নিউইয়র্ক ০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩২

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • / ৯৮ বার পঠিত

প্রিয় পাঠক, সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিউইয়র্কের বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিশেষ প্রবন্ধ/নিবন্ধ/ফিচার প্রকাশ করেছে। যা পাঠকদের দৃষ্টি কেড়েছে। এদিকে বাংলা পত্রিকা’র চলতি সপ্তাহের সংখ্যার বিশেষ কলাম ‘এক ¯িøপ’-এ বলা হয়েছে: নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরাখবরে কমিউনিটির ‘বিশিষ্ট’ ব্যাক্তিদের নাম খো যায়। খবরে বলা হয়, ‘অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে………উপস্থিত ছিলেন’। কিন্তু প্রকৃত পক্ষে যাদের নাম ছাপা হয় তারা কি সত্যিকারার্থেই কমিউনিটির ‘বিশিষ্ট ব্যক্তিবর্গ’? বিষয়টি নিয়ে গেলো রোববার কমিউনিটির একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা প্রসঙ্গে তিনি কৌশলে বিষয়টি তুলে ধরলেন। জানতে চাইলেন- আচ্ছা, খবরে যাদের বিশিষ্ট ব্যক্তি হিসেবে হিসেবে বলা হয়। তারা কি আসলেই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি। অথচ ঐ সব অনুষ্ঠানে অনেক মিডিয়ার সম্পাদক উপস্থিত থাকলেও তারা ‘বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পড়েন কিনা’ জানতে চাইলেন? একজন সংবাদ কর্মী হিসেবে বিষয়টি সাথে দ্বিমত করতে পারলাম না। আমরা যারা সংবাদ কর্মী সংবাদ পরিবেশে আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হওয়া উচিৎ বলেই আমি মনে করি। আমার সহকর্মীরা কি মনে করেন?
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১১ জুন মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন : পররাষ্ট্রনীতি প্রভাব ফেলতে পারে’, ১২ জুন বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘মোদির অবরুদ্ধ ইনিংস : বিশ্বমঞ্চে ওয়াশিংটন-বেইজিং নিউ প্যাডেল : ঢাকা-দিল্লি মাড়িয়ে মরুর পথে চীন’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘তৃণমূলে আস্তাহীনতায় দ্বিধাদ্ব›দ্ব বিএনপিতে’, ১৩ জুন বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘অস্ত্র মামলায় বাইডেনপুত্র, ট্রাম্প দোষী ৩৪ অপরাধে’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘এমপি আনার হত্যাকান্ডে রাজনৈতিক সম্পৃক্ততা’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘পুত্রের অপরাধ কি বাইডেনের ভোটের মাঠে প্রভাব ফেলবে?’, ১৪ জুন শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ফের যুক্তরাষ্ট্রের শর্ত’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘সেন্টমার্টিনের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত দিয়ে অভিবাসী প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে’, বাংলাদেশ প্রতিদিন-এর শিরোনাম ছিলো ‘প্রার্থী হলেই মিলে অর্থ!’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘বাংলাদেধ দূতাবাসে চুরির অর্থ ক্যাসিনোতে : নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র প্রশাসন’, ১৫ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘কানাডার পত্রিকা পলিসি হরাইজনে প্রকাশিত তথ্যে বিস্ময় : আমেরিকায় গৃহযুদ্ধের আশংকা?’