নিউইয়র্কের মিডিয়া কড়চা-৭৪

- প্রকাশের সময় : ১১:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ৮৮ বার পঠিত
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের খবর করে বিশ্বখ্যাত ইংরেজী দৈনিক ‘দ্যা নিউইয়র্ক টাইমস’ এবং তদন্তমূলক সাংবাদিকতা করে এবছর ‘দ্যা ওয়াল স্ট্রিট জার্নাল’ পুলিৎজার পেল। এছাড়া লস এঞ্জেলস টাইমস ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পেয়েছে। ওয়াশিংটন পোস্ট পেয়েছে জাতীয় খবরের জন্য।
ডয়েচে ভেলে’র খবরে বলা হয়েছে: ওয়াল স্ট্রিট জার্নাল ফেডারেল এজেন্সির প্রচুর অফিসার বা আধিকারিকের আর্থিক বিষয়ে স্বার্থের সংঘাতের খবর করেছিল। তার জন্য তারা পুলিৎজার পেয়েছে। লস এঞ্জেলস টাইমসের ব্রেকিং নিউজে এক শহরের আধিকারিকের বর্ণবাদী মন্তব্যের রেকর্ড করা অডিও প্রচার করা হয়। ওয়াশিংটন পোস্ট পুলিৎজার পেয়েছে গর্ভপাত নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর ওই বিষয়ে তাদের রিপোর্টিংয়ের জন্য।
নিউইয়র্ক টাইমস রাশিয়ার ইউক্রেনে আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক কভারেজের জন্য পুলিৎজার পেয়েছে। এই ক্ষেত্রে রয়টার্সের দলও ফাইনালে উঠেছিল। নাইজেরিয়ার সেনা যেভাবে জঙ্গি দমনের নামে নারী ও শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে, তার রিপোর্টিং করেছিল রয়টার্সের টিম। কিন্তু শেষ পর্যন্ত পুলিৎজার জিতে নেয় দ্যা নিউইয়র্ক টাইমস। অপরদিকে পাবলিক সার্ভিস বা জনসেবার জন্য এপি পুলিৎজার পেয়েছে। স্থানীয় খবরের জন্য মিসিসিপি টুডের সাংবাদিক অ্যানা উলফে পুলিৎজার পেয়েছেন। উল্লেখ্য, ১৯১৭ সালে প্রথমবার পুলিৎজার দেওয়া হয়। যুক্তরাষ্ট্রে সাংবাদিকতার ক্ষেত্রে পুলিৎজারই সবচেয়ে বড় সম্মান।
এদিকে নিউইয়র্ক থেকে বেশ কয়েকটি নতুন সাপ্তাহিক প্রকাশিত হচ্ছে। ‘কলম আমাদের শক্তি’ শ্লোগান নিয়ে বাজারে আসছে সাপ্তাহিক সাদাকালো। ইতিমধ্যেই পত্রিকাটির কয়েক সংখ্যা ই-ভার্সন প্রকাশিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে প্রতি শুক্রবার প্রিন্ট ভার্সন প্রকাশিত হবে বলে সংশ্লিস্ট সূত্রে জানা গেছে। সাপ্তাহিক সাদাকালো’র প্রকাশক হচ্ছেন ইঞ্জিনিয়ার আকাশ রহমান এবং সম্পাদক হচ্ছেন মোহাম্মদ জাহিদ আলম। এর আগে বাজারে এসেছে নিউইয়র্ক কাগজ-এর ই-ভার্সন। নিউইয়র্ক কাগজ প্রতি সোমবার প্রকাশিত হচ্ছে। এর সম্পাদক হচ্ছে আফরোজা ইসলাম আর কন্ট্রিবিউটিং এডিটর হচ্ছেন বিশিষ্ট সাংবাদিক মনোয়ারুল্ ইসলাম। ইতিপূর্বে সাপ্তাহিক যুগান্তর-এর ই-ভার্সন প্রকাশিত হয়ে আসছে। সাপ্তাহিক যুগান্তর-এর সম্পাদক হচ্ছেন মোস্তাফিজুর রহমান।
