নিউইয়র্ক ০১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ২৮ ডিসেম্বর

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • / ৬৭১ বার পঠিত

নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রাথমিক সদস্যপদ পেয়েছেন ১৯ জন। বর্তমানে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য সংখ্যা ৫৭ জন। গত ৭ ডিসেম্বর প্রেসক্লাবের মূলতবী সভায় সর্বসম্মতিক্রমে নতুন সদস্যপদ প্রদান করা হয়। এছাড়া সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দীর্ঘ অনুপস্থিতির কারণে কার্যকরী পরিষদের সদস্য ফরিদ আলমের পরিবর্তে এটিএন বাংলা ইউএসএ’র প্রধান বার্তা প্রযোজক কানু দত্তকে কো-অপ্ট করা হয়। এছাড়া আগামী ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি সাধারণ সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সুনির্দিষ্ট তিনটি এজেন্ডা নির্ধারণ করা হয়। এগুলো হচ্ছে, নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণের পদ্ধতি এবং নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্ত পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি। শুধুমাত্র সাধারণ সদস্যরা এই সাধারণ সভায় অংশগ্রহণ, এজেন্ডাভিত্তিক আলোচনা এবং মতামত দিতে পারবেন।
সাপ্তাহিক পরিচয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। সভায় আরো উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য লাবলু আনসার, সৈয়দ ওয়ালী-উল-আলম ও তাওহীদুল ইসলাম।
যারা নতুন সদস্যপদ পেলেন: রাশেদ আহমেদ ও মোহাম্মদ হোসেন দিপু (চ্যানেল আই), সোহেল রানা সুমন (সাপ্তাহিক বাঙালী), শাহাব উদ্দিন সাগর ও সামসুন্নাহার নিম্মি (প্রথম আলো), মিলা হোসেন, আবু বকর সিদ্দিক ও ফেরদৌসী সৈয়দা তাওহীদা (সাপ্তাহিক আজকাল), তপন চৌধুরী (সাপ্তাহিক জন্মভূমি), পপি চৌধুরী (নারী ম্যাগাজিন), শামীম আল-আমীন, রফিকুল ইসলাম মাতুব্বর রফিক ও শামসুন নাহার নূপুর (টিবিএন), সোহেল হোসেন (টাইমস২৪ডটনেট), মোহাম্মদ শহীদুল্লাহ (আইটিভি), রেজাউল করিম রাজু (আরটিভি). জাহেদ শরীফ (নোঙর টিভি), শামসুল আলম (জনতার কণ্ঠ) ও সালাহউদ্দিন মো. রাসেল (সাপ্তাহিক পরিচয়)। এছাড়া সহযোগী সদস্যপদ পেয়েছেন সুজন আহমেদ (মীম টিভি)।
যারা সদস্যপদ নবায়ন করেছেন নাজমুল আহসান (সাপ্তাহিক পরিচয়), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক প্রবাস), দর্পণ কবীর (এটিএন বাংলা ইউএসএ), শহীদুল ইসলাম (সাপ্তাহিক বাঙালী), রিজু মোহাম্মদ (বাংলা টিভি), লাবলু আনসার (সাপ্তাহিক ঠিকানা), সৈয়দ ওয়ালী আলম (সাপ্তাহিক প্রবাস), তাওহীদুল ইসলাম (ভয়েস অব আমেরিকা), কানু দত্ত (এটিএন বাংলা ইউএসএ), কাজী শামসুল হক (এখনসময় ডটকম), মীর-ই ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), আশরাফুল হাসান বুলবুল (আরটিভি), এফএম সেলিম হোসেন (ভয়েস অব আমেরিকা), মিজানুর রহমান (সাপ্তাহিক ঠিকানা), নিহার সিদ্দিকী (সাপ্তাহিক), আকবর হায়দার কিরণ (নিউইয়র্ক বাংলা ডটকম), ফারহানা চৌধুরী (এখনসময় ডটকম), মোহাম্মদ আবুল কাশেম (সাপ্তাহিক ঠিকানা), মোহাম্মদ আমজাদ হোসেন (বাংলা টিভি), সাজ্জাদ হোসাইন (বাংলা টিভি), শারমিন রেজা ইভা (বাংলা টিভি), টিপু আলম (ছাপ), মশিউর রহমান মজুমদার (খবর ডটকম), জাকারিয়া মাসুদ জিকো (সাপ্তাহিক আজকাল), শামীম আহমেদ (ভোরের কাগজ), মঞ্জুরুল হক (টিবিএন), বেলাল আহমেদ (জেমিনি), ইশতিয়াক আহমেদ বাবর (প্রবাসনিউজ ডটকম), আজিম উদ্দিন অভি (বাংলাভিশন), জাকির হোসেন জাহিদ (আইটিভি), মো. সামছুল আলম লিটন (সাপ্তাহিক আজকাল), শাহাদত হোসেন সবুজ (গাজী টিভি), ফজলে রাব্বী রাজিব (এনটিভি ইউএসএ), এস এম সারোয়ার হোসেন (সাপ্তাহিক প্রবাস), শওকত ওসমান রচি (সাপ্তাহিক আজকাল), পাপিয়া বেগম (সাপ্তাহিক প্রবাস), স্যামুয়েল স্টিফেন (সাপ্তাহিক প্রবাস) ও অভিজিত রায় (সাপ্তাহিক প্রবাস)। – প্রেস বিজ্ঞপ্তি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আপনার মন্তব্য লিখুন

