নিউইয়র্ক ০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪, ১১ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩০

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
  • / ৩৪ বার পঠিত

অতি সম্প্রতি নিউইয়র্কের বাংলা মিডিয়ার নানা খবরাখবর কমিউনিটির সচেতন মহলে আলোচিত হচ্ছে। বিশেষ করে একের পর এক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ, নতুন পত্রিকা প্রকাশের পথে এবং ‘খবর’ নামে দুটি পত্রিকার প্রকাশনা পাঠকমহলে বিভ্রান্তির সৃষ্টি করছে। কমিউনিটি সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে! অপরদিকে সম্প্রতি টাইম টিভির দায়িত্ব ছেড়ে দিয়েছেন হেড অব নিউজ ইকবাল মাহমুদ। তার স্থলে হেড অব নিউজের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা একটি মালিকানাধীন মিডিয়া। নতুন প্রকাশিত সাপ্তাহিক খবরের সিটি এডিটর হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মান। সাংবাদিক সৌরভ ইমাম এমসি টিভি ছেড়ে নতুন ইউটিউব চ্যানেল ‘আকাশ টিভি’-তে যোগ দিয়েছেন।
এদিকে সাপ্তাহিক বাংলাদেশ ‘বাংলাদেশ ডে প্যারেডে বিশৃঙ্খলা!’ শিরোনামে কমিউনিটির বহুল আলোচিত ডে প্যারেড নিয়ে যে রিপোর্ট করেছে তাতে শিরোনামের সাথে প্রকাশিত ছবি দেখে বিশৃঙ্খলার কোন সাদৃশ্য নেই বলে অভিমত প্রকাশ করেছেন সচেতন পাঠকরা। ডে প্যারেড নিয়ে সাপ্তাহিক আজকাল-এর শিরোনাম হচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড : স্বপ্ন যখন সত্যি হলো’।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২৮ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘বিশ্বে অনলাইন যৌন নির্যাতনের শিকার ৩০ কোটিরও বেশি শিশু’, ২৯ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘সরকারী কর্মকর্তারাও আবেদন করছেন অ্যাসাইলামের’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সঙ্কটে আ.লীগ’, ৩০ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘আজিজ-বেনজির-আনার সবাই সরকারের লোক : রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নে নতুন রেকর্ড’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশ আমেরিকার সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘আজিজ, বেনজির এবং আজীম কাহিনী’, ৩১ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা ১১ জুলাই’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘৩৪ অভিযোগেই দোষি সাব্যস্ত ট্রাম্প’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা বাইডেনের : অ্যাসাইলাম সিস্টেমের সাথে ভয়াবহ প্রতারণা!’, বাংলাদেশ প্রতিদিন-এর শিরোনাম ছিলো ‘প্রতারণার নতুন ফাঁদ ইবি-থ্রি’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘সফলভাবে সম্পন্ন অফশোর ব্যাংকিংয়ের অনুষ্ঠান’, ০১ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘আজিজ-আনার-বেনজীর কান্ড নিয়ে ভাবমূর্তি সংকটে সরকার’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘দোষী সাব্যস্ত ট্রাম্প কি পারবেন প্রেসিডেন্ট পদে লড়তে?’ এবং ‘কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ডলার সংকট?’। অপরদিকে ০৩ জুন সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ঘিরে আবারও অনিশ্চয়তা!’