নিউইয়র্কের মিডিয়া কড়চা-৮৪
- প্রকাশের সময় : ০২:৪৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩
- / ২১ বার পঠিত
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ১১ জুলাই মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘নেটো কি এশিয়ায় পা রাখছে?’, ১২ জুলাই বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘অঘটনের ষোলো কলা পূর্ণ : বিশ্ব বাঁকের পিক আওয়ারে বাংলাদেশ’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘কূটনীতিক দৌড় ঝাপে উত্তপ্ত বাংলাদেশ’, ১৩ জুলাই বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘ভারতীয় পত্রিকার চাঞ্চল্য খবর : বাতিল হতে পারে সজীব ওয়াজেদ জয়ের আমেরিকান ভিসা’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বিদেশীদের কূটনীতিতে দেশে ঝড়ো হাওয়া!’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘দুই দলের এক দফা কর্মসূচীতে উত্তাপ’, ১৪ জুন শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘তত্ত¡াবধায়ক প্রশ্নে উজরা মিশন নিশ্চুপ : হাসিনার অধীনেই নির্বাচন?’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘নির্বাচনের ওপর নির্ভর করছে সমৃদ্ধ ভবিষ্যৎ’, বাংলাদেশ প্রতিদিন-এর শিরোনাম ছিলো ‘ঢাকায় ভোটের ব্যস্ততা উজরা লুর’, সাপ্তাহিক নবযুগ’র শিরোনাম ছিলো ‘অপরাধ-আতঙ্কে কাঁপছে নিউইয়র্কের মানুষ’, ১৫ জুলাই শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘আমেরিকাকে কীভাবে ম্যানেজ করলেন হাসিনা’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘সংলাপ চাই, তবে যুক্তরাষ্ট্র সরাসরি সম্পৃক্ত নয়-ঢাকায় উজরা জেয়া’ ও ‘বাংলাদেশী রুশো কাজী টুইটারের প্রতিদ্ব›দ্বী থ্রেডসের সহ প্রতিষ্ঠাতা এবং সিইও’। অপরদিকে ১০ জুলাই সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘ধোঁয়া-বৃষ্টি-ঝড়-জলোচ্ছ¡স-গরমে নাভি:শ্বাস নিউইয়র্কে’।
উল্লেখিত পত্রিকাগুলোর মধ্যে সাপ্তাহিক হককথা ‘বাংলাদেশীদের তথ্য ফাঁস : ব্যক্তি-স্বতন্ত্রের জন্য হুমকি’, সাপ্তাহিক ঠিকানা ‘বাংলাদেশের রাজনীতির চালক কে?’ এবং ‘শেষ পর্যন্ত কি সোসাইটিও তার লক্ষ্য স্থির করে ফেলেছে’, সাপ্তাহিক দেশ ‘তামিমের সুখকর প্রত্যাবর্তন’, সাপ্তাহিক বাংলাদেশ ‘সিটিজেনশিপ টেষ্টে পরিবর্তন নিয়ে উদ্বেগ’, সাপ্তাহিক জন্মভূমি ‘পাহাড় কাটার ধুম’ ও ‘রাজপথে নয়, আলোচনায়ই সমাধান’, ‘সাপ্তাহিক প্রথম আলো ‘সঙ্কট সমাধানে উদ্যোগী হচ্ছে কারা?’, সাপ্তাহিক আজকাল ‘বাংলাদেশ সোসাইটিতে হট্টগোল, হাতাহাতি’, সাপ্তাহিক প্রবাস ‘দেশে মানবাধিকারের যে হাল’, সাপ্তাহিক নবযুগ ‘পাঁচ রোহিঙ্গা খুন : ক্যাম্পাসের অপরাধ দমন করতে হবে’, সাপ্তাহিক বাঙালী ‘বই ভালোবাসা মানে বই পড়া’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘নির্বাচন প্রশ্নে সমঝোতা জরুরি’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। সম্পাদকীয়গুলোর মধ্যে ঠিকানা, বাংলাদেশ, আজকাল ও বাঙালী’র সম্পাদকীয় পাঠক মহলে আলোচিত হয়েছে।
অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক ঠিকানা’র ‘ফোবানার কারণে ভাঙছে বাংলাদেশী কমিউনিটি’, ‘ইয়াবার পর ক্রিস্টাল মেথ : এরপর কী?’ ও ‘রিয়াজুল জান্নাহ মসজিদেও দুই গ্রæপে দ্ব›দ্ব : নতুন কমিটি গঠন করলো ট্রাষ্টি বোর্ড, সাপ্তাহিক দেশ-এর ‘১২ কংগ্রেসম্যানের সঙ্গে সরকারের বৈঠকের চেষ্টা’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘কুইন্সে ঠান্ডা মাথায় ভয়ঙ্কর খুনি গ্রেফতার’, সাপ্তাহিক জন্মভূমি’র ‘ফোবানা সম্মেলন নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে সার্কাস’, সাপ্তাহিক প্রথম আলো’র ‘ফোবানা এখন অনৈক্য আর বিভেদের মডেল’, সাপ্তাহিক আজকাল-এর ‘দৃশ্যপটের বাইরে কেন পররাষ্ট্রমন্ত্রী?’ ও ‘লন্ডনে তারেক রহমানের সাথে বৈঠক : কী বার্তা নিয়ে ফিরলেন বিএনপি’র ৩৪ নেতা’, বাংলাদেশ প্রতিদিন-এর ‘লন্ডনে যুক্তরাষ্ট্র বিএনপি’র ৩০ নেতা : এক দফা আন্দোলনে প্রস্তুতির নির্দেশ’, সাপ্তাহিক নবযুগ-এর ‘জ্যাকসন হাইটসে শামীম ওসমান তোপের মুখে’ ও ‘নিউইয়র্কে ফার্মেসি মালিক মেরে দিলো ৩০ লাখ ডলার’, সাপ্তাহিক বাঙালীর ‘নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ১৭,৭০০ নতুন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত’, সাপ্তাহিক পরিচয়-এর ‘যুক্তরাষ্ট্রে শামীম ওসমানকে হেনস্তা, নোয়াখালীতে হামলা’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘জ্যাকসন হাইটসে শামীম ওসমানের সঙ্গে কি ঘটেছিল?’ ও ‘মহিউদ্দিন দেওয়ান গ্রেফতার : জামিনে মুক্ত’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
১৭ জুলাই, ২০২৩