গেলো সপ্তাহে প্রকাশিত নিউইয়র্কের উল্লেখযোগ্য বাংলা মিডিয়াগুলোর মধ্যে ০২ মে মঙ্গলবারের হককথা’র শিরোনাম ছিলো ‘বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে যুক্তরাষ্ট্র আ.লীগ-বিএনপির সংঘর্ষ’, ০৩ মে বুধবার প্রকাশিত ঠিকানা’র শিরোনাম ছিলো ‘দশভুজের খেলা : বাংলাদেশে সবার হাঁড়ি : ক্ষমতার সিদ্ধিলাভ শেখ হাসিনার’ আর দেশ’র শিরোনাম ছিলো ‘স্মার্ট বাংলাদেশ তুলে ধরলেন শেখ হাসিনা’, ০৪ মে বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ-এর শিরোনাম ছিলো ‘বিশ্বব্যাংকের সামনে আ’লীগ-বিএনপি নজিরবিহীন মারপিট’, জন্মভূমি’র শিরোনাম ছিলো ‘বিশ্বব্যাংকে প্রধানমন্ত্রী আমরা দুর্নীতিপরায়ণ নই’, সাপ্তাহিক প্রথম আলো’র শিরোনাম ছিলো ‘অর্জনের মাঝেও আছে বর্জনের তাগিদ’, ০৫ মে শুক্রবার প্রকাশিত আজকাল-এর শিরোনাম ছিলো ‘২০২৪ সাল থেকে কার্যকর : বিলে স্বাক্ষর করেছেন গভর্ণর হোকুল : নিউইয়র্কে ন্যূনতম বেতন ঘন্টায় ১৬ ডলার’, প্রবাস-এর শিরোনাম ছিলো ‘প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফর ও বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপে সরকারের বার্ত : শেখ হাসিনার অধীনেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব’, বাংলাদেশ প্রতিদিন (উত্তর আমেরিকা সংস্করণ)-এর শিরোনাম ছিলো ‘স্বাধীনতাবিরোধীরাই প্রবাসে ষড়যন্ত্রে লিপ্ত : ওয়াশিংটনে প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা’ আর নবযুগ-এর শিরোনাম ছিলো ‘চুড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মাসে : নিউইয়র্ক সিটিতে বাড়ি ভাড়া বাড়ছে’, ০৬ মে শনিবার প্রকাশিত বাঙালী’র শিরোনাম ছিলো ‘ইউক্রেনের অভিযোগ : ক্রেমলিনে ড্রোন হামলা সাজানো নাটক : ভয়াবহ প্রতিশোধের ইঙ্গিত মস্কোর’ আর পরিচয়-এর শিরোনাম ছিলো ‘কোভিড-১৯ আর বৈশ্বিক স্বাস্থ্য জরুরী অবস্থা নয় জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’ ও ‘মেক্সিকো সীমান্তে আরো সৈন্য দেড় হাজার মোতায়েন যুক্তরাষ্ট্রের’। অপরদিকে ০৮ মে সোমবার প্রকাশিত বাংলা পত্রিকা’র শিরোনাম ছিলো ‘বাড়ছে ব্যবসা, বাড়ছে কমিউনিটি : বাংলাদেশীদের নতুন গন্তব্য বাফেলো-নায়েগ্রা’।
গেলো সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক হককথা ‘মহান মে দিবস’, সাপ্তাহিক ঠিকানা ‘একুশ শতকে মার্কিন অর্থনীতির হালচাল’ এবং ‘চারদিকে আতঙ্ক কী হয় কী হয়’, সাপ্তাহিক দেশ ‘নতুন রাষ্ট্রপতির কাছে প্রত্যাশা’, সাপ্তাহিক বাংলাদেশ ‘নিউইয়র্ক সিটিতে নি¤œ ও মধ্যবিত্তদের অসহনীয় জীবন’, সাপ্তাহিক জন্মভূমি ‘মহান মে দিবস’, সাপ্তাহিক প্রথম আলো ‘অভিবাসন : জলবায়ু সৃষ্ট এবং এর প্রভাব’, সাপ্তাহিক আজকাল ‘প্রধানমন্ত্রীর