টলিউডে তানজিন তিশা
- প্রকাশের সময় : ০৫:১৬:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৫ বার পঠিত
গত বছর বিতর্ক দিয়ে শেষ হলেও নতুন বছরের শুরুটা বেশ ভালোভাবে হচ্ছে ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশার। এবার টলিউডের সিনেমায় দেখা যাবে তাকে। এ খবর তিনি নিজেই জানিয়েছেন।
এ প্রসঙ্গে গণমাধ্যমকে তিশা বলেন, ‘কয়েক বছর ধরেই আমি টালিগঞ্জের বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতার কাছ থেকে প্রস্তাব পাচ্ছিলাম। তবে ব্যাটে-বলে মেলেনি। কখনো শিডিউল নিয়ে জটিলতা হয়েছে আবার কখনো গল্প বা নির্মাতা পছন্দ হয়নি। তবে এবার সবকিছু চূড়ান্ত হয়েছে। আমিও ‘হ্যাঁ’ করেছি। নির্মাতা কে, আমার সঙ্গে কে অভিনয় করবেন, সেটা এখনই বলছি না। এটুকু বলতে পারি, এ বছরই পশ্চিমবঙ্গের ছবিতে আমাকে দেখতে পাবেন দর্শক।’
কয়েক বছর ধরেই শোনা যাচ্ছিল, কলকাতার সিনেমায় যুক্ত হচ্ছেন তিশা। বেশ কয়েকবার কলকাতায় যাওয়া-আসায় এ গুঞ্জন ছড়িয়েছিল। তবে এতে তার অনুরাগীরা বেশ খুশি হয়েছিলেন। তিশার স্বীকারোক্তি যেন তা আরো বাড়িয়ে দিল। সূত্র : প্রতিদিনের সংবাদ।