তৃতীয় বর্ষে পদার্পন ॥ টাইম টিভি’র বর্ণঢ্য অনুষ্ঠান আয়োজন

- প্রকাশের সময় : ০৯:২২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০১৬
- / ৯৬৯ বার পঠিত
নিউইয়র্ক: আমেরিকার মূলধারার সাথে বাংলাদেশী নতুন প্রজন্মের সেতু বন্ধন আর বাংলাদেশী কমিউনিটির সেবার প্রত্যয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো নিউইয়র্কের বাইল্যাংগুয়াল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল ‘টাইম টেলিভিশন’-এর দ্বিতীয় বর্ষপূর্তী। আর এই অনুষ্ঠানের মধ্যদিয়ে টাইম টেলিভিশন পা রাখলো তিন বছরে। এ উপলক্ষে ২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় কুইন্সের জ্যামাইকা এভিনিউস্থ উডহ্যাভেন ম্যানরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে মূলধারার রাজনীতিক ছাড়াও বিভিন্ন মিডিয়ার সম্পাদক, কবি-সাহিত্যিক, লেখক, সাংবাদিক সহ কমিউনিটির সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ সপরিবারে অংশ নেন।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই রাজনৈতিক দলের দুই প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প’র প্রথম বিতর্কের দিন ছাড়াও উইক ডে-তে আয়োজিত ‘টাইম টেলিভিশন’র দ্বিতীয় বর্ষপূর্তী অনুষ্ঠানে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে উঠে। অনুষ্ঠানে বাংলা গানের অন্যতম প্রবাদ পুরুষ, জীবস্ত কিংবদন্তী শিল্পী সৈয়দ আবদুল হাদী আর জনপ্রিয় শিল্পী শুভ্র দেবের গান উপস্থিত সকলে প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানের সাংস্কৃতিক পরিবেশনা ছিল বেশ উপভোগ্য। খবর ইউএনএ’র।
সন্ধ্যা পৌনে আটটার দিকে জমকালো মঞ্চে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা হয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আর আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন টাইম টেলিভিশন-এর সিইও এবং সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক আবু তাহের। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে টাইম টেলিভিশনক দুই বছর পাড়ি দিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। এজন্য তিনি কমিউিনিটির সার্বিক সহযোগীতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ এবং আগামী দিনের পথ চলায় সবার অব্যাহত সহযোগিতাও কামনা করেন। তিনি বলেন, টাইম টেলিভিশন সবার কথা বলবে। সবার সহযোগিতায় আমরা আরো সামনের দিকে যেতে চাই। এ সময় তিনি টাইম টিভি পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে অতিথিবৃন্দ টাইম টেলিভিশনের অগ্রযাত্রা কামনার পাশাপাশি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠান মঞ্চে টাইম টেলিভিশনের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তির মধ্যে বিশিষ্ট কলামিস্ট মুহাম্মদ জাহাঙ্গীর, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রেস সচিব ও ‘জাস্ট নিউজ’ সম্পাদক মুশফিক ফজল আনসারী, নিউইয়র্ক সিটির সাবেক কম্পট্রোলার জন ল্যু, নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলীম্যান লুইস সেপুলভেদা, বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদ, সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুর রহীম হাওলাদার, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির আলী খান পল, এটর্নী বুশ ফিশার, এটর্নী পেরী ডি সিলভার, এটর্নী শেখ সেলিম, এটর্নী মঈন চৌধুরী, ব্যারিষ্টার ইশরাত সামী, এটর্নী দিল্লী রাজ ভট্টা, খান টিউটোরিয়াল-এর চেয়ারপার্সন নাঈমা খান ও পরিচালক ড. ইভান খান, ডা, সুরেন্দ্র মালহোত্রা, ডা. তামিরা