About Author Information

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ২৮ ডিসেম্বর

প্রকাশের সময় : ১০:৩৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

নিউইয়র্ক: আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের নতুন প্রাথমিক সদস্যপদ পেয়েছেন ১৯ জন। বর্তমানে প্রেসক্লাবের প্রাথমিক সদস্য সংখ্যা ৫৭ জন। গত ৭ ডিসেম্বর প্রেসক্লাবের মূলতবী সভায় সর্বসম্মতিক্রমে নতুন সদস্যপদ প্রদান করা হয়। এছাড়া সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দীর্ঘ অনুপস্থিতির কারণে কার্যকরী পরিষদের সদস্য ফরিদ আলমের পরিবর্তে এটিএন বাংলা ইউএসএ’র প্রধান বার্তা প্রযোজক কানু দত্তকে কো-অপ্ট করা হয়। এছাড়া আগামী ২৮ অক্টোবর বুধবার সন্ধ্যা ৬টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে জরুরি সাধারণ সভার সিদ্ধান্ত গৃহীত হয়। জরুরি সাধারণ সভায় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য সুনির্দিষ্ট তিনটি এজেন্ডা নির্ধারণ করা হয়। এগুলো হচ্ছে, নির্বাচন কমিশন গঠন, ভোট গ্রহণের পদ্ধতি এবং নির্বাচন অনুষ্ঠানের আগ মুহূর্ত পর্যন্ত বর্তমান কমিটির মেয়াদ বৃদ্ধি। শুধুমাত্র সাধারণ সদস্যরা এই সাধারণ সভায় অংশগ্রহণ, এজেন্ডাভিত্তিক আলোচনা এবং মতামত দিতে পারবেন।
সাপ্তাহিক পরিচয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরী কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক দর্পণ কবীর। সভায় আরো উপস্থিত ছিলেন আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাঈদ, যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য লাবলু আনসার, সৈয়দ ওয়ালী-উল-আলম ও তাওহীদুল ইসলাম।
যারা নতুন সদস্যপদ পেলেন: রাশেদ আহমেদ ও মোহাম্মদ হোসেন দিপু (চ্যানেল আই), সোহেল রানা সুমন (সাপ্তাহিক বাঙালী), শাহাব উদ্দিন সাগর ও সামসুন্নাহার নিম্মি (প্রথম আলো), মিলা হোসেন, আবু বকর সিদ্দিক ও ফেরদৌসী সৈয়দা তাওহীদা (সাপ্তাহিক আজকাল), তপন চৌধুরী (সাপ্তাহিক জন্মভূমি), পপি চৌধুরী (নারী ম্যাগাজিন), শামীম আল-আমীন, রফিকুল ইসলাম মাতুব্বর রফিক ও শামসুন নাহার নূপুর (টিবিএন), সোহেল হোসেন (টাইমস২৪ডটনেট), মোহাম্মদ শহীদুল্লাহ (আইটিভি), রেজাউল করিম রাজু (আরটিভি). জাহেদ শরীফ (নোঙর টিভি), শামসুল আলম (জনতার কণ্ঠ) ও সালাহউদ্দিন মো. রাসেল (সাপ্তাহিক পরিচয়)। এছাড়া সহযোগী সদস্যপদ পেয়েছেন সুজন আহমেদ (মীম টিভি)।
যারা সদস্যপদ নবায়ন করেছেন নাজমুল আহসান (সাপ্তাহিক পরিচয়), মোহাম্মদ সাঈদ (সাপ্তাহিক প্রবাস), দর্পণ কবীর (এটিএন বাংলা ইউএসএ), শহীদুল ইসলাম (সাপ্তাহিক বাঙালী), রিজু মোহাম্মদ (বাংলা টিভি), লাবলু আনসার (সাপ্তাহিক ঠিকানা), সৈয়দ ওয়ালী আলম (সাপ্তাহিক প্রবাস), তাওহীদুল ইসলাম (ভয়েস অব আমেরিকা), কানু দত্ত (এটিএন বাংলা ইউএসএ), কাজী শামসুল হক (এখনসময় ডটকম), মীর-ই ওয়াজিদ শিবলী (বাংলা টিভি), আশরাফুল হাসান বুলবুল (আরটিভি), এফএম সেলিম হোসেন (ভয়েস অব আমেরিকা), মিজানুর রহমান (সাপ্তাহিক ঠিকানা), নিহার সিদ্দিকী (সাপ্তাহিক), আকবর হায়দার কিরণ (নিউইয়র্ক বাংলা ডটকম), ফারহানা চৌধুরী (এখনসময় ডটকম), মোহাম্মদ আবুল কাশেম (সাপ্তাহিক ঠিকানা), মোহাম্মদ আমজাদ হোসেন (বাংলা টিভি), সাজ্জাদ হোসাইন (বাংলা টিভি), শারমিন রেজা ইভা (বাংলা টিভি), টিপু আলম (ছাপ), মশিউর রহমান মজুমদার (খবর ডটকম), জাকারিয়া মাসুদ জিকো (সাপ্তাহিক আজকাল), শামীম আহমেদ (ভোরের কাগজ), মঞ্জুরুল হক (টিবিএন), বেলাল আহমেদ (জেমিনি), ইশতিয়াক আহমেদ বাবর (প্রবাসনিউজ ডটকম), আজিম উদ্দিন অভি (বাংলাভিশন), জাকির হোসেন জাহিদ (আইটিভি), মো. সামছুল আলম লিটন (সাপ্তাহিক আজকাল), শাহাদত হোসেন সবুজ (গাজী টিভি), ফজলে রাব্বী রাজিব (এনটিভি ইউএসএ), এস এম সারোয়ার হোসেন (সাপ্তাহিক প্রবাস), শওকত ওসমান রচি (সাপ্তাহিক আজকাল), পাপিয়া বেগম (সাপ্তাহিক প্রবাস), স্যামুয়েল স্টিফেন (সাপ্তাহিক প্রবাস) ও অভিজিত রায় (সাপ্তাহিক প্রবাস)। – প্রেস বিজ্ঞপ্তি।