নিউইয়র্ক ০৭:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’র নভেম্বর সংখ্যা বাজারে

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / ৪৮ বার পঠিত

নিউইয়র্ক (ইউএনএ): বাজারে এসেছে দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল-এর নভেম্বর সংখ্যা। অক্টোবর সংখ্যার মতো এই সংখ্যায়ও প্রাধান্য পেয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ও বৈশ্বিক মন্দা নিয়েও একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ। এ ছাড়াও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে রয়েছে বিশ্লেষণী প্রতিবেদন। আছে বিশেষজ্ঞ মতামত, বিশ্লেষণও। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক থেকে প্রকাশিত এই ম্যাগাজিন নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে প্রতি মাসের মাঝামাঝি সময়ে। পাঠকের চাহিদা বুঝে বিশ্লেষণধর্মী প্রতিবেদন দিয়ে ম্যাগাজিন সাজাতে কাজ করছেন এক ঝাঁক তরুণ সংবাদকর্মী। প্রতিটা সংখ্যায় থাকছে বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও মন্তব্য প্রতিবেদনও। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, জলবায়ু সংকট, বিজ্ঞানপ্রযুক্তিসহ নানা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সব ধরনের পাঠকের চাহিদা পূরণ করতে চায় দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল।
নভেম্বর সংখ্যায় মূল্যস্ফীতিকে আচরণগত দিক থেকে বিশ্লেষণ করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক রজার বø্যাকওয়েল এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অ্যাসিসট্যান্ট প্রফেসর ও এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর রজার বেইলি। ‘অবজেক্টিভ প্রোসপারিটি : হাউ বিহ্যাভিওরাল ইকোনমিকস ক্যান ইমপ্রæভ আউটকামস ফর ইউ, ইওরো বিজনেস অ্যান্ড ইওর নেশন’ গ্রন্থের রচয়িতা তাঁরা।
টালমাটাল পুঁজিবাজারে বিনিয়োগের কৌশল নিয়ে আলোচনা করেছেন জুম-এর কমপেনসেশন পার্টনার টাইরেন থম্পসন, রেফ্রেজলির প্রতিষ্ঠাতা ম্যাথিউ রামিরেজ, ফটোএইড-এর গবেষক পিওত্র বুচিনস্কি, লাভ অ্যান্ড ল্যাভেন্ডার-এর কন্টেন্ট রাইটার আমির হাসোভিচ, পিচগ্রেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও লুনিয়ানো কলোস, কুইক-এর এফপিঅ্যান্ডএ পরিচালক জাখারি ম্যাককার্টি এবং লাইভ পোল ফর ¯øাইডস-এর সিইও ইয়ংমিং সং। রয়েছে যুক্তরাষ্ট্রের আবাসন ব্যবসার হালচাল নিয়েও আলোচনা।
মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অনার্স কলেজের ডিন ও পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর জন আর ভিল লিখেছেন আইন মেনে সরকারি প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্ব নিয়ে। এ ছাড়াও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আশানুরূপ ফল না পাওয়ার এবং ডেমোক্র্যাটদের সিনেট ধরে রাখার পেছনের কারণ নিয়ে এই সংখ্যায় রয়েছে বিশ্লেষণ। প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাওয়ায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে কী কী বাঁধার মুখে পড়তে হতে পারে, তা নিয়েও রয়েছে আলোচনা।
এ ছাড়া ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে টালমাটাল পরিস্থিতি, জলবায়ু সংকট, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও রয়েছে বিশ্লেষণী প্রতিবেদন। ইরানের বিক্ষোভ নিয়েও রয়েছে প্রতিবেদন।
সব মিলিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক ও বাণিজ্যিক অবস্থা এবং ঘটনাবলীর হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ নিয়ে নভেম্বর সংখ্যা নিয়ে বাজারে হাজির হয়েছে ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’। সাময়িকীর সহ প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী মুহাম্মদ কামরুল ইসলাম সনি বলেন, দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের নভেম্বর সংখ্যা সাম্প্রতিক বিষয় নিয়ে পাঠকের চাহিদা পূরণে সক্ষম হবে বলে প্রত্যাশা করছি।
সাময়িকীর আরেক সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা সবসময়ই হালনাগাদ তথ্য দিয়ে এবং সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করে পাঠকের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাময়িকীর অপর সহ প্রতিষ্ঠাতা সালমা জাহান বলেন, বর্তমান সময়ে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনে তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। তথ্যের ব্যাপারে যিনি হালনাগাদ থাকবেন না, তিনিই পিছিয়ে পড়বেন। আমরা পাঠককে বস্তুনিষ্ঠ, প্রকৃত তথ্যের ভিত্তিতে সাংবাদিকতার মাধ্যমে হালনাগাদ রাখতে চাই।
‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’ বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আইজে ভেঞ্চার্স ইনকর্পোরেটের একটি সাময়িকী। এর অলংকরণ ও মুদ্রণ করেছে আইজে ক্রিয়েটিভ সলিউশনস। সাময়িকীর অনলাইন ঠিকানা: সধমধুরহব.ঃযবহুবফরঃড়ৎরধষ.পড়স

