নিউইয়র্কের মিডিয়া কড়চা-৭৬
- প্রকাশের সময় : ০১:২৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৮৪ বার পঠিত
গেলো সপ্তাহে আকাশচুম্বী ভবনগুলোর ভারে ‘দেবে যাচ্ছে নিউইয়র্ক’ এমন শিরোনামের খবর নিউইয়র্কের প্রায় সকল বাংলা মিডিয়ায় গুরুত্বের সাথে প্রকাশিত হয়েছে। এছাড়াও জ্যাকসন হাইটস থেকে বাংলাদেশী ছাত্র অপরণ আর জালালাবাদ এসোসিয়েশনের অর্থ কেলেঙ্কারী’র খবরও একাধিক মিডিয়ায় গুরুত্বেও সাথে প্রকাশ পেয়েছে। বাংলাদেশী নিউজ এজেন্সীগুলোর মধ্যে নিউইয়র্ক ভিত্তিক বার্ত সাংস্থা ইউএনএ (ইউনাইটেড নিউজ অব আমেরিকা) পরিবেশিত খবরাখবর একাধিক মিডিয়ায় প্রকশিত হলেও কোন কোন মিডিয়ায় তার ক্রেডিট লাইন নেই। অভিজ্ঞ মহলের মতে সকল খবরেই ক্রেডিট লাইন থাক বাঞ্ছনীয়। অপর দিকে এই সপ্তাহে বাজারে আসা একটি নতুন সাপ্তাহিকের দেশী-বিদেশী সকল খবরেই ক্রেডিট লাইন হিসেবে তাদেরটাই প্রকাশ করা হয়েছে। যা সাংবাদিকতার নীতি-আদর্শের মধ্যে পড়ে না। বিষয়গুলো সচেতন পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১৬ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘২০ লাখ টাকা মুক্তিপন দাবী : মাজহারের অপারেশন সম্পন্ন : বাংলাদেশী ছাত্র অপহরণের ঘটনায় তোলপাড়’, ১৭ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘অ্যাম্বেসি রিভিউ’তে বহু বাংলাদেশীর অ্যাসাইলাম আবেদন : ইমিগ্রেশনে ভয়াবহ প্রতারণা’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘জ্যাকসন হাইটস থেকে বাংলাদেশী ছাত্রকে কিডন্যাপ’, ১৮ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাসিনা সরকারের যুদ্ধ’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘কলকাতায় বন্দি পি কে হালদারের ওপর হামলা’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘গুজবে সয়লাব প্রবাস’, ১৯ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটেবিল পাস’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘বাংলাদেশের রেমিট্যান্সে যুক্তরাষ্ট্র প্রবাসীরা শীর্ষে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘বিবিসিকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : যুক্তরাষ্ট্র আমাকে ক্ষমতায় চায় না’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘পতাকাবিহীন গাড়িতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস : ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েনের শঙ্কা’, ২০ মে শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘হাসিনা ও হাসের পাল্টাপাল্টির অপর পিঠ নিয়ে জল্পনা : বাংলাদেশ-মার্কিন টানাপড়েন কি সাজানো নাটক?’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্র ঋণখেলাপি হলে ক্ষতির শঙ্কা বেশির ভাগ আসেরিকানের’ ও ‘ডলার কেন আবার শক্তিশালী হচ্ছে’। অপরদিকে ২২ মে সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্কে বাড়িভাড়া বৃদ্ধির ছোবল, টিকে থাকা দায়’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘অধ্যাপক নুরুল ইসলামের ইন্তেকাল’, সাপ্তাহিক ঠিকানা ‘নিউইয়র্ক-ঢাকা রুটে ইজিপ্ট এয়ার ও প্রাসঙ্গিক কথা’ এবং ‘বাংলা সাহিত্যের বরপুত্র সমরেশ মজুমদারের প্রতি শ্রদ্ধাঞ্জলি’, সাপ্তাহিক দেশ ‘অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে’, সাপ্তাহিক বাংলাদেশ ‘বাংলাদেশে বিদেশী ঋণের চাপ’, সাপ্তাহিক জন্মভূমি ‘ঘূর্ণিঝড় : ত্রাণ ও পুনর্বাসন’, সাপ্তাহিক প্রথম আলো ‘চ্যাটজিপিটি কোনো প্রাণী নয়’, সাপ্তাহিক আজকাল ‘রেমিট্যান্সের বৈধতা ও হুন্ডির ব্যাপকতা’, সাপ্তাহিক প্রবাস ‘সুষ্ঠু ও অবাধ নির্বাচনই গণতন্ত্রের রক্ষাকবচ’, সাপ্তাহিক নবযুগ ‘কর্ণাটকের ভোট এবং নতুন বার্তা’, সাপ্তাহিক বাঙালী ‘গ্রিডলকে আমেরিকা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ : সব পক্ষকে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘জালালাবাদ ভবনের নামে তহবিল তছরুপ : সাধারণ সভায় ঝুলে আছে মইনুলের ভাগ্য’, ‘ফিলাডেলফিয়া সিটি প্রাইমারী : বিজয়ের পথে নীনা আহমেদ’, সাপ্তাহিক দেশ-এর ‘জালালাবাদ এসোসিয়েশন : ২ লাখ ৫০ হাজার ডলার নিয়ে এম অঅজিজের বক্তব্য’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘জ্যাকসন হাইটসে ছাত্র অপহরণের ঘটনায় তোলপাড়’, সাপ্তাহিক প্রথম আলো-এর ‘যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা : প্রতিদিন মারা যাচ্ছে ১১৫, আতœহত্যা ৬৬’, সাপ্তাহিক আজকাল-এর ‘মন্তব্য প্রতিবেদন : শেখ হাসিনাকে চায়না যুক্তরাষ্ট্র!’, ‘আজাদ বললেন : আমি একজন ভালো মানুষ’ ও ‘জালালাবাদ এসোসিয়েশনের অর্থ কেলেঙ্কারী : তদন্তে ডিস্ট্রিক্ট এটর্নী অফিস, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর ‘যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের নির্বাচনী ঢেউ’, সাপ্তাহিক নবযুগ-এর ‘১ সপ্তাহে তিন বাস চালক আক্রান্ত : সন্ত্রাসী হামলার ঝুঁকিতে নিউইয়র্কের বাস চালকরা’, ‘ভাড়া ফাঁকিতে এমটিএ’র ক্ষতি ৬৯০ মিলিয়ন ডলার’, সাপ্তাহিক বাঙালীর ‘ঋণ নেয়ার সময় বাড়ানো না হলে ১ জুন আবার ফেডারেল সরকারের অফিসে তালা’, ‘২০২৪ এ আসছে কনজেশন চার্জ : ম্যানহাটানের রাস্তায় দিনে রাতে পৃথক টোল’, সাপ্তাহিক পরিচয়-এর ‘ফ্লোরিডায় কঠোর ইমিগ্রেশন বিধি ১ জুলাই থেকে কার্যকর হচ্ছে’ ও ‘সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের নিয়ে চরম অর্থনৈতিক সঙ্কটে নিউইয়র্ক সিটি’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘নিউইয়র্ক সিটি ট্যাক্সি ইন্ডাস্ট্রির একাল-সেকাল : ক্যাবিদের দিনকাল’, ‘ফোবানা’র সংবাদ সম্মেলনে গিয়াস আহমেদ : ব্যাড এলিমেন্টদের বয়কটের আহŸান’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
২২ মে, ২০২৩