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘বৈদেশিক এলসির দায়, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ কাম্য’, সাপ্তাহিক ঠিকানা ‘রাজনীতিতে খুন খুন আর খুন’ ও ‘প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ও মধ্যপ্রচ্যেও রাজনীতি’, সাপ্তাহিক দেশ ‘প্রধানমন্ত্রীর ভয়ংকর তথ্য’, সাপ্তাহিক বাংলাদেশ ‘সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা’, সাপ্তাহিক জন্মভূমি ‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি : টেকসই বাঁধ নির্মাণে গুরুত্ব দিতে হবে’, সাপ্তাহিক প্রথম আলো ‘মে হয়ে উঠছে ঘূর্ণিঝড়ের মাস, বাড়ছে বিপদ’, সাপ্তাহিক আজকাল ‘বাংলাদেশ ডে প্যারেড : স্বপ্ন যখন সত্যি হলো’, সাপ্তাহিক প্রবাস ‘রিজার্ভ বৃদ্ধি ও বিশ্ব পরিমন্ডলে আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশকে কাজ করতে হবে’, সাপ্তাহিক নবযুগ ‘আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা : জোরালো কূটনৈতিক প্রয়াস দরকার’, নিউইয়র্ক সময় ‘আজিজ, বেনজির ও আনারে বাংলাদেশ উন্মোচিত’, সাপ্তাহিক বাঙালী ‘দুর্নীতি দমনের বিকল্প নেই’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘মালয়েশিয়াগামী কর্মীদের দূর্ভোগ’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘কমিউনিটিতে বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া’ ও ড্রাইভারদের ৩৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে লিফট’, সাপ্তাহিক দেশ-এর ‘নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা : অতিথিদের অবকাশ যাপন : সেলফিবাজি ও বই বিক্রি’ ও ‘বাংলাদেশ ডে প্যারেড না পুলিশি প্যারেড’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘বাংলাদেশ প্যারেড নিয়ে কমিউনিটিতে নতুন মেরুকরণ’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘জ্যামাইকায় বাংলাদেশী শিক্ষার্থী মাজেদ খুন’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘নিউইয়র্ক বিমানবন্দরে আ. লীগের দু’গ্রæপের হাতাহাতি’, সাপ্তাহিক আজকাল-এর ‘তিনবার হেরেও তিনি ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান : আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ’ ও ‘জেএফকেতে আ. লীগের দুই গ্রæপের মারামারি’, সাপ্তাহিক নবযুগ-এর ‘নিউইয়র্কের স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে’, ‘পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনা : জেএফকেতে আ. লীগের দু’গ্রæপের হাতাহাতি’ ও ‘ম্যানহাটানে চাঞ্চল্যকর ফাহিম হত্যা : লক্ষ ডলার আত্মসাৎ করতেই খুন’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘বাংলাদেশ ডে প্যারেডে বিশৃঙ্খলা!’ ও ‘খবর’র ২৫ বছর পূর্তি সমাবেশে প্রশ্ন : চুরি করা নামে পত্রিকা কেন?’, নিউইয়র্ক সময়-এর ‘ট্রাম্প দোষী সাব্যস্ত রায় ১১ জুলাই’, সাপ্তাহিক বাঙালী’র ‘পররাষ্ট্রমন্ত্রীর সামনেই আওয়ামী লীগের দুই গ্রæপের ধাক্কাধাক্কি’, সাপ্তাহিক পরিচয়-এর ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ঘিরে ফের অনিশ্চয়তা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘সেকশন-৮ প্রোগ্রাম ঘোষণা : স্বল্প ভাড়ায় বাড়ি পাওয়ার সুযোগ : আবেদনের শেষ তারিখ ৯ জুন‘’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০৩ জুন, ২০২৩

