নিউইয়র্ক ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের প্রেসনোট : মিডিয়ায় প্রেরীত একটি বার্তা প্রসঙ্গিক কথা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫
  • / ৭৯০ বার পঠিত

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র কর্মকর্তাদের যোগসাজসে অসুদপায়ে গোপন তথ্য সংগ্রহের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী রিজভী আহমেদ সিজার নামে এক বাংলাদেশী যুবকের ৪২ মাস কারাদন্ডসহ দু’জন আমেরিকান (এফবিআই’র সাবেক কর্মকর্তা) অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপি ও কেন্দ্রীয় জাসাস-এর এক নেতা মোহাম্মদ উল্লাহ মামুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র-উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়-এর নাম নানাভাবে জড়িয়েছে। খবরে প্রকাশ, সিজার বিএনপি নেতা মামুনের পুত্র আর জয়-এর ‘গোপন তথ্য’ সংগ্রহের জন্যই নাকি সিজার এফবিআই’র সহযোগিতা পেতে অসুদপায় অবলম্বন করে এবং ঘটনার এক পর্যায়ে তা ফাঁস হয়ে গেলে সিজার সহ যুক্তরাষ্ট্রের নাগরিক এফবিআইর সাবেক কর্তকর্তা রবার্ট লাস্টিক, ইয়োহান থেলার অভিযুক্ত হন। এসংক্রান্ত খবরাখবর নিউইয়র্কসহ দেশের প্রায় সকল মিডিয়ায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সর্বশেষ সাপ্তাহিক ঠিকানার ‘জয়ের ব্যাংক ব্যালেন্সসহ ৩০০ মিলিয়ন ডলারের তথ্য এফবিআই ও বিএনপির হাতে : রাজনৈতিক কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মামলায় রিজভীর জেল’ শীর্ষক খবর কমিউনিটি সহ দেশব্যাপাী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এমন স্পর্শকারতর ও গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে অনুসন্ধানীমূলক রিপোর্ট পাঠকদের প্রত্যাশা।
২.
চলতি বছর নিউইয়র্কে অনুষিষ্ঠতব্য ফোবানা কর্তৃপক্ষের থেকে ১০ মার্চ মিডিয়ার সম্পাদক ও কর্মীদের কাছে একটি বার্তা প্রেরণ করা হয়েছে। ঐ বার্তায় বলা হয়েছে: ‘সব শ্রদ্ধেয় সাংবাদিক, সম্পাদক এবং মিডিয়া কর্মীদের আবারো অনুরোধ করছি যে ফোবানা সম্পর্কিত যে কোন খবর ছাপানোর আগে অনুগ্রহ করে আপনারা ফোবানার মিডিয়া কমিটি বা ফোবানার চেয়ারম্যান বা এক্সিকিঊটিভ সেক্রেটারীর সাথে সেই খবরের সত্যতা যাচাই করে নেবেন। এতে আপনার পত্রিকার সম্মান এবং মান দুটোই বাড়বে বৈকি কমবে না। নতুবা ভুল এবং বিভান্তিকর খবর ছাপানোর জন্য আপনাকে ফোবানার পক্ষ থেকে পাঠানো একটি প্রতিবাদ ছাপাতে হবে যা সাংবাদিকতার নুন্যতম ভদ্রতা। আর যদি ছাপানো খবরটি ভুয়া বা প্রতারকদের পাঠানো এটা প্রমানিত হয়ে যায় তবে এই খবরটি হবে আপনাদের জন্য বিব্রতকর। খবর এখন আর শুধু কাগজে ছাপা হয় না। খবর এখন প্রযুক্তির কারণে মুহুর্তের মাঝে পৌঁছে যায় লক্ষ কোটি মানুষের কাছে। তাই আমাদের সবাইকেই হতে হচ্ছে আরো সতর্ক’। বার্তায় ফোবানা সম্পর্কিত যে কোন খবরের জন্য ‘ফোবানা চেয়ারম্যান ডিউক খান বা ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি