নিউইয়র্কের মিডিয়া কড়চা-৮১
- প্রকাশের সময় : ০২:৩৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ২৯ বার পঠিত
ঈদ মুবারক। আগামীকাল বুধবার (২৮ জুন) নিউইয়র্ক সহ উত্তর আমেরিকায় পবিত্র ঈদুল আজহা। সৌদী আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ বিশ্বের আরো অনেক দেশে একই সাথে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে ২৯ জুন বৃহস্পতিবার। হককথার সকল পাঠককে ঈদের শুভেচ্ছা। ঈদ উপলক্ষ্যে নিউইয়র্কের বিভিন্ন বাংলা সাপ্তাহিক বিশেষ পাতা প্রকাশ করছে আর ইলেক্ট্রনিক মিয়িাগুলো প্রচার করথে বিশেষ অনুষ্ঠান।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২০ জুন মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘ওয়াশিংটনে মোদি-বাইডেন বৈঠক ২২ জুন : আলোচনায় থাকছে বাংলাদেশ : দৃষ্টি এখন হোয়াইট হাউজ’, ২১ জুন বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘চীন-ভারত টনিকে যুক্তরাষ্ট্রকে ম্যানেজের চেষ্টায় সরকার : বাংলাদেশ নিয়ে মোদির বিশেষ ফয়সালা’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশে কী হতে যাচ্ছে’, ২২ জুন বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘প্রেসিডেন্ট বাইডনেকে ইউএস কংগ্রেসের ৭৫ সদস্যের চিঠি : নরেন্দ্র মোদি গণতন্ত্র ও মানবাধিকার লংঘনকারী’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘আমেরিকার সাথে সম্পর্ক উন্নয়নে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশ : কারো কাছেই খুব একটা বিকল্প নেই’, ২৩ জুন শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘হোয়াইট হাউসে তোপের মুখে বাইডেনর-মোদী’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘কি পেল ভারত, কী পাচ্ছে বাংলাদেশ’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘কংগ্রেসে ইমিগ্রেশন রিফর্ম বিল’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘প্লাস্টিকের চামচ দিলেই রেষ্টুরেন্টকে জরিমানা’, ২৪ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘কংগ্রেসে দুই দলের পক্ষে-বিপক্ষে অবস্থান সত্তে¡ও হাউজে আকস্মিক বাইডেনকে ইমপিচমেন্টর বিল’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘মোদিকে যুক্তরাষ্ট্রের আলিঙ্গনের মূল্য’ ও ‘বাইডেন প্রশাসনের তুলনামূলক নমনীয় ডিপোর্টেশন নীতিমালার পক্ষে সুপ্রীম কোর্টের রায়’। অপরদিকে জুন সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘আ.লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার : দেশে ও প্রবাসে ব্যাপক চাঞ্চল্য : কোটি কোটি টাকার উৎসব সন্ধানে গোয়েন্দারা’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ!’, সাপ্তাহিক ঠিকানা ‘সেকেন্ড ফেস এ মাইনাস টু’ এবং ‘ভাঙন সংগঠনে এবং সমাজে’, সাপ্তাহিক দেশ ‘সাংবাদিক হত্যা : বিচারহীনতার সংস্কৃতি রোধ করতে হবে’, সাপ্তাহিক বাংলাদেশ ‘ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা’, সাপ্তাহিক জন্মভূমি ‘হাওরাঞ্চলে বন্যার শঙ্কা’, সাপ্তাহিক প্রথম আলো ‘ভূরাজনীতিতে বাংলাদেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে’, সাপ্তাহিক আজকাল ‘মোদীর যুক্তরাষ্ট্র সফর ও বাংলাদেশের ভবিষ্যৎ’, সাপ্তাহিক প্রবাস ‘বাংলাদেশে অমানবিক শিশুশ্রম’, সাপ্তাহিক নবযুগ ‘ঈদযাত্র হোক আনন্দময়’, সাপ্তাহিক বাঙালী ‘প্রিয় রাজনীতিকবৃন্দ……..’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘সুইস ব্যাংকে কাদের টাকা?’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। এই সম্পাদকীয়গুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা, দেশ, বাংলাদেশ, আজকাল, বাঙালী’র সম্পাদকীয় পাঠকমহলে আলোচিত হয়েছে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘শাহীন-মইনুলের নেতৃত্বে পাল্টা সাধারণ সভায় জালালাবাদ এসোসিয়েশন থেকে বদরুল-রুকন হাকিমকে বহিষ্কার’, সাপ্তাহিক ঠিকানা’র ‘জালালাবাদ কি তাহলে দুই ভাগ হয়েই গেল?’ ও ‘দেশে ঈদ করার পরিকল্পনা বাদ দিচ্ছেন অনেক প্রবাসী : টিকিটের দাম অস্বাভাবিক’, সাপ্তাহিক দেশ-এর ‘বদরুল খান ও রোকন হাকিমকে বহিষ্কার’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘ভোগ্যপণ্যের দাম ফের উর্দ্বমুখী : ব্যয় কমিয়েছেন ৯২ শতাংশ আমেরিকান’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘এস্টোরিয়ায় ব্যংক ডাকাতি’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘জালালাবাদ এসোসিয়েশনে বহিষ্কার পাল্টা বহিষ্কার’, ‘২৭ জুন নিউইয়র্ক সিটির প্রাইমারী নির্বাচন : লড়ছেন বাংলাদেশী-আমেরিকান প্রার্থীও’, ‘বহু কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে’, সাপ্তাহিক আজকাল-এর ‘২ বছরে বেড়েছে ১৬% : আমেরিকায় অবৈধ অভিবাসী এখন ১৭ মিলিয়ন’, ‘যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ছয় মাসে নিহত ২০ হাজার’, ‘দ্বিখন্ডিত জালালাবাদ’ ও ‘জ্যাকসন হাইটস জমজমাট এলাকায় দু:সহ যানজট’, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর ‘ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রেফতার নিউইয়র্কের আবুল কাশেম’, সাপ্তাহিক নবযুগ-এর ‘যুক্তরাষ্ট্র সীমান্তে আশ্রয়প্রার্থী কমেছে’, সাপ্তাহিক বাঙালীর ‘ম্যাথ ও রিডিং স্কোরে ভয়াবহ ধস : আমেরিকায় এইটথ গ্রেডারদের ভরাডুবি’ ও ‘ব্রæকলীনের বাঙালীরা নিউইয়র্ক টাইমসে’, সাপ্তাহিক পরিচয়-এর ‘অর্থ পাচারের মামলায় ঢাকা বিমানবন্দরে গ্রেফতার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম’ ও ‘জ্যাকসন হাইটসে বাংলাদেশীর শরীরে গরম চা নিক্ষেপ, পাকিস্তানী গ্রেফতার’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘ভীতির নাম ই-বাইক লিথিয়ান-আয়ান ব্যাটারি : নিউইয়র্কে ৬ মাসে ১১০ অগ্নিকান্ড : মৃত্যু ১৩’, শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
২৬ জুন, ২০২৩