নিউইয়র্ক ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পদাতিক-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করলেন সৃজিত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৫ বার পঠিত

মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল।

তবে এই সিনেমার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের। জানা গেছে, সিনেমাটির মাধ্যমে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে।

প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা।

প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷ সূত্র : বাংলাদেশ জার্নাল।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পদাতিক-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করলেন সৃজিত

প্রকাশের সময় : ০৪:২১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

মৃণাল সেনের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তি পেতে চলেছে পদাতিক। কালজয়ী পরিচালককে শ্রদ্ধার্ঘ্য জানাতে ছবিটি বানিয়েছেন সৃজিত। চলচ্চিত্রটিতে মৃণালের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। আর এ ছবিতে সত্যজিতের চরিত্রে থাকছেন জিতু কমল।

তবে এই সিনেমার চেয়ে বেশি আলোচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের। জানা গেছে, সিনেমাটির মাধ্যমে অভিনব চমক নিয়ে আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। নিজের পরের সিনেমা পদাতিক-এ ব্যবহার করতে চলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি, তা-ও আবার ডাবিংয়ের কাজে।

প্রথাগত ডাবিং না করে পদাতিকে সৃজিত ব্যবহার করছেন এআই টুল। ওই টুলে সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। কয়েকদিন আগেই সংগীত পরিচালক এআর রহমান রজনীকান্তের সিনেমায় ব্যবহার করেছিলেন প্রয়াত গায়ক বাম্বা ব্যাঙ্ক্যা এবং শাহুল হামিদের কণ্ঠ। এবার সত্যজিতের গলা ফিরিয়ে আনার উদ্যোগ নিলেন সৃজিত।

ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে পদাতিক সিনেমার একটি ক্লিপিংস। এতে দেখা যায়, মৃণাল সেনরূপী চঞ্চল চৌধুরী ও সত্যজিৎ রায়রূপী জিতু কমল কথোপকথনে ব্যস্ত। একটি বিশেষ ছবির বিষয় আলোচনা করছেন তারা।

প্রসঙ্গত, পদাতিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করবেন মনামী ঘোষ। পরিচালকের ছেলে কুণাল সেনের চরিত্রে দেখা যাবে সম্রাট চক্রবর্তীকে। এছাড়াও যুবক মৃণালের চরিত্রে দেখা যাবে কোরক সামন্তকে ৷ সূত্র : বাংলাদেশ জার্নাল।