আজাদুল হক অথবা চেয়ারম্যান, ফোবানা মিডিয়া কমিটি’র সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফোবানা কর্তৃপক্ষের বার্তাটি পরিধানযোগ্য। এই বার্তার মধ্য দিয়ে নিউইয়র্কের মিডিয়াগুলো সম্পর্কে বিভিন্ন সংগঠন তথা পাঠকদের ধারনার পাশাপাশি মিডিয়াগুলোর দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে ধারনাও দেয়া হয়েছে। বার্তায় ‘পত্রিকার সম্মান এবং মান’,‘ভুল এবং বিভ্রান্তি’,‘ভুয়া বা প্রতারক’ প্রভৃতি শব্দাবলীর উল্লেখ রয়েছে। যা মিডিয়ায় খবর পরিবেশনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। এমন বার্তা প্রশ্ন উঠেছে যে নিউইয়র্কের মিডিয়াগুলো (হয়তো সব মিডিয়াই নয়) খবর পরিবেশনের সময় এসব শব্দাবলী গুরুত্ব দিয়ে বিবেচনা করেন কিনা? যদি করা হয়ে থাকতো তাহলে এমন প্রশ্ন উঠতো না বা ফোবানা কর্তৃপক্ষ এমন বার্তা সকল মিডিয়াকে উদ্দেশ্য করে প্রেরণ করতো না। আমরা সকল মিডিয়ার মর্যাদা চাই, পেশাগত মর্যাদা চাই, সাংবাদিকতায় স্বচ্ছতা চাই। সংশ্লিষ্ট সকলেই বিষয়গুলো বিবেচনায় রাখবেন এটাই প্রত্যাশা।
৩.
নিউইয়র্কের জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল আরটিভি’র যুক্তরাষ্ট্রের আবাসিক অফিস। এ উপলক্ষে গত ১১ মার্চ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরটিভি’র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলুসহ অন্যান্য কর্মকর্তা এবং মিডিয়া ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটি ভাল কথা। বলার অপেক্ষা রাখে না যে, শুধু আরটিভি নয় বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলের যুক্তরাষ্ট্র অফিস রয়েছে নিউইয়র্কে। নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী টিভি দর্শক-শ্রোতাদের প্রত্যাশা এসব টিভিগুলোতে কমিউনিটির সুখ-দু:খ আরো বেশী বেশী করে তুলে ধরা হোক। প্রবাসীদের নিয়ে আরো বেশী নিজস্ব অনুষ্ঠান হোক।
৪.
চলতি সপ্তাহের উল্লেখযোগ্য পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক পরিচয়-এর ‘বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিউইয়র্ক!’, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘পেন্ডুরার বাক্স বেরিয়ে আসবে চমক লাগানো তথ্য : মামুন ॥ জয়ের বিরুদ্ধে চক্রান্তে সিজারের ৪২ মাসের জেল : বিএনপির কয়েকজনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ’ ও ‘বাক্স বন্দী হয়ে ফিরে গেলেন দেশে : মর্গে পড়েছিলো বেওয়ারিশ বাংলাদেশীর লাশ’, সাপ্তাহিক ঠিকানা’র শীর্ষ খবর ‘জয়ের ব্যাংক ব্যালেন্সসহ ৩০০ মিলিয়ন ডলারের তথ্য এফবিআই ও বিএনপির হাতে : রাজনৈতিক কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মামলায় রিজভীর জেল’, ‘প্রেমিকার বাবা-বোন হত্যার দায়ে বাংলাদেশী মোর্তজার মৃত্যুদন্ড’ ও ‘মার্কিন মুল্লুকে গাড়ী তৈরিতে বাংলাদেশীদের কদর’ শীর্ষক খবর পাঠকমহলে আলোচিত হয়েছে। ১৩ মার্চ’২০১ (সাপ্তাহিক পরিচয়)