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘আমেরিকার ধনকুবেরদের বড় দল কেন ট্রাম্পের পক্ষে জড়ো হচ্ছেন’ এবং ‘সেন্ট মার্টিনগামী ট্রলারে গুলি, অক্রান্ত হলে বাংলাদেশ জবাব দেবে’। অপরদিকে ১৭ জুন সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘২ বছরে নিউইয়র্কে ২ লাখের বেশি অনুপ্রবেশ-সিটি কর্তৃপক্ষ : অভিবাসন প্রত্যাশীদের জন্য সীমান্ত বন্ধ’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘পবিত্র ঈদুল আজহা : মানুষের পশুশক্তিকে দমনই কুরবানির মূল কথা’, সাপ্তাহিক ঠিকানা ‘মহান ত্যাগের মহিমা নিয়ে আসছে কোরবানির ঈদ’ ও ‘মোদি কি জিতা বাজি হেরে গেলেন!’, সাপ্তাহিক দেশ ‘ঈদ মোবারক’, সাপ্তাহিক বাংলাদেশ ‘ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা’, সাপ্তাহিক জন্মভূমি ‘ঈদ মোবারক’, সাপ্তাহিক প্রথম আলো ‘বিশ্বকাপ কিকেট : যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আমাদের প্রত্যাশা’, সাপ্তাহিক আজকাল ‘সংবাদপত্রের দায়বদ্ধতা ও আজকাল বিরোধী বিষোদগার’, সাপ্তাহিক প্রবাস ‘দেশের ব্যাংকে আমানত কমছে, জমানো অর্থ ভেঙ্গে সংসারের ব্যয় নির্বাহ’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশে সঞ্চয় ভেঙ্গে খাচ্ছে মানুষ’, নিউইয়র্ক সময় ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ’, সাপ্তাহিক বাঙালী ‘নির্বাচনী বছরে ভোটারদের ঝোঁক’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘শিশুর অসহায়ত্বের উদ্বেগজনক চিত্র’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪ : জাহিদ মিন্টুকে নিয়ে নতুন হিসাব-নিকাশ’, সাপ্তাহিক ঠিকানা’র ‘বেপরোয়া মুনাফালোভী ব্যবসায়ীরা : একই পণ্যের দামে দিশেহারা ক্রেতা’ ও ‘প্যারেড খরচ ৮০ হাজার, লোকশান ৪০ হাজার ডলার : গ্র্যান্ড মার্শাল ২৫ হাজারে সমঝোতা’, সাপ্তাহিক দেশ-এর ‘সেকশন ৮’র ২ লাখ বাসার জন্য ৬ লাখ ৩৩ হাজার আবেদন’ সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘সাকিবের অপকর্মেই দ. আফ্রিকার কাছে বাংলাদেশের ভড়াডুবি’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘বাংলাদেশ কনস্যুলেটে অহরহ প্রবাসীদের হয়রানি, কূটনীতিকদের অশোভন আচরণ চরমে, দায়িত্ব পালনে স্বৈরাচারী মনোভাব!’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘অভিবাসীদের চাকুরির এখন ব্যাপক সুযোগ’ ও ‘ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট নিয়ে যা বলছে এফএএ’, সাপ্তাহিক আজকাল-এর ‘বাংলাদেশীদের ব্যক্তিগত তথ্য পাচার : ঘটনায় জড়িত র‌্যাব পুলিশ ও সাইবার ক্রাইমের অন্তত চার জন’, সাপ্তাহিক নবযুগ-এর ‘যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রিতে জটিলতা’ ও ‘চাকরি পেয়েছে ২,০০০ অভিবাসী বাকীরা : এখনো সিটি শেল্টারে’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘নিউইয়র্কে মধ্যপ আওয়ামী লীগ নেতার কান্ড’, নিউইয়র্ক সময়-এর ‘নিউইয়র্কে চালু হচ্ছে মোবাইল আইডি’, সাপ্তাহিক বাঙালী’র ‘প্রেসিডেন্ট বাইডেনের নতুন বিবেচনা, সিটিজেনদের আনডকুমেন্টেড স্বামী বা স্ত্রীকে গ্রীনকার্ড’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘আরাফা ইসলামিক সেন্টারের নতুন ভবন উদ্বোধন’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৭ জুন, ২০২৩