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’র নভেম্বর সংখ্যা বাজারে

প্রকাশের সময় : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২

নিউইয়র্ক (ইউএনএ): বাজারে এসেছে দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল-এর নভেম্বর সংখ্যা। অক্টোবর সংখ্যার মতো এই সংখ্যায়ও প্রাধান্য পেয়েছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ও বৈশ্বিক মন্দা নিয়েও একাধিক প্রতিবেদন ও বিশ্লেষণ। এ ছাড়াও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে রয়েছে বিশ্লেষণী প্রতিবেদন। আছে বিশেষজ্ঞ মতামত, বিশ্লেষণও। খবর ইউএনএ’র।
নিউইয়র্ক থেকে প্রকাশিত এই ম্যাগাজিন নিয়মিতভাবে প্রকাশ হচ্ছে প্রতি মাসের মাঝামাঝি সময়ে। পাঠকের চাহিদা বুঝে বিশ্লেষণধর্মী প্রতিবেদন দিয়ে ম্যাগাজিন সাজাতে কাজ করছেন এক ঝাঁক তরুণ সংবাদকর্মী। প্রতিটা সংখ্যায় থাকছে বিশেষজ্ঞদের বিশ্লেষণ ও মন্তব্য প্রতিবেদনও। জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, জলবায়ু সংকট, বিজ্ঞানপ্রযুক্তিসহ নানা বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে সব ধরনের পাঠকের চাহিদা পূরণ করতে চায় দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল।
নভেম্বর সংখ্যায় মূল্যস্ফীতিকে আচরণগত দিক থেকে বিশ্লেষণ করেছেন ওহাইও স্টেট ইউনিভার্সিটির অবসরপ্রাপ্ত অধ্যাপক রজার বø্যাকওয়েল এবং ওহাইও স্টেট ইউনিভার্সিটির ক্লিনিক্যাল অ্যাসিসট্যান্ট প্রফেসর ও এমবিএ প্রোগ্রামের ডিরেক্টর রজার বেইলি। ‘অবজেক্টিভ প্রোসপারিটি : হাউ বিহ্যাভিওরাল ইকোনমিকস ক্যান ইমপ্রæভ আউটকামস ফর ইউ, ইওরো বিজনেস অ্যান্ড ইওর নেশন’ গ্রন্থের রচয়িতা তাঁরা।
টালমাটাল পুঁজিবাজারে বিনিয়োগের কৌশল নিয়ে আলোচনা করেছেন জুম-এর কমপেনসেশন পার্টনার টাইরেন থম্পসন, রেফ্রেজলির প্রতিষ্ঠাতা ম্যাথিউ রামিরেজ, ফটোএইড-এর গবেষক পিওত্র বুচিনস্কি, লাভ অ্যান্ড ল্যাভেন্ডার-এর কন্টেন্ট রাইটার আমির হাসোভিচ, পিচগ্রেড-এর প্রতিষ্ঠাতা ও সিইও লুনিয়ানো কলোস, কুইক-এর এফপিঅ্যান্ডএ পরিচালক জাখারি ম্যাককার্টি এবং লাইভ পোল ফর ¯øাইডস-এর সিইও ইয়ংমিং সং। রয়েছে যুক্তরাষ্ট্রের আবাসন ব্যবসার হালচাল নিয়েও আলোচনা।
মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির ইউনিভার্সিটি অনার্স কলেজের ডিন ও পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর জন আর ভিল লিখেছেন আইন মেনে সরকারি প্রতিষ্ঠান পরিচালনার গুরুত্ব নিয়ে। এ ছাড়াও মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আশানুরূপ ফল না পাওয়ার এবং ডেমোক্র্যাটদের সিনেট ধরে রাখার পেছনের কারণ নিয়ে এই সংখ্যায় রয়েছে বিশ্লেষণ। প্রতিনিধি পরিষদ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাওয়ায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনকে কী কী বাঁধার মুখে পড়তে হতে পারে, তা নিয়েও রয়েছে আলোচনা।
এ ছাড়া ইলন মাস্ক টুইটারের মালিকানা নেওয়ার পর প্রতিষ্ঠানটিতে টালমাটাল পরিস্থিতি, জলবায়ু সংকট, চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও রয়েছে বিশ্লেষণী প্রতিবেদন। ইরানের বিক্ষোভ নিয়েও রয়েছে প্রতিবেদন।
সব মিলিয়ে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, অর্থনৈতিক ও বাণিজ্যিক অবস্থা এবং ঘটনাবলীর হালনাগাদ তথ্য ও বিশ্লেষণ নিয়ে নভেম্বর সংখ্যা নিয়ে বাজারে হাজির হয়েছে ‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’। সাময়িকীর সহ প্রতিষ্ঠাতা ও সমাজকর্মী মুহাম্মদ কামরুল ইসলাম সনি বলেন, দ্য নিউইয়র্ক এডিটোরিয়ালের নভেম্বর সংখ্যা সাম্প্রতিক বিষয় নিয়ে পাঠকের চাহিদা পূরণে সক্ষম হবে বলে প্রত্যাশা করছি।
সাময়িকীর আরেক সহ প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আমরা সবসময়ই হালনাগাদ তথ্য দিয়ে এবং সাম্প্রতিক ঘটনাবলীর বিশ্লেষণ ও বিশেষজ্ঞ মতামত উপস্থাপন করে পাঠকের চাহিদা পূরণের চেষ্টা করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সাময়িকীর অপর সহ প্রতিষ্ঠাতা সালমা জাহান বলেন, বর্তমান সময়ে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরকার পরিচালনা, ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে দৈনন্দিন জীবনে তথ্যের অবাধ প্রবাহ অত্যন্ত জরুরি। তথ্যের ব্যাপারে যিনি হালনাগাদ থাকবেন না, তিনিই পিছিয়ে পড়বেন। আমরা পাঠককে বস্তুনিষ্ঠ, প্রকৃত তথ্যের ভিত্তিতে সাংবাদিকতার মাধ্যমে হালনাগাদ রাখতে চাই।
‘দ্য নিউইয়র্ক এডিটোরিয়াল’ বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠান আইজে ভেঞ্চার্স ইনকর্পোরেটের একটি সাময়িকী। এর অলংকরণ ও মুদ্রণ করেছে আইজে ক্রিয়েটিভ সলিউশনস। সাময়িকীর অনলাইন ঠিকানা: সধমধুরহব.ঃযবহুবফরঃড়ৎরধষ.পড়স