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

নিউইয়র্কের প্রেসনোট : মিডিয়ায় প্রেরীত একটি বার্তা প্রসঙ্গিক কথা

প্রকাশের সময় : ১১:৩৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০১৫

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তদন্ত সংস্থা এফবিআই’র কর্মকর্তাদের যোগসাজসে অসুদপায়ে গোপন তথ্য সংগ্রহের ঘটনায় যুক্তরাষ্ট্র প্রবাসী রিজভী আহমেদ সিজার নামে এক বাংলাদেশী যুবকের ৪২ মাস কারাদন্ডসহ দু’জন আমেরিকান (এফবিআই’র সাবেক কর্মকর্তা) অভিযুক্ত হয়েছেন। ঘটনাটি টক অব দ্যা কান্ট্রিতে পরিণত হয়েছে। ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপি ও কেন্দ্রীয় জাসাস-এর এক নেতা মোহাম্মদ উল্লাহ মামুন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র-উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়-এর নাম নানাভাবে জড়িয়েছে। খবরে প্রকাশ, সিজার বিএনপি নেতা মামুনের পুত্র আর জয়-এর ‘গোপন তথ্য’ সংগ্রহের জন্যই নাকি সিজার এফবিআই’র সহযোগিতা পেতে অসুদপায় অবলম্বন করে এবং ঘটনার এক পর্যায়ে তা ফাঁস হয়ে গেলে সিজার সহ যুক্তরাষ্ট্রের নাগরিক এফবিআইর সাবেক কর্তকর্তা রবার্ট লাস্টিক, ইয়োহান থেলার অভিযুক্ত হন। এসংক্রান্ত খবরাখবর নিউইয়র্কসহ দেশের প্রায় সকল মিডিয়ায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। সর্বশেষ সাপ্তাহিক ঠিকানার ‘জয়ের ব্যাংক ব্যালেন্সসহ ৩০০ মিলিয়ন ডলারের তথ্য এফবিআই ও বিএনপির হাতে : রাজনৈতিক কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মামলায় রিজভীর জেল’ শীর্ষক খবর কমিউনিটি সহ দেশব্যাপাী ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এমন স্পর্শকারতর ও গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে অনুসন্ধানীমূলক রিপোর্ট পাঠকদের প্রত্যাশা।
২.
চলতি বছর নিউইয়র্কে অনুষিষ্ঠতব্য ফোবানা কর্তৃপক্ষের থেকে ১০ মার্চ মিডিয়ার সম্পাদক ও কর্মীদের কাছে একটি বার্তা প্রেরণ করা হয়েছে। ঐ বার্তায় বলা হয়েছে: ‘সব শ্রদ্ধেয় সাংবাদিক, সম্পাদক এবং মিডিয়া কর্মীদের আবারো অনুরোধ করছি যে ফোবানা সম্পর্কিত যে কোন খবর ছাপানোর আগে অনুগ্রহ করে আপনারা ফোবানার মিডিয়া কমিটি বা ফোবানার চেয়ারম্যান বা এক্সিকিঊটিভ সেক্রেটারীর সাথে সেই খবরের সত্যতা যাচাই করে নেবেন। এতে আপনার পত্রিকার সম্মান এবং মান দুটোই বাড়বে বৈকি কমবে না। নতুবা ভুল এবং বিভান্তিকর খবর ছাপানোর জন্য আপনাকে ফোবানার পক্ষ থেকে পাঠানো একটি প্রতিবাদ ছাপাতে হবে যা সাংবাদিকতার নুন্যতম ভদ্রতা। আর যদি ছাপানো খবরটি ভুয়া বা প্রতারকদের পাঠানো এটা প্রমানিত হয়ে যায় তবে এই খবরটি হবে আপনাদের জন্য বিব্রতকর। খবর এখন আর শুধু কাগজে ছাপা হয় না। খবর এখন প্রযুক্তির কারণে মুহুর্তের মাঝে পৌঁছে যায় লক্ষ কোটি মানুষের কাছে। তাই আমাদের সবাইকেই হতে হচ্ছে আরো সতর্ক’। বার্তায় ফোবানা সম্পর্কিত যে কোন খবরের জন্য ‘ফোবানা