নতুন প্রজন্মের জন্য বিশেষ বার্তা শাহরুখের
- প্রকাশের সময় : ০৩:০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
- / ১০৭ বার পঠিত
ভারতের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে বিশেষ অঙ্গীকার নিলেন বলিউড বাদশা শাহরুখ খান। এই দিন সোশ্যাল মিডিয়ায় একটি ছবিতে দেখা যায়, ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে সালাম জানাচ্ছেন তিনি। পরনে তার সাদা শার্ট ও চোখে কালো রোদ চশমা। এই ছবির সঙ্গেই নতুন প্রজন্মের কথা ভেবে বিশেষ বার্তা দিয়েছেন শাহরুখ। সাধারণতন্ত্র দিবসে শাহরুখের এই পোস্ট মুহূর্তে ভাইরাল।
বলি তারকা লিখেছেন, ‘এই সাধারণতন্ত্র দিবসে, চলুন সকলে একটা প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। চলুন, সকলে মিলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে রাখি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!’
অনুরাগীরা এই বার্তার জন্য শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখকে। তিনি ছাড়াও সাধারণতন্ত্র দিবসে বিশেষ বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা, আলিয়া ভট্ট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কইফ, জাহ্নবী কপূর, কর্ণ জোহর, সিদ্ধার্থ মলহোত্র, ভিকি কৌশল, পরিণীতি চোপড়া, অজয় দেবগম, কিয়ারা আডবাণী, অর্জুন কপূর-সহ আরও অনেকে। সূত্র : সাম্প্রতিক দেশকাল।





















