নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩৪
- প্রকাশের সময় : ০৩:২১:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৭০ বার পঠিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত পুরনো সাপ্তাহিক বাংলা পত্রিকা’র চলতি সপ্তাহের সংখ্যার বিশেষ কলাম ‘এক স্লিপ’-এ বলা হয়েছে: নিউইয়র্ক তথা যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি সহ অনেক অতিথি আমন্ত্রিত থাকেন। তো অনেক সময় আমেরিকান মূলধারার রাজনীতিক বা জনপ্রতিনিধি বা দেশ থেকে আগত এমপি-মন্ত্রী এসব অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। এসব ভিআইপি অথিতি যখন বক্তব্য দিতে শুরু করেন, তখন আয়োজক সংগঠনের এক শ্রেনীর নেতা-কর্মী ঐ অতিথির পিছনে বা পাশে গিয়ে এমনভাবে দাঁড়ান তাতে মনে হয় ‘বডিগার্ড’ দাঁড়িয়ে অতিথিকে পাহাড়া দিচ্ছেন। এতে এক দিকে অতিথি স্বয়ং যেমন বিব্রত হচ্ছেন, তেমনী অনুষ্ঠান কভার করতে আসা মিডিয়াকর্মীরাও বিব্রত হন। এমন পরিস্থিতিতে সাংবাদিকরা অতিথির ভালো ছবি তুলতে পারেন না। ফলে মিডিয়াগুলোতে ভালো ছবিও প্রকাশ করা সম্ভব হয় না। গেলো সপ্তাহে জ্যাকসন হাইটসের এক অনুষ্ঠানে এমন পরিস্থিতিতে কয়েকজন সংবাদ কর্মী সংশ্লিস্ট বিষয়ে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করলে তারা পরবর্তীতে বিষয়টি দেখার আশ্বাস দেন।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২৫ জুন মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘বাইডেন-ট্রাম্প মুখোমুখি বিতর্ক বৃহস্পতিবার : হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস : গুরুত্ব পাবে মানসিক যোগ্যতা’, ২৬ জুন বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘মতি-বেনজীর-আছাদের চেরাগে সরকারের অস্পষ্ট মতিগতি : মার্কিনী চাবিতে ঢাকার প্যান্ডেরা বক্স’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘মোদীর কাছে আতœসমর্পণ হাসিনার’, ২৭ জুন বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘বাংলাদেশের দুর্নীতিবাজরা মহা আতংকে’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা : দেশ বিক্রির কথা বলে দালালরা : ভারতেকে ট্রানজিট দিলে ক্ষতি কী’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘বৃহস্পতিবার রাতে দুই বৃদ্ধের বিতর্ক!’, ২৮ জুন শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘বাইডেন-ট্রাম্পের প্রথম বাকযুদ্ধ’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্প প্রথম মুখোমুখি বিতর্ক : কে জিতল, কে হারল!’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘২০০ ডাক্তার-নার্স আতœসাত করেছে ২.৭৫ বিলিয়ন ডলার’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘বঙ্গবন্ধুর খুনির নাম বদলে সন্তানদের পাসপোর্ট’, ২৯ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘নিউইয়র্ক টাইমস’র এডিটোরিয়াল বোর্ডের কঠোর পরামর্শ : মি. প্রেসিডেন্ট, প্রার্থিতা থেকে সরে দাঁড়ান’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘বাইডেনের বিদায় ঘন্টা কী বেজে উঠলো?’ এবং ‘সংবিধিবদ্ধ সংস্থায় চাকরি করে বিদেশে ব্যবসা করার টাকা ইউনূস পেলেন কোথায়, প্রশ্ন শেখ হাসিনার’। অপরদিকে ০১ জুলাই সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশ সোসাইটির সদস্য ১৭ হাজার : আয় সাড়ে ৩ লাখ ডলার’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘প্রসঙ্গ : চোরাচালান’, সাপ্তাহিক ঠিকানা ‘অর্থনীতিতে আবহাওয়ার ভয়ংকর কুপ্রভাব’, সাপ্তাহিক দেশ ‘অর্থ পাচারে ডলার সংকট’, সাপ্তাহিক বাংলাদেশ ‘নিউইয়র্কে লাগামহীন বাড়িভাড়া’, সাপ্তাহিক জন্মভূমি ‘প্রধানমন্ত্রীর ভারত সফর’, সাপ্তাহিক প্রথম আলো ‘দুর্যোগ ব্যবস্থাপনা : আমাদের সক্ষমতা কতটুকু!’, সাপ্তাহিক আজকাল ‘নিউইয়র্কে অপরাধ ও মাদকের বিস্তার : উদ্বিগ্ন নগরবাসী’, সাপ্তাহিক প্রবাস দেশে শিক্ষা ব্যবস্থা ও বেকারত্ব’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশের দূর্নীতিবাজরা ছাড় পেয়ে যাচ্ছে’, নিউইয়র্ক সময় ‘বিশ্বে বাসযোগ্য শহরের তালিকার তলানিতে ঢাকা’, সাপ্তাহিক বাঙালী ‘বাংলাদেশের অভিজাত চোরেরা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থের প্রাধান্য : সবার সঙ্গে বন্ধুত্ব’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘সোসাইটির সাবেক চার সভাপতি গুরুত্ব অসুস্থ’, সাপ্তাহিক ঠিকানা’র ‘মাদক ব্যবসায় এমএলএম পদ্ধতি’, ‘যুক্তরাষ্ট্র আ’লীগে গৃহদাহ!’ ও বিএনপি’র কমিটি নেই, তবুও নিষ্ক্রিয়রা বাগিয়ে নিচ্ছে পদ’, সাপ্তাহিক দেশ-এর ‘গরিবানা সুরতে আ. লীগের প্লাটিনাম জয়ন্তী পালন’ সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘জ্যামাইকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশী নূরুল ভূইয়া নিহত’, সাপ্তাহিক জন্মভূমি ‘নিউইয়র্কে ফাহিমকে হত্যায় তার সহকারী হাসপিল দোষী সাব্যস্ত’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘পদবঞ্চিত বিএনপি নেতাদের গেটটুগেদার পন্ড’, সাপ্তাহিক আজকাল-এর ‘নিউইয়র্কে কনস্ট্রাকশন কাজে প্রতারণা : প্রতারকের খপ্পরে বহু বাংলাদেশী’, সাপ্তাহিক নবযুগ-এর ‘২ সপ্তাহের মধ্যে পাবলিক স্কুলে সেলফোন নিষিদ্ধ!’, নিউইয়র্ক সময়-এর ‘জ্যাকসন হাইটসের মেরিট কাবাবে আগুন, ক্ষতিগ্রস্ত মুক্তধারাও’, সাপ্তাহিক বাঙালী’র ‘এপার্টমেন্ট ভাড়া নিতে ইনস্যুরেন্স’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘সাঁতার কাটতে গিয়ে নিউজার্সীতে বাংলাদেশী বংশোদ্ভুত তরুণের মৃত্যু’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০১ জুলাই, ২০২৩