সফর ও ওয়াশিংটনে অপ্রীতিকর ঘটনা’, সাপ্তাহিক প্রবাস ‘মূল্যবোধের অবক্ষয় থেকে উত্তরণ সময়ের দাবী’, সাপ্তাহিক নবযুগ ‘ডলার সঙ্কটের আঘাত ও জার্ণালের সাবস্ক্রিপশন বন্ধের আশঙ্কা’, সাপ্তাহিক বাঙালী ‘হারুন-গার্গীর জার্নি’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা ‘করোনার শিক্ষা’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করে। অপরদিকে বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কমিউনিটির বিভিন্ন খবরাখবরের মধ্যে সাপ্তাহিক হককথা’র ‘ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের মামলা : সহিদ-সাব্বির প্যানেলের সংবাদ সম্মেলন : আদালতের নির্দেশনা অনুযায়ী দ্রæত নির্বাচন অনুষ্ঠানের দাবী’, সাপ্তাহিক ঠিকানা’র ‘ওয়াশিংটনে আ’লীগ-বিএনপি’র শোডাউন, সংঘর্ষ, গ্রেপ্তার ৩ : জিতেছে রাজনীতি, হেরেছে বাংলাদেশ’, সাপ্তাহিক দেশ-এর ‘আ.লীগ-বিএনপি মারামারিতে কুরুক্ষেত্র’ ও ‘জ্যামাইকা টু জ্যাকসন হাইটস : আতঙ্কে ব্যবসায়ীরা’, সাপ্তাহিক বাংলাদেশ-এর ‘ডেন্টাল কভারেজ ফিরে পেল ৫০ লাখ নিউইয়র্কবাসী’, সাপ্তাহিক জন্মভূমি ‘ওয়াশিংটন ডিসি ওয়ার্ল্ড ব্যাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপি’র মারামারি’, সাপ্তাহিক প্রথম আলো-এর ‘বিশ্বব্যাংকের সামনে আওয়ামী লীগ ও বিএনপি’র সংঘর্ষ’, সাপ্তাহিক আজকাল-এর ‘মন্তব্য প্রতিবেদন : প্রধানমন্ত্রীর সংবর্ধনায় আ.লীগ কেন উপেক্ষিত?’ ও ‘ম্যাগনেট স্কুল আর্ট চ্যাম্পিয়ন বাংলাদেশী রুমাইসা’, সাপ্তাহিক প্রবাস ‘প্রবাসী আব্দুর রহমানের ডাবল ঈদ আনন্দ’, সাপ্তাহিক বাংলাদেশ প্রতিদিন-এর ‘সুযোগ হাতছাড়া করলো বিএনপি!’, ‘ওয়াশিংটনে আওয়ামী লীগ বিএনপি’র কর্মসূচীতে তুলকালাম কান্ড’ ও ‘টিএলসি নম্বর প্লেট বিক্রির নামে প্রতারণার ফাঁদ!’, সাপ্তাহিক নবযুগ-এর ‘ইঁদুর দমনে বিলীন হবে দেড় লাখ পার্কিং স্পট!’ এবং ‘ওয়াশিংটনের ঘটনায় ছি…ছি… করছে মানুষ’ সাপ্তাহিক বাঙালীর ‘শেখ হাসিনার বিশ্বব্যাংক জয় : ভোটের রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে?’, ‘নিউইয়র্ক ষ্টেটের পাওয়ার ১০০’র তালিকায় ম্যাফ মিসবাহ ও শাহানা হানিফ’ ও ‘একটি অন্যরকম ইয়েগো সন্ধ্যা’, সাপ্তাহিক পরিচয়-এর ‘নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে ট্রাম্পের মামলা খারিজ’ এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র ‘নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের সর্বত্রই আতঙ্ক’ শীর্ষক খবরগুলো পাঠকমহলে আলোচিত হয়।
(প্রতিবেদনটি নিউইয়র্ক থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকা ও ওয়েব সাইট-এর সহযোগিতায় তৈরী।)
-মিশুক
০৮ মে, ২০২৩