‘টাইম টেলিভিশন’-কে সংবাদ সম্মেলনে বাধা : সম্পাদকদের বয়কট

- প্রকাশের সময় : ০৩:২৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
- / ৩৮২ বার পঠিত
হককথা ডেস্ক: জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার রাতে নিউইয়র্ক ত্যাগ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে একইদিন বিকালে ম্যানহাটানস্থ জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনের সংবাদ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে নিউইয়র্কে বাংলাদেশী কমিউনিটির জনপ্রিয় ইলেক্ট্রনিক মিডিয়া ‘টাইম টেলিভিশন’-কে ঐ সংবাদ সম্মেলনে অংশ গ্রহণে বাধা দেয়া হয়।
এদিকে টাইম টেলিভিশন-কে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহে বাধা দেয়ার প্রতিবাদে আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান এবং নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খানসহ নিউইয়র্কের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর ঐ সংবাদ সম্মেলন বয়কট করেন।
জানা গেছে, শনিবার মধ্যরাতে আকস্মিকভাইে জানানো হয়, যে রোববার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে টাইম টেলিভিশন প্রবেশ করতে পারবে না। তবে কেনো, কি জন্য এই সিদ্ধান্ত নেয়া হয় তা জানা যানি। এই ঘটনায় নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিক কমিউনিটিতে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। (বাংলা পত্রিকা)