অবৈধ অভিবাসন: নিউ ইয়র্কে বাংলা সাপ্তাহিকের সম্পাদক গ্রেপ্তার
- প্রকাশের সময় : ০১:৩৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০১৭
- / ৮৬৩ বার পঠিত
নিউইয়র্ক: অবৈধ অভিবাসনের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সাঈদ (৪৯) স্থানীয়ভাবে প্রকাশিত সাপ্তাহিক প্রবাসের সম্পাদক। তিনি সপরিবারে কুইন্সের ইস্ট এমহার্স্ট এলাকায় বসবাস করছিলেন। তাকে নিউজার্সির হাডসন কাউন্টি কারাগারে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে বলে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) নিউইয়র্ক ফিল্ড অফিসের জনসংযোগ কর্মকর্তা রাচায়েল ইয়ং জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বাংলাদেশের নাগরিক মোহাম্মদ সাঈদ যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করেছেন। অভিবাসনের আইন লঙ্ঘনের অভিযোগে ২৪ মে নিউইয়র্ক সিটির ফ্লাশিং এলাকা থেকে আইসিইর এজেন্টরা তাকে গ্রেপ্তার করে।”
তবে কখন তাকে অভিবাসন আদালতের সামনে হাজির করা হবে সেবিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। নারায়ণগঞ্জের সন্তান সাঈদ ২০ বছর ধরে নিউইয়র্কে আছেন। তিন বছর আগে ‘সাপ্তাহিক প্রবাস’ প্রকাশের আগে সাঈদ ‘সাপ্তাহিক আজকাল’ পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেন। (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)