নিউইয়র্ক ০৪:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের মিডিয়া কড়চা-৭৫

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • / ৪৫ বার পঠিত

নিউইয়র্কের অন্যতম সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেছে। এই খবরটি গেলো সপ্তাহে কমিউনিটি সহ মিডিয়া মহলে আলোচ্য বিষয় ছিলো। বাংলা মিডিয়াগুলেতেও খবরটি ফলাও কওে প্রকাশিত হয়েছে। গেলো সপ্তাহের উল্লেখযোগ্য মিডিয়াগুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা ‘বিক্রি হয়ে গেলো অজকাল’, দেশ ‘সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল’, বাংলাদেশ ‘সাপ্তাহিক আজকালের নতুন মালিক শাহ নেওয়াজ’, জন্মভূমি ‘শাহ নেওয়াজ সম্পাদক, রানো নেওয়াজ ব্যবস্থাপনা সম্পাদক : সাপ্তাহিক আজকাল নতুন ব্যবস্থাপনায়’, প্রথম আলো ‘নতুন ব্যবস্থাপনায় সাপ্তাহিক আজকাল’, প্রবাস ‘সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ : সাপ্তাহিক আজকাল’র মালিকানা পরিবর্তিত’, নবযুগ ‘এটি হবে নিরপেক্ষ পত্রিকা-শাহ নেওয়াজ : সাপ্তাহিক আজকাল এখন নতুন মালিকানায়’ শিরোনামে খবরটি প্রকাশ করে। এছাড়াও সাপ্তাহিক আজকাল ‘সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ ও জাকারিয়া মাসুদ : আজকাল হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা’ শিরোনামে খবরটি প্রকাশ করে। তবে আজকাল-এর মালিকানা পরিবর্তন এবং নিউইয়র্ক ও ঢাকা অফিস মিলে ২৫ জনের মতো স্টাফ (সম্পাদক/সাংবাদিক অন্যান্য বিভাগের স্টাফ) নিয়ে চলা আজকাল-এর পরিবর্তিত মালিকানার প্রথম সংখ্যায় তেমন পরিবর্তন ছিলো না। সচেতন পাঠক মহলে বিষয়টি আলোচিত হয়েছে। খবর পরিবেশন থেকে শুরু করে পত্রিকাটির মেকআপ-গেট অপ-এও কোন পরিবর্তন লক্ষ্যনীয় ছিলো না। ছিলো না বিশেষ রিপোর্ট বা এক্সুসিভ রিপোর্ট বা অনুসন্ধানী রিপোর্ট। যা মিডিয়র সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সচেতন পাঠকদের হতাশ করেছে।
এদিকে সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস এনওয়াইপিডি ট্রাফিক ইউনিয়নের ডেলিগেট নির্বাচিত হয়েছেন। তার এই খবরটিও একাধিক মিডিয়া গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ০৯ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘দাবানল-বন্যায় বিধ্বস্ত কানাডা’, ১০ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা বাংলাদেশের ওপর’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘তত্ত¡াবধায়ক প্রশ্নে কঠোর অবস্থানে খালেদা জিয়া’, ১১ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘বিদেশী ঋণ শোধের চাপ বাড়ছে’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘রাজনৈতিক অরাজকতায় জ্বলছে পাকিস্তান’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মঘন্টা : সপ্তাহে ৩২ ঘন্টা কাজের দাবী জোরালো হচ্ছে’, ১২ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত অভিমুখে ৮ লাখ অভিবাসী প্রার্থী : ২৪ ঘন্টায় ২০ হাজার প্রবেশ : মানবিক বিপর্যয়ের আশংকা : ভয়াবহ চাপে যুক্তরাষ্ট্র’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘দেশে নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘সাঁড়াশি অভিযানে গ্রেফতার কংগ্রেসম্যান স্যান্তোষ ও ব্যবসায়ী নাসের সালমান’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের ঢলের শঙ্কা : নিউইয়র্কে জরুরী অবস্থা ঘোষণা’, ১৩ মে শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘তেল-গ্যাস অনুসন্ধানের অন্তরালে অন্য কিছু নয়ত! বঙ্গোপসাগরে যাচ্চে মার্কিন কোম্পানী’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের চেয়ে কঠোর অভিবাসননীতি চালু করছে বাইডেন’ ও ‘ডিজিটাল হুন্ডিতেই বাংলাদেশের প্রবাসী আয়ে ধ্বস’। অপরদিকে ১৫ মে সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্র সীমান্তে শরনার্থীদের ঢল : অ্যাসাইলাম কঠোর করতে দুই দলের একই সুর’।
গেলো সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক হককথা ‘বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষ’, সাপ্তাহিক ঠিকানা ‘প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর ও বাংলাদেশের প্রাপ্তি’ এবং ‘বাংলাদেশ যখন জিতে. তখন সবকিছু জিতে’, সাপ্তাহিক দেশ ‘মারামারির জন্য পার্টি প্রধানরা দায়ী’, সাপ্তাহিক বাংলাদেশ ‘প্রবাসে দেশীয় রাজনীতি ও বিদেশে দেশের ভাবমূতি’, সাপ্তাহিক জন্মভূমি ‘মহাসড়কে চাঁদাবাজী’ ও ‘আমের বাণিজ্যিক সম্ভাবনা’, সাপ্তাহিক প্রথম আলো ‘সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩’, সাপ্তাহিক আজকাল ‘উত্তরণের সোপান বেয়ে নতুন পর্বে আজকাল’, সাপ্তাহিক প্রবাস ‘দেশে উচ্চ আয়বৈষম্য নিয়ন্ত্রণ জরুরী’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করতে চায় সরকার’, সাপ্তাহিক বাঙালী ‘নির্বাচনে রানিংমেট ফ্যাক্টর’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘ভারত মহাসাগরীয় সম্মেলন : আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন আস্থা’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রাইমারী নির্বাচন ২৭ জুন : জ্যামাইকা থেকে প্রার্থী হতে পারেন একাধিক বাংলাদেশী’, ‘যুক্তরাষ্ট্র বিএনপি’র ঘরে অশান্তির দাবানল’, ‘স্বস্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’ ও ‘মার খেলেন তারা, লাভবান সেলফি নেতারা?’, সাপ্তাহিক দেশ-এর ‘বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা-মামলা’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘ইমিগ্র্যান্টদের আপষ্টেটে পাঠানোর উদ্যোগ বন্ধ করলো আদালত’, সাপ্তাহিক প্রথম আলো-এর ‘বাবা-ছেলের পুলিৎজার জয়, স্থানীয় সাংবাদিকতায় জমক’, সাপ্তাহিক আজকাল-এর ‘সংকটে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন : ডা. সারোয়ারুলের দুই নৌকায় পা : ১৪ মে’র সভা নিয়ে বিভ্রান্তি’, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর ‘বাইডেন কি পারবেন’, ‘নোবেল শান্তি পুরষ্কার : মনোনয়ন পেলেন ড. রায়ান সাদী’ ও ‘নিউইয়র্কে মহাসড়কে বসছে স্পীড ক্যামেরা’, সাপ্তাহিক নবযুগ-এর ‘বেকায়দায় হিস্পানিকরা : নিউইয়র্ক সিটির বাড়ি ভাড়া কৃষ্ণাঙ্গদের নাগালের বাইরে’ ও ‘সাবওয়েতে হামলার শিকার বাংলাদেশী ট্রাফিক এজেন্ট’, সাপ্তাহিক বাঙালীর ‘নিউইয়র্কে এখন গাঁজার দোকানের সংখ্যা ২১৫’, সাপ্তাহিক পরিচয়-এর ‘নিউইয়র্ক সিটি সাবওয়েতে গলাটিপে হত্যা, মেরিন সদস্য গ্রেফতার, আইনী সহায়তায় চার লক্ষাধিক ডলার সংগ্রহ’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘লিবার্টি রেস্যুভেশন’র স্বত্তাধিকারী মোহাম্মদ এ আজাদের বিরুদ্ধে নানা অভিযোগ’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৫ মে, ২০২৩

