প্রকাশনা শুরু হয়েছে।
নিউইয়র্কের ইলেক্ট্রনিক মিডিয়াগুলোর মধ্যে এনটিভি ইউএসএ থেকে বিদায় নিয়েছেন বার্তা সম্পাদক আবিদুর রহিম। তার স্থলে বিশেষ প্রতিনিধি হিসেবে ১ সেপ্টেম্বর থেকে যোগ দিয়েছেন সাংবাদিক পুলক মাহমুদ। ইতিপুর্বে তিনি টাইম টিভি’র কনসালটেন্ট হিসেবে প্রায় এক বছর দায়িত্ব পালন করার পর মাঝে টাইম টিভি ছেড়ে দিয়েছিলেন। সাংবাদিক আবিদুর রহিম ঢাকার বাংলা ভিশন টিভি ও দৈনিক ইনকিলাব-এর সাংবাদিক ছিলেন। অপরদিকে পুলক মাহমুদ ইতিপূর্বে নিউইয়র্কেও টাইম টিভি ছাড়াও ঢাকার বৈশাখী টিভি, দিগন্ত টিভি ও আরটিভি ছাড়াও দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় কাজ করেছেন। একজন ক্রিড়া সাংবাদিক হিসেবে তার ব্যাপক পরিচিতি রয়েছে।
অপরদিকে কয়েক মাস আগে মিলিনিয়াম টিভি ছেড়ে সাপ্তাহিক বাংলা পত্রিকা আর টাইম টিভি মিডিয়া হাউজে যোগ দিয়েছেন এটিএন বাংলা’র জনপ্রিয় নিউজ প্রেজেন্টার এবং ডকুমেন্টারী ফিল্ম নির্মাতা, ঢাকার ইউনিভার্সিটি অব ডেভলেভমেন্ট অল্টারনেটিভ (ইইডা) সাংবাদিকতা বিভাগের শিক্ষক দিমা নেফার তিতি। এর আগে তিনি সাপ্তাহিক রানার পত্রিকায় কাজ করেন। গত জুন মাসে তিনি বাংলা পত্রিকা ও টাইম টিভি পরিবারে যোগ দেন।
গত জুলাই মাসে টাইম টিভির নিউজ প্রেজেন্টার ও মধ্যরাতের টক শো ‘টাইম পলিটিক্স’ অনুষ্ঠানের হোস্ট হিসেবে যোগ দিয়েছেন ঢাকার বৈশাখী টিভি’র ইংরেজী নিউজ প্রেজেন্টার জেসিকা তারটিলা ইসলাম। তিনি ঢাকার ইন্ডিপেন্টে ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর মিডিয়া এন্ড কমিউনিকেশন বিভাগের লেকচারার এবং বর্তমানে নিউজার্সী অঙ্গরাজ্যের রাটগার্স ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে এমএস করছেন।
এছাড়া টাইম টিভি’র আরেক জনপ্রিয় নিউজ প্রেজেন্টার শামসুন্নাহার নিম্মি এই মিডিয়া ছেড়ে গত ২৯ জুলাই যোগ দিয়েছেন নিউইয়র্কের আরেক বাংলা মিডিয়া টিবিএন২৪ চ্যানেলে। নিম্মি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এনটিভি’র নিউজ প্রেজেন্টার ছিলেন। তিনি অনুষ্ঠান উপস্থাপকও। ২০১৫ সালের মে মাসে তিনি টাইম টিভিতে যোগ দেন।
এদিকে টাইম টিভি ও বাংলা পত্রিকা মিডিয়া হাউজ ছেড়ে গত ১৫ এপ্রিল নতুন প্রতিষ্ঠিত অনলাইন মিডিয়া ‘বাংলাওয়ার্ল্ড২৪ডটকম’-এ যোগ দেন কূটনৈতিক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর। সম্প্রতি তিনি ‘বাংলাওয়ার্ল্ড২৪ডটকম’ ছেড়ে প্রকাশ করেছেন ‘মুক্তিবার্তা২৪ডটকম’ নামের নতুন অনলাইন পত্রিকা। ‘মুক্তিবার্তা২৪ডটকম’ ১৫ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শাহাব উদ্দিন সাগর ঢাকার দৈনিক মানবকন্ঠ, দৈনিক অর্থনীতি প্রতিদিন, দৈনিক যায়যায়দিন, আজকের কাগজ, চট্টগ্রামের দৈনিক আজাদী ও ঢাকার এনটিভি’র সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন। চলতি বছরের জুন মাস থেকে ‘বাংলাওয়ার্ল্ড২৪ডটকম’ প্রকাশ করেন নিউইয়র্ক থেকে প্রচারিত অধুনালুপ্ত এসটিভি’র সাংবাদিক রাজীব আহসান। গত ২৩ আগষ্ট থেকে সাময়িকভাবে ‘বাংলাওয়ার্ল্ড২৪ডটকম’-এর প্রকাশনা বন্ধ রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইউএনএ প্রতিনিধিকে জানিয়েছেন ।
এই বছরই সাপ্তাহিক আজকাল-এর সহযোগী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন সাংবাদিক হাসানুজ্জামান সাকী এবং নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন শওকত ওসমান রচি। তিনি যমুনা টিভি’র যুত্তরাষ্ট্র প্রতিনিধি। ইতিপূর্বে তিনি ঢাকায় বৈশাখী টিভি সহ বিভিন্ন মিডিয়ার সাথে সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। সাংবাদিক রচি ইতিপূর্বে ঢাকার দৈনিক নয়া দিগন্ত পত্রিকা ছাড়াও বিভিন্ন মিডিয়ার সাথে যুক্ত ছিলেন।