বেনহয়, বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মো. আনোয়ার হোসেন, এডভোকেট এন মজুমদার, জালালাবাদ এসোসিয়েন অব আমেরিকার সভাপতি বদরুল হোসেন খান, সাবেক সভাপতি এম এ কাইয়্যুম, চট্টগ্রাম সমিতি ইউএসএ’র সাবেক সভাপতি কাজী সাখাওয়াত হোসেন আজম, সিলেট গণদাবী পরিষদের সভাপতি আজিমুর রহমান বুরহান, বিয়ানীবাজার সমিতি ইউএসএ’র সভাপতি মাসুদুল হক সানু, বাপাফ-এর সভাপতি এডভোকেট রুবাইয়া রহমান, বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক ওসমান চৌধুরী, সাবেক কোষাধ্যক্ষ রুহুল আমীন সিদ্দিকী, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ রহমান মান্নান, শাহ নেওয়াজ, এন আমীন, উৎসব ডট কম-এর রায়হান জামান, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মইনুজ্জামান চৌধুরী, আব্দুল কাদের চৌধুরী শাহীন, বিশিষ্ট রাজনীতিক সামসুদ্দীন আজাদ, সাইফুল ইসলাম রহীম, মামুন টিউটোরিয়াল-এর পরিচালক শেখ আল মামুন, ডা. নাহিদ খান, রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল হুদা হারুন, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের সভাপতি শাহেদ আহমেদ ও সাধারণ সম্পাদক সেবুল খান মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও টাইম টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানের হোস্ট, অনুষ্ঠান প্রযোজক, অতিথি ও শিল্পীরা সপরিবারে উপস্থিত ছিলেন। সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি কমিউনিটির মিলন মেলায় পরিণত হয়।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ একাডেমী অব ফাইন আর্টস (বাফা) সহ দেশ ও প্রবাসের জনপ্রিয় শিল্পীদের জনপ্রিয় সঙ্গীত ছাড়াও ছিলো মনোজ্ঞ নৃত্য। সঙ্গীত আর নৃত্যানুষ্ঠানের মাঝে ছিল অতিথিদের শুভেচ্ছা বক্তব্য। স্থানীয় শিল্পীদের পরিবেশনার পর মঞ্চে আসেন জনপ্রিয় শিল্পী শুভ দেব। শুভ্রদেব তার নিজের গাওয়া ৪/৫টি জনপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। তারপর মঞ্চে আসেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী সৈয়দ আবদুল হাদী। তিনি একের পর এক জনপ্রিয় গান গেয়ে দর্শক-শ্রোতাদের মাতিয়ে তুলেন। তার সাথে কয়েকটি দ্বৈত গানে কন্ঠ মেলান তারই কন্যা তনিমা হাদী। এরআগে প্রবাসের জনপ্রিয় শিল্পীদের মধ্যে কাবেরী দাস, সুপ্রীয়া চৌধুরী, শারমীন মহসীন, শাহ মাহবুব, মিরা সিনহা, কামরুজ্জামান বকুল, সোমা রহমান, রোক্সানা মির্জা, চন্দ্রা রায়,শামীম সিদ্দিকী, মাহবুবা সোমা, লিমন চৌধুরী, পারভেজ সোহেল, শশী প্রমুখের পরিবেশনাও ছিল উপভোগ্য। বাফা ও চন্দ্রা ব্যানার্জী গ্রুপের শিল্পী/শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন। অনুষ্ঠান শেষে ছিল নৈশভোজ।
সমগ্র অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন টাইম টিভি’র নিউজ প্রেজেন্টার সাদিয়া খন্দকার ও জেসিকা তারতিলা ইসলাম এবং ফ্রিল্যান্স হোস্ট ফাতেমা সাহাব রুমা। বিশেষ উপস্থপনায় ছিলেন টাইম টিভি’র বিশেষ প্রতিনিধি শিবলী চৌধুরী কায়েস ও কনসালটেন্ট দিমা নেফার তিতি।
অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট আইনবীদ এটর্নী বুশ ফিশার এবং বিশেষ স্পন্সার ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর ও সমাজসেবী মো. আনোয়ার হোসেন এবং পার্কচেষ্টার ব্রঙ্কস রিয়েলটি।
অনুষ্ঠানটি আয়োজনে বিশেষ সহযোগিতায় ছিলেন টাইম টিভি’র পরিচালক (কমিউনিটি আউটরীচ) সৈয়দ ইলিয়াস খসরু, বিশেষ প্রতিনিধি শাহেদ আলম, স্টাফ রিপোর্টার সোহেল হোসাইন, অনুষ্ঠান প্রযোজক বিউটি দাস, ব্রডকাস্ট বিভাগের নাজিম উদ্দিন, সামিউল ইসলাম, এন্থনী গঞ্জালেস, নিপা রইস, শাহরিয়ার বাধন, মিহির চৌধুরী ও অধরা।