আমার দেখানো পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম : শাকিব খান
																
								
							
                                - প্রকাশের সময় : ০৩:৪৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
 - / ১১৮ বার পঠিত
 
সর্বোচ্চ চেষ্টা করে যায় ভালো কাজ করার কথা উল্লেখ করে এ সময় শাকিব খান বলেন, ‘আমরা সকলে শিল্পী আমরা সব সময় সর্বোচ্চ চেষ্টা করে যায় ভালো কাজ করার। আমার তো সব সময় মনে হয় আমার দায়িত্বটা সব সময় বেশি।’
শাকিবের ভাষ্য, ‘বিশ্ব জয় করেছে শাহরুখ খান তার পেছনে রণবীরও সেই সুবিধা নিয়ে চলেছে। এটাই সিস্টেম এটাই আসলে হয়। আন্তর্জাতিক একটা পজিশন তৈরি করতে পারি, সেই পথে হাঁটবে পরবর্তী প্রজন্ম।’
তার কথায়, ‘আমার কাছে মনে হয় যে, আমাকে না হেরে জিততে হবে। নতুন কোনো পথ বের করতে হবে, যেই পথে চলবে আমার পেছনের সবাই। যেই পথে চলবে সিয়াম।’ এরপর বলেন, ‘আজকে যেই ছেলেটা ইন্ডাস্ট্রিতে নতুন এসেছে, যেই মেয়েটা নতুন এসেছে। তার পথচলাটাকে আমি আরও সহজ করে দিতে চাই।’
প্রসঙ্গত, সোহানুর রহমান সোহান পরিচালিত ‘অনন্ত ভালবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। তিনি সুপারস্টার, কিং খান ও ঢালিউড কিং হিসাবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। সূত্র : ঢাকা পোস্ট।
																			




