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩২

প্রকাশের সময় : ০২:০৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪

প্রিয় পাঠক, সবাইকে ঈদোত্তর শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নিউইয়র্কের বিভিন্ন প্রিন্ট মিডিয়া বিশেষ প্রবন্ধ/নিবন্ধ/ফিচার প্রকাশ করেছে। যা পাঠকদের দৃষ্টি কেড়েছে। এদিকে বাংলা পত্রিকা’র চলতি সপ্তাহের সংখ্যার বিশেষ কলাম ‘এক ¯িøপ’-এ বলা হয়েছে: নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরাখবরে কমিউনিটির ‘বিশিষ্ট’ ব্যাক্তিদের নাম খো যায়। খবরে বলা হয়, ‘অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে………উপস্থিত ছিলেন’। কিন্তু প্রকৃত পক্ষে যাদের নাম ছাপা হয় তারা কি সত্যিকারার্থেই কমিউনিটির ‘বিশিষ্ট ব্যক্তিবর্গ’? বিষয়টি নিয়ে গেলো রোববার কমিউনিটির একজন সিনিয়র সাংবাদিকের সাথে কথা প্রসঙ্গে তিনি কৌশলে বিষয়টি তুলে ধরলেন। জানতে চাইলেন- আচ্ছা, খবরে যাদের বিশিষ্ট ব্যক্তি হিসেবে হিসেবে বলা হয়। তারা কি আসলেই কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি। অথচ ঐ সব অনুষ্ঠানে অনেক মিডিয়ার সম্পাদক উপস্থিত থাকলেও তারা ‘বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে পড়েন কিনা’ জানতে চাইলেন? একজন সংবাদ কর্মী হিসেবে বিষয়টি সাথে দ্বিমত করতে পারলাম না। আমরা যারা সংবাদ কর্মী সংবাদ পরিবেশে আমাদেরকে অবশ্যই আরো সতর্ক হওয়া উচিৎ বলেই আমি মনে করি। আমার সহকর্মীরা কি মনে করেন?
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১১ জুন মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘যুক্তরাষ্ট্রের নির্বাচন : পররাষ্ট্রনীতি প্রভাব ফেলতে পারে’, ১২ জুন বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘মোদির অবরুদ্ধ ইনিংস : বিশ্বমঞ্চে ওয়াশিংটন-বেইজিং নিউ প্যাডেল : ঢাকা-দিল্লি মাড়িয়ে মরুর পথে চীন’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘তৃণমূলে আস্তাহীনতায় দ্বিধাদ্ব›দ্ব বিএনপিতে’, ১৩ জুন বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘অস্ত্র মামলায় বাইডেনপুত্র, ট্রাম্প দোষী ৩৪ অপরাধে’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘এমপি আনার হত্যাকান্ডে রাজনৈতিক সম্পৃক্ততা’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘পুত্রের অপরাধ কি বাইডেনের ভোটের মাঠে প্রভাব ফেলবে?’, ১৪ জুন শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ফের যুক্তরাষ্ট্রের শর্ত’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘সেন্টমার্টিনের সাথে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমান্ত দিয়ে অভিবাসী প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে’, বাংলাদেশ প্রতিদিন-এর শিরোনাম ছিলো ‘প্রার্থী হলেই মিলে অর্থ!’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘বাংলাদেধ দূতাবাসে চুরির অর্থ ক্যাসিনোতে : নড়েচড়ে বসেছে যুক্তরাষ্ট্র প্রশাসন’, ১৫ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘কানাডার পত্রিকা পলিসি হরাইজনে প্রকাশিত তথ্যে বিস্ময় : আমেরিকায় গৃহযুদ্ধের আশংকা?’