চেয়ারম্যান ডিউক খান বা ফোবানা এক্সিকিউটিভ সেক্রেটারি আজাদুল হক অথবা চেয়ারম্যান, ফোবানা মিডিয়া কমিটি’র সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফোবানা কর্তৃপক্ষের বার্তাটি পরিধানযোগ্য। এই বার্তার মধ্য দিয়ে নিউইয়র্কের মিডিয়াগুলো সম্পর্কে বিভিন্ন সংগঠন তথা পাঠকদের ধারনার পাশাপাশি মিডিয়াগুলোর দায়িত্ব ও কর্তব্যবোধ সম্পর্কে ধারনাও দেয়া হয়েছে। বার্তায় ‘পত্রিকার সম্মান এবং মান’,‘ভুল এবং বিভ্রান্তি’,‘ভুয়া বা প্রতারক’ প্রভৃতি শব্দাবলীর উল্লেখ রয়েছে। যা মিডিয়ায় খবর পরিবেশনের সাথে ওতোপ্রতোভাবে জড়িত। এমন বার্তা প্রশ্ন উঠেছে যে নিউইয়র্কের মিডিয়াগুলো (হয়তো সব মিডিয়াই নয়) খবর পরিবেশনের সময় এসব শব্দাবলী গুরুত্ব দিয়ে বিবেচনা করেন কিনা? যদি করা হয়ে থাকতো তাহলে এমন প্রশ্ন উঠতো না বা ফোবানা কর্তৃপক্ষ এমন বার্তা সকল মিডিয়াকে উদ্দেশ্য করে প্রেরণ করতো না। আমরা সকল মিডিয়ার মর্যাদা চাই, পেশাগত মর্যাদা চাই, সাংবাদিকতায় স্বচ্ছতা চাই। সংশ্লিষ্ট সকলেই বিষয়গুলো বিবেচনায় রাখবেন এটাই প্রত্যাশা।
৩.
নিউইয়র্কের জ্যামাইকায় উদ্বোধন হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল আরটিভি’র যুক্তরাষ্ট্রের আবাসিক অফিস। এ উপলক্ষে গত ১১ মার্চ সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আরটিভি’র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর বাবলুসহ অন্যান্য কর্মকর্তা এবং মিডিয়া ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এটি ভাল কথা। বলার অপেক্ষা রাখে না যে, শুধু আরটিভি নয় বাংলাদেশের একাধিক টিভি চ্যানেলের যুক্তরাষ্ট্র অফিস রয়েছে নিউইয়র্কে। নিউইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশী টিভি দর্শক-শ্রোতাদের প্রত্যাশা এসব টিভিগুলোতে কমিউনিটির সুখ-দু:খ আরো বেশী বেশী করে তুলে ধরা হোক। প্রবাসীদের নিয়ে আরো বেশী নিজস্ব অনুষ্ঠান হোক।
৪.
চলতি সপ্তাহের উল্লেখযোগ্য পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক পরিচয়-এর ‘বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিউইয়র্ক!’, সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘পেন্ডুরার বাক্স বেরিয়ে আসবে চমক লাগানো তথ্য : মামুন ॥ জয়ের বিরুদ্ধে চক্রান্তে সিজারের ৪২ মাসের জেল : বিএনপির কয়েকজনের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ’ ও ‘বাক্স বন্দী হয়ে ফিরে গেলেন দেশে : মর্গে পড়েছিলো বেওয়ারিশ বাংলাদেশীর লাশ’, সাপ্তাহিক ঠিকানা’র শীর্ষ খবর ‘জয়ের ব্যাংক ব্যালেন্সসহ ৩০০ মিলিয়ন ডলারের তথ্য এফবিআই ও বিএনপির হাতে : রাজনৈতিক কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মামলায় রিজভীর জেল’, ‘প্রেমিকার বাবা-বোন হত্যার দায়ে বাংলাদেশী মোর্তজার মৃত্যুদন্ড’ ও ‘মার্কিন মুল্লুকে গাড়ী তৈরিতে বাংলাদেশীদের কদর’ শীর্ষক খবর পাঠকমহলে আলোচিত হয়েছে। ১৩ মার্চ’২০১ (সাপ্তাহিক পরিচয়)