ইউএনএ ও হককথা’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকাশের সময় : ০৯:০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ৪১ বার পঠিত
ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) ও হককথা পত্রিকার ১৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৭ বছরে পদার্পন উপলক্ষে বাংলাদেশ অফিসে কেক কাটা হয়েছে। স্থানীয় সময় রোববার (১জানুয়ারী) সকালে বাংলাদেশ অফিসের সাংবাদিকরা কেক কেটে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বাংলাদেশ অফিসের পুরুষ এবং নারী সংবাদকর্মীদের মধ্যে উৎসব উৎসব আমেজ বিরাজ করে। ২০০৬ সালের ১ জানুয়ারী যাত্রা শুরু করে প্রবাসী বাংলাদেশীদের কমিউনিটির সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) ও সাপ্তাহিক হককথা। প্রকাশনা শুরুর পর থেকেই নিয়মিত ভাবে সপ্তাহের প্রতি মঙ্গলবার প্রকাশিত হয় সাপ্তাহিক হককথা। তবে এক বছর প্রকাশনার পর বিশেষ পরিস্থিতিতে হককথা’র প্রকাশনা বন্ধ হয়ে যায়। তবে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ) এর কার্যক্রম অব্যাহত থাকে। হককথা’র প্রিন্ট প্রকাশনা বন্ধ হয়ে গেলেও প্রবাসী বাংলাদেশীদেরসহ কমিউনিটির স্বার্থে ২০১৩ সালের ২৬ জানুয়ারী আতœপ্রকাশ ঘটে সাপ্তাহিক হককথা’র ওয়েব ভার্সন হককথা ডট কম (hakkatha.com)। ওয়েবসাইটে সংবাদ প্রকাশের মধ্য দিয়ে আবারো জনপ্রিয়তার শীর্ষে চলে আসে হককথা। এরই মধ্যে কমিউনিটির সংবাদ নিয়মিত ও সবার আগে প্রকাশিত হওয়ায় পাঠকের অনুরোধে সপ্তাহের প্রতি মঙ্গলবার পূনরায় নতুনভাবে প্রকাশিত হচ্ছে সাপ্তাহিক হককথা। ‘করোনা পরিস্থিতি ও বাস্তবতার প্রেক্ষাপটে ‘কাগজেও যেমন, ওয়েবেও তেমন’ শ্লোগান নিয়ে প্রকাশিত হককথা ই-মেইল (পিডিএফ ফাইলে পুরো পত্রিকা), ই-পেপার-https://epaper.hakkatha.com/ (ওয়েবসাইটে-‘কাগজেও যেমন, ওয়েবেও তেমন), ফেসবুক পেইজ ও ইউটিউভ চ্যানেলের মাধ্যমে পাঠকের হাতে যাচ্ছে। এছাড়াও নিউইয়র্কের স্থানীয় গণমাধ্যম গুলোর মধ্যে হককথা’ই প্রথম Conversational Platform (Customer Engagement Through Conversational Messaging) ব্যবহার করে Facebook, Instagram, WhatsApp, Mobile SMS এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্য প্রবাসী বাংলাভাষী পাঠকের কাছে পৌছে যাচ্ছে। এছাড়াও রয়েছে ওয়েবসাইট (hakkatha.com)। বর্তমানে নিউইয়র্কের ৫ হাজারোধিক পাঠকের ই-মেইলে প্রতি সংখ্যার হককথা প্রেরণ করা হচ্ছে এবং প্রতিদিন এই ই-মেইল সংযুক্তির সংখ্যা বাড়ছে। ফলে অফিস-আদালত, মাঠে-ময়দান বা ঘরে বসেও সহজেই হককথা পড়া যাচ্ছে। এদিকে ২০২২ সাল থেকে নতুন ভাবে আরো গতিশীল হয়ে উঠে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)। নতুন বছরে নতুন সাজে পাঠকের সামনে আসার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)। নতুন ওয়েবসাইট ও নতুন নতুন সেবার প্রস্তুতি নিচ্ছে তারুণ্য নির্ভর নতুন টীম। খুব শিঘ্রই নতুন রুপেই দেখা মিলবে সংবাদ সংস্থা ইউনাইটেড নিউজ অব আমেরিকা (ইউএনএ)