স্বামীর বিরুদ্ধে অক্ষমতার অভিযোগ শাহরুখের নায়িকা মাহিরার
- প্রকাশের সময় : ০৬:২২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ৮০ বার পঠিত
বিয়ের এক বছরের মাথায় স্বামীর বিরুদ্ধে অক্ষমতার অভিযোগ আনলেন শাহরুখ খানের ‘রইস’ ছবির নায়িকা মাহিরা খান। জানালেন ভালোবাসতে অক্ষম তার স্বামী। রয়েছে আবেগ অনুভূতির অভাব। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। নতুন সংসারে খুব একটা সুখে নেই মাহিরা। পরিষ্কার কিছু না বললেও, স্বামী সেলিমের নামে একগাদা অভিযোগ এনেছেন তিনি।
এক সাক্ষাৎকারে বলেন, সেলিম খুব অদ্ভুত মানুষ। যতদিন যাচ্ছে, ততই পরিষ্কার হচ্