নিউইয়র্ক ০৬:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রহস্যময় লুকে অপূর্ব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ২১ বার পঠিত

টালিউডে ‘চালচিত্র’ নামে একটি সিনেমা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন অপূর্ব। দেশের দর্শকরা এ রকম লুকে তাকে আর কখনও দেখেনি। তাই পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখ, ডান চোখের ওপর থেঁতলানো, মুখে দাঁত কেলানো রহস্যময় হাসিÑ এমনই দুর্ধর্ষ লুকে ধরা দিলেন নাটকের অপূর্ব। ওপার বাংলায় নিজের প্রথম ছবিতেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করায় দেশের দর্শকরাও ছবিটি নিয়ে অনেক আশাবাদী।

সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজ থেকে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ পোস্টারটি অপূর্ব নিজেও তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

কলকাতায় নিজের প্রথম ছবি ‘চালচিত্র’ নিয়ে কিছুদিন আগে অপূর্ব বলেছিলেন, ‘চিত্রনাট্য ও গল্পে মুগ্ধ হয়ে ছবিটি করতে রাজি হয়েছি। ভিন্ন ধাঁচের এই গল্প এতই চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

‘চালচিত্র’ ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার প্রীতম ডি গুপ্ত। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণসহ অনেকে অভিনয় করেছেন। আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রহস্যময় লুকে অপূর্ব

প্রকাশের সময় : ০৩:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

টালিউডে ‘চালচিত্র’ নামে একটি সিনেমা করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মুক্তির অপেক্ষায় থাকা সেই সিনেমার ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে এসেছে। সেখানে ভিন্ন এক লুকে হাজির হয়েছেন অপূর্ব। দেশের দর্শকরা এ রকম লুকে তাকে আর কখনও দেখেনি। তাই পোস্টার প্রকাশের পর থেকেই প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।

খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখ, ডান চোখের ওপর থেঁতলানো, মুখে দাঁত কেলানো রহস্যময় হাসিÑ এমনই দুর্ধর্ষ লুকে ধরা দিলেন নাটকের অপূর্ব। ওপার বাংলায় নিজের প্রথম ছবিতেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করায় দেশের দর্শকরাও ছবিটি নিয়ে অনেক আশাবাদী।

সকালে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশনের পেজ থেকে পোস্টারটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ পোস্টারটি অপূর্ব নিজেও তার সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

কলকাতায় নিজের প্রথম ছবি ‘চালচিত্র’ নিয়ে কিছুদিন আগে অপূর্ব বলেছিলেন, ‘চিত্রনাট্য ও গল্পে মুগ্ধ হয়ে ছবিটি করতে রাজি হয়েছি। ভিন্ন ধাঁচের এই গল্প এতই চমৎকার যে লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুবই খুশি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি।’

‘চালচিত্র’ ছবিটি পরিচালনা করেছেন ওপার বাংলার প্রীতম ডি গুপ্ত। এতে টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণসহ অনেকে অভিনয় করেছেন। আসন্ন বড়দিন উপলক্ষে অর্থাৎ ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : প্রতিদিনের বাংলাদেশ।