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নিউইয়র্কের মিডিয়া কড়চা-১৩০

প্রকাশের সময় : ১২:৪৫:০০ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪

অতি সম্প্রতি নিউইয়র্কের বাংলা মিডিয়ার নানা খবরাখবর কমিউনিটির সচেতন মহলে আলোচিত হচ্ছে। বিশেষ করে একের পর এক সাপ্তাহিক পত্রিকা প্রকাশ, নতুন পত্রিকা প্রকাশের পথে এবং ‘খবর’ নামে দুটি পত্রিকার প্রকাশনা পাঠকমহলে বিভ্রান্তির সৃষ্টি করছে। কমিউনিটি সাংবাদিকতা প্রশ্নবিদ্ধ হচ্ছে! অপরদিকে সম্প্রতি টাইম টিভির দায়িত্ব ছেড়ে দিয়েছেন হেড অব নিউজ ইকবাল মাহমুদ। তার স্থলে হেড অব নিউজের দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাপ্তাহিক বাংলা পত্রিকা’র বার্তা সম্পাদক সালাহউদ্দিন আহমেদ। টাইম টেলিভিশন ও বাংলা পত্রিকা একটি মালিকানাধীন মিডিয়া। নতুন প্রকাশিত সাপ্তাহিক খবরের সিটি এডিটর হিসেবে দায়িত্ব নিয়েছেন ঢাকার ইন্ডিপেন্ডেন্ট টিভি’র যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম সোলায়মান। সাংবাদিক সৌরভ ইমাম এমসি টিভি ছেড়ে নতুন ইউটিউব চ্যানেল ‘আকাশ টিভি’-তে যোগ দিয়েছেন।
এদিকে সাপ্তাহিক বাংলাদেশ ‘বাংলাদেশ ডে প্যারেডে বিশৃঙ্খলা!’ শিরোনামে কমিউনিটির বহুল আলোচিত ডে প্যারেড নিয়ে যে রিপোর্ট করেছে তাতে শিরোনামের সাথে প্রকাশিত ছবি দেখে বিশৃঙ্খলার কোন সাদৃশ্য নেই বলে অভিমত প্রকাশ করেছেন সচেতন পাঠকরা। ডে প্যারেড নিয়ে সাপ্তাহিক আজকাল-এর শিরোনাম হচ্ছে ‘বাংলাদেশ ডে প্যারেড : স্বপ্ন যখন সত্যি হলো’।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ২৮ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘বিশ্বে অনলাইন যৌন নির্যাতনের শিকার ৩০ কোটিরও বেশি শিশু’, ২৯ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘সরকারী কর্মকর্তারাও আবেদন করছেন অ্যাসাইলামের’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সঙ্কটে আ.লীগ’, ৩০ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘আজিজ-বেনজির-আনার সবাই সরকারের লোক : রাষ্ট্রীয় দুর্বৃত্তায়নে নতুন রেকর্ড’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বাংলাদেশ আমেরিকার সম্পর্ক পরিবর্তনের ইঙ্গিত’, প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘আজিজ, বেনজির এবং আজীম কাহিনী’, ৩১ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘ট্রাম্পের বিরুদ্ধে সাজা ঘোষণা ১১ জুলাই’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘৩৪ অভিযোগেই দোষি সাব্যস্ত ট্রাম্প’, নবযুগ-এর শিরোনাম ছিলো ‘সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা বাইডেনের : অ্যাসাইলাম সিস্টেমের সাথে ভয়াবহ প্রতারণা!’, বাংলাদেশ প্রতিদিন-এর শিরোনাম ছিলো ‘প্রতারণার নতুন ফাঁদ ইবি-থ্রি’, নিউইয়র্ক সময়-এর শিরোনাম ছিলো ‘সফলভাবে সম্পন্ন অফশোর ব্যাংকিংয়ের অনুষ্ঠান’, ০১ জুন শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘আজিজ-আনার-বেনজীর কান্ড নিয়ে ভাবমূর্তি সংকটে সরকার’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘দোষী সাব্যস্ত ট্রাম্প কি পারবেন প্রেসিডেন্ট পদে লড়তে?’ এবং ‘কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ডলার সংকট?’