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘আমেরিকার ধনকুবেরদের বড় দল কেন ট্রাম্পের পক্ষে জড়ো হচ্ছেন’ এবং ‘সেন্ট মার্টিনগামী ট্রলারে গুলি, অক্রান্ত হলে বাংলাদেশ জবাব দেবে’। অপরদিকে ১৭ জুন সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘২ বছরে নিউইয়র্কে ২ লাখের বেশি অনুপ্রবেশ-সিটি কর্তৃপক্ষ : অভিবাসন প্রত্যাশীদের জন্য সীমান্ত বন্ধ’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘পবিত্র ঈদুল আজহা : মানুষের পশুশক্তিকে দমনই কুরবানির মূল কথা’, সাপ্তাহিক ঠিকানা ‘মহান ত্যাগের মহিমা নিয়ে আসছে কোরবানির ঈদ’ ও ‘মোদি কি জিতা বাজি হেরে গেলেন!’, সাপ্তাহিক দেশ ‘ঈদ মোবারক’, সাপ্তাহিক বাংলাদেশ ‘ত্যাগের উৎসব পবিত্র ঈদুল আজহা’, সাপ্তাহিক জন্মভূমি ‘ঈদ মোবারক’, সাপ্তাহিক প্রথম আলো ‘বিশ্বকাপ কিকেট : যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আমাদের প্রত্যাশা’, সাপ্তাহিক আজকাল ‘সংবাদপত্রের দায়বদ্ধতা ও আজকাল বিরোধী বিষোদগার’, সাপ্তাহিক প্রবাস ‘দেশের ব্যাংকে আমানত কমছে, জমানো অর্থ ভেঙ্গে সংসারের ব্যয় নির্বাহ’, সাপ্তাহিক নবযুগ ‘বাংলাদেশে সঞ্চয় ভেঙ্গে খাচ্ছে মানুষ’, নিউইয়র্ক সময় ‘ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ’, সাপ্তাহিক বাঙালী ‘নির্বাচনী বছরে ভোটারদের ঝোঁক’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘শিশুর অসহায়ত্বের উদ্বেগজনক চিত্র’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘বাংলাদেশ সোসাইটির নির্বাচন-২০২৪ : জাহিদ মিন্টুকে নিয়ে নতুন হিসাব-নিকাশ’, সাপ্তাহিক ঠিকানা’র ‘বেপরোয়া মুনাফালোভী ব্যবসায়ীরা : একই পণ্যের দামে দিশেহারা ক্রেতা’ ও ‘প্যারেড খরচ ৮০ হাজার, লোকশান ৪০ হাজার ডলার : গ্র্যান্ড মার্শাল ২৫ হাজারে সমঝোতা’, সাপ্তাহিক দেশ-এর ‘সেকশন ৮’র ২ লাখ বাসার জন্য ৬ লাখ ৩৩ হাজার আবেদন’ সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘সাকিবের অপকর্মেই দ. আফ্রিকার কাছে বাংলাদেশের ভড়াডুবি’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘বাংলাদেশ কনস্যুলেটে অহরহ প্রবাসীদের হয়রানি, কূটনীতিকদের অশোভন আচরণ চরমে, দায়িত্ব পালনে স্বৈরাচারী মনোভাব!’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘অভিবাসীদের চাকুরির এখন ব্যাপক সুযোগ’ ও ‘ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট নিয়ে যা বলছে এফএএ’, সাপ্তাহিক আজকাল-এর ‘বাংলাদেশীদের ব্যক্তিগত তথ্য পাচার : ঘটনায় জড়িত র‌্যাব পুলিশ ও সাইবার ক্রাইমের অন্তত চার জন’, সাপ্তাহিক নবযুগ-এর ‘যুক্তরাষ্ট্রে বাড়ি বিক্রিতে জটিলতা’ ও ‘চাকরি পেয়েছে ২,০০০ অভিবাসী বাকীরা : এখনো সিটি শেল্টারে’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘নিউইয়র্কে মধ্যপ আওয়ামী লীগ নেতার কান্ড’, নিউইয়র্ক সময়-এর ‘নিউইয়র্কে চালু হচ্ছে মোবাইল আইডি’, সাপ্তাহিক বাঙালী’র ‘প্রেসিডেন্ট বাইডেনের নতুন বিবেচনা, সিটিজেনদের আনডকুমেন্টেড স্বামী বা স্ত্রীকে গ্রীনকার্ড’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘আরাফা ইসলামিক সেন্টারের নতুন ভবন উদ্বোধন’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৭ জুন, ২০২৩