আর্টিকেল নাইনটিনের প্রত্যাশা: রোজিনা মামলা থেকে চূড়ান্ত অব্যাহতি পাবেন
- প্রকাশের সময় : ০৮:১৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অক্টোবর ২০২২
- / ১২৫ বার পঠিত
অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের বিতর্কিত মামলায় সাংবাদিক রোজিনা ইসলামকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ায় কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আর্টিকেল নাইনটিন। সংস্থাটি একই সঙ্গে আশা প্রকাশ করেছে, সাংবাদিক রোজিনার জন্য ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থে আদালত এই মামলায় কর্তৃপক্ষের দাখিল করা চূড়ান্ত তদন্ত প্রতিবেদন গ্রহণ করবেন এবং হয়রানিমূলক মামলা থেকে তাঁকে চূড়ান্তভাবে অব্যাহতি দেবেন।
জানা যায়, এক বছরেরও বেশি সময় পর মামলাটির তদন্ত কর্মকর্তা গত ৪ জুলাই ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন এবং রোজিনাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেন। প্রতিবেদনে বলা হয়, রোজিনার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
আজ বুধবার এ বিষয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আর্টিকেল নাইনটিন দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুখ ফয়সল বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, রোজিনা ইসলাম আদালত থেকেও চূড়ান্ত অব্যাহতি ও ন্যায়বিচার পাবেন। এই মামলা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং রাষ্ট্র হিসেবে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখা ও সাংবাদিকদের সুরক্ষা প্রদানের প্রতিশ্রুতিকে প্রশ্নবিদ্ধ করেছে। ’
উল্লেখ্য, ২০২১ সালের ১৭ মে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। একই দিন রাতে তাঁর বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এক সপ্তাহের মাথায় গত বছরের ২৩ মে তিনি জামিনে ছাড়া পান। এরপর থেকে তিনি আদালতে হাজিরা দিয়ে আসছেন।