। অপরদিকে ০৩ জুন সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ঘিরে আবারও অনিশ্চয়তা!’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘বৈদেশিক এলসির দায়, সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ কাম্য’, সাপ্তাহিক ঠিকানা ‘রাজনীতিতে খুন খুন আর খুন’ ও ‘প্রেসিডেন্ট রাইসির মৃত্যু ও মধ্যপ্রচ্যেও রাজনীতি’, সাপ্তাহিক দেশ ‘প্রধানমন্ত্রীর ভয়ংকর তথ্য’, সাপ্তাহিক বাংলাদেশ ‘সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা’, সাপ্তাহিক জন্মভূমি ‘ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি : টেকসই বাঁধ নির্মাণে গুরুত্ব দিতে হবে’, সাপ্তাহিক প্রথম আলো ‘মে হয়ে উঠছে ঘূর্ণিঝড়ের মাস, বাড়ছে বিপদ’, সাপ্তাহিক আজকাল ‘বাংলাদেশ ডে প্যারেড : স্বপ্ন যখন সত্যি হলো’, সাপ্তাহিক প্রবাস ‘রিজার্ভ বৃদ্ধি ও বিশ্ব পরিমন্ডলে আস্থা পুনরুদ্ধারে বাংলাদেশকে কাজ করতে হবে’, সাপ্তাহিক নবযুগ ‘আবারো রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা : জোরালো কূটনৈতিক প্রয়াস দরকার’, নিউইয়র্ক সময় ‘আজিজ, বেনজির ও আনারে বাংলাদেশ উন্মোচিত’, সাপ্তাহিক বাঙালী ‘দুর্নীতি দমনের বিকল্প নেই’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘মালয়েশিয়াগামী কর্মীদের দূর্ভোগ’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘কমিউনিটিতে বাংলাদেশ ডে প্যারেড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া’ ও ড্রাইভারদের ৩৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিচ্ছে লিফট’, সাপ্তাহিক দেশ-এর ‘নিউইয়র্কে চার দিনব্যাপী বাংলা বইমেলা : অতিথিদের অবকাশ যাপন : সেলফিবাজি ও বই বিক্রি’ ও ‘বাংলাদেশ ডে প্যারেড না পুলিশি প্যারেড’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘বাংলাদেশ প্যারেড নিয়ে কমিউনিটিতে নতুন মেরুকরণ’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘জ্যামাইকায় বাংলাদেশী শিক্ষার্থী মাজেদ খুন’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘নিউইয়র্ক বিমানবন্দরে আ. লীগের দু’গ্রæপের হাতাহাতি’, সাপ্তাহিক আজকাল-এর ‘তিনবার হেরেও তিনি ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান : আজিজের বিরুদ্ধে নানা অভিযোগ’ ও ‘জেএফকেতে আ. লীগের দুই গ্রæপের মারামারি’, সাপ্তাহিক নবযুগ-এর ‘নিউইয়র্কের স্কুলে স্মার্টফোন নিষিদ্ধ হচ্ছে’, ‘পররাষ্ট্রমন্ত্রীর অভ্যর্থনা : জেএফকেতে আ. লীগের দু’গ্রæপের হাতাহাতি’ ও ‘ম্যানহাটানে চাঞ্চল্যকর ফাহিম হত্যা : লক্ষ ডলার আত্মসাৎ করতেই খুন’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘বাংলাদেশ ডে প্যারেডে বিশৃঙ্খলা!’ ও ‘খবর’র ২৫ বছর পূর্তি সমাবেশে প্রশ্ন : চুরি করা নামে পত্রিকা কেন?’, নিউইয়র্ক সময়-এর ‘ট্রাম্প দোষী সাব্যস্ত রায় ১১ জুলাই’, সাপ্তাহিক বাঙালী’র ‘পররাষ্ট্রমন্ত্রীর সামনেই আওয়ামী লীগের দুই গ্রæপের ধাক্কাধাক্কি’, সাপ্তাহিক পরিচয়-এর ‘বিমানের নিউইয়র্ক ফ্লাইট ঘিরে ফের অনিশ্চয়তা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘সেকশন-৮ প্রোগ্রাম ঘোষণা : স্বল্প ভাড়ায় বাড়ি পাওয়ার সুযোগ : আবেদনের শেষ তারিখ ৯ জুন‘’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০৩ জুন, ২০২৩