‘গেদুচাচা’ খ্যাত সাংবাদিক খ. মোজাম্মেল হক আর নেই
- প্রকাশের সময় : ০২:২৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২০
- / ৬০ বার পঠিত
ঢাকা ডেস্ক: ‘গেদুচাচা’ খ্যাত কলামিস্ট, সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ পত্রিকার প্রধান সম্পাদক, মুক্তিযোদ্ধা ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য, সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক আর নেই। সোমবার (২৯ জুন) বিকাল ৪টার দিকে রাজধানীর এএমজেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পরিবারের বরাত দিয়ে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী।
জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন ফেনীর এই কৃতী সাংবাদিক। এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। গত ২৭ জুন তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও রোববার অবনতি হয়। তার জন্য প্লাজমার খোঁজ চলছিল বলে জানিয়েছিলেন সাংবাদিক নেতা শাবান মাহমুদ।
সাংবাদিক খোন্দকার মোজাম্মেল হক-এর মৃত্যুতে শোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ করেছেন।
খোন্দকার মোজাম্মেল হক সম্পাদিত সাপ্তাহিক ‘আজকের সূর্যোদয়’ বিগত ৩০ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। এই পত্রিকায় ‘গেদুচাচার খোলা চিঠি’ নামে কলাম লিখে তিনি সাধারণ মানুষের মুখপাত্র হয়ে ওঠেন। তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য ছিলেন। মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগ সংবাদিক ফোরাম ঢাকার সভাপতি, ওয়ার্ল্ড ওয়াইড অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সিইও, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।