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের মিডিয়া কড়চা-৭৫

প্রকাশের সময় : ১১:১২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

নিউইয়র্কের অন্যতম সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেছে। এই খবরটি গেলো সপ্তাহে কমিউনিটি সহ মিডিয়া মহলে আলোচ্য বিষয় ছিলো। বাংলা মিডিয়াগুলেতেও খবরটি ফলাও কওে প্রকাশিত হয়েছে। গেলো সপ্তাহের উল্লেখযোগ্য মিডিয়াগুলোর মধ্যে সাপ্তাহিক ঠিকানা ‘বিক্রি হয়ে গেলো অজকাল’, দেশ ‘সাপ্তাহিক আজকাল বিক্রি হয়ে গেল’, বাংলাদেশ ‘সাপ্তাহিক আজকালের নতুন মালিক শাহ নেওয়াজ’, জন্মভূমি ‘শাহ নেওয়াজ সম্পাদক, রানো নেওয়াজ ব্যবস্থাপনা সম্পাদক : সাপ্তাহিক আজকাল নতুন ব্যবস্থাপনায়’, প্রথম আলো ‘নতুন ব্যবস্থাপনায় সাপ্তাহিক আজকাল’, প্রবাস ‘সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ : সাপ্তাহিক আজকাল’র মালিকানা পরিবর্তিত’, নবযুগ ‘এটি হবে নিরপেক্ষ পত্রিকা-শাহ নেওয়াজ : সাপ্তাহিক আজকাল এখন নতুন মালিকানায়’ শিরোনামে খবরটি প্রকাশ করে। এছাড়াও সাপ্তাহিক আজকাল ‘সংবাদ সম্মেলনে শাহ নেওয়াজ ও জাকারিয়া মাসুদ : আজকাল হস্তান্তরের আনুষ্ঠানিক ঘোষণা’ শিরোনামে খবরটি প্রকাশ করে। তবে আজকাল-এর মালিকানা পরিবর্তন এবং নিউইয়র্ক ও ঢাকা অফিস মিলে ২৫ জনের মতো স্টাফ (সম্পাদক/সাংবাদিক অন্যান্য বিভাগের স্টাফ) নিয়ে চলা আজকাল-এর পরিবর্তিত মালিকানার প্রথম সংখ্যায় তেমন পরিবর্তন ছিলো না। সচেতন পাঠক মহলে বিষয়টি আলোচিত হয়েছে। খবর পরিবেশন থেকে শুরু করে পত্রিকাটির মেকআপ-গেট অপ-এও কোন পরিবর্তন লক্ষ্যনীয় ছিলো না। ছিলো না বিশেষ রিপোর্ট বা এক্সুসিভ রিপোর্ট বা অনুসন্ধানী রিপোর্ট। যা মিডিয়র সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও সচেতন পাঠকদের হতাশ করেছে।
এদিকে সাংবাদিক শিবলী চৌধুরী কায়েস এনওয়াইপিডি ট্রাফিক ইউনিয়নের ডেলিগেট নির্বাচিত হয়েছেন। তার এই খবরটিও একাধিক মিডিয়া গুরুত্বের সাথে প্রকাশ করেছে।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ০৯ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘দাবানল-বন্যায় বিধ্বস্ত কানাডা’, ১০ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘৮ লাখ কোটি টাকা ঋণের বোঝা বাংলাদেশের ওপর’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘তত্ত¡াবধায়ক প্রশ্নে কঠোর অবস্থানে খালেদা জিয়া’, ১১ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘বিদেশী ঋণ শোধের চাপ বাড়ছে’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘রাজনৈতিক অরাজকতায় জ্বলছে পাকিস্তান’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রে সাপ্তাহিক কর্মঘন্টা : সপ্তাহে ৩২ ঘন্টা কাজের দাবী জোরালো হচ্ছে’, ১২ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত অভিমুখে ৮ লাখ অভিবাসী প্রার্থী : ২৪ ঘন্টায় ২০ হাজার প্রবেশ : মানবিক বিপর্যয়ের আশংকা : ভয়াবহ চাপে যুক্তরাষ্ট্র’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘দেশে নির্বাচন নিয়ে জনমনে শঙ্কা বাড়ছে’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘সাঁড়াশি অভিযানে গ্রেফতার কংগ্রেসম্যান স্যান্তোষ ও ব্যবসায়ী নাসের সালমান’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত দিয়ে আসা অভিবাসীদের ঢলের শঙ্কা : নিউইয়র্কে জরুরী অবস্থা ঘোষণা’, ১৩ মে শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘তেল-গ্যাস অনুসন্ধানের অন্তরালে অন্য কিছু নয়ত! বঙ্গোপসাগরে যাচ্চে মার্কিন কোম্পানী’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের চেয়ে কঠোর অভিবাসননীতি চালু করছে বাইডেন’ ও ‘ডিজিটাল হুন্ডিতেই বাংলাদেশের প্রবাসী আয়ে ধ্বস’। অপরদিকে ১৫ মে সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্র সীমান্তে শরনার্থীদের ঢল : অ্যাসাইলাম কঠোর করতে দুই দলের একই সুর’।
গেলো সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক হককথা ‘বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষ’, সাপ্তাহিক ঠিকানা ‘প্রধানমন্ত্রীর ত্রিদেশীয় সফর ও বাংলাদেশের প্রাপ্তি’ এবং ‘বাংলাদেশ যখন জিতে. তখন সবকিছু জিতে’, সাপ্তাহিক দেশ ‘মারামারির জন্য পার্টি প্রধানরা দায়ী’, সাপ্তাহিক বাংলাদেশ ‘প্রবাসে দেশীয় রাজনীতি ও বিদেশে দেশের ভাবমূতি’, সাপ্তাহিক জন্মভূমি ‘মহাসড়কে চাঁদাবাজী’ ও ‘আমের বাণিজ্যিক সম্ভাবনা’, সাপ্তাহিক প্রথম আলো ‘সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩’, সাপ্তাহিক আজকাল ‘উত্তরণের সোপান বেয়ে নতুন পর্বে আজকাল’, সাপ্তাহিক প্রবাস ‘দেশে উচ্চ আয়বৈষম্য নিয়ন্ত্রণ জরুরী’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু করতে চায় সরকার’, সাপ্তাহিক বাঙালী ‘নির্বাচনে রানিংমেট ফ্যাক্টর’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘ভারত মহাসাগরীয় সম্মেলন : আঞ্চলিক সহযোগিতার পাশাপাশি প্রয়োজন আস্থা’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘নিউইয়র্ক সিটি কাউন্সিলের প্রাইমারী নির্বাচন ২৭ জুন : জ্যামাইকা থেকে প্রার্থী হতে পারেন একাধিক বাংলাদেশী’, ‘যুক্তরাষ্ট্র বিএনপি’র ঘরে অশান্তির দাবানল’, ‘স্বস্তিতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ’ ও ‘মার খেলেন তারা, লাভবান সেলফি নেতারা?’, সাপ্তাহিক দেশ-এর ‘বাংলাদেশে বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে হামলা-মামলা’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘ইমিগ্র্যান্টদের আপষ্টেটে পাঠানোর উদ্যোগ বন্ধ করলো আদালত’, সাপ্তাহিক প্রথম আলো-এর ‘বাবা-ছেলের পুলিৎজার জয়, স্থানীয় সাংবাদিকতায় জমক’, সাপ্তাহিক আজকাল-এর ‘সংকটে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন : ডা. সারোয়ারুলের দুই নৌকায় পা : ১৪ মে’র সভা নিয়ে বিভ্রান্তি’, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর ‘বাইডেন কি পারবেন’, ‘নোবেল শান্তি পুরষ্কার : মনোনয়ন পেলেন ড. রায়ান সাদী’ ও ‘নিউইয়র্কে মহাসড়কে বসছে স্পীড ক্যামেরা’, সাপ্তাহিক নবযুগ-এর ‘বেকায়দায় হিস্পানিকরা : নিউইয়র্ক সিটির বাড়ি ভাড়া কৃষ্ণাঙ্গদের নাগালের বাইরে’ ও ‘সাবওয়েতে হামলার শিকার বাংলাদেশী ট্রাফিক এজেন্ট’, সাপ্তাহিক বাঙালীর ‘নিউইয়র্কে এখন গাঁজার দোকানের সংখ্যা ২১৫’, সাপ্তাহিক পরিচয়-এর ‘নিউইয়র্ক সিটি সাবওয়েতে গলাটিপে হত্যা, মেরিন সদস্য গ্রেফতার, আইনী সহায়তায় চার লক্ষাধিক ডলার সংগ্রহ’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘লিবার্টি রেস্যুভেশন’র স্বত্তাধিকারী মোহাম্মদ এ আজাদের বিরুদ্ধে নানা অভিযোগ’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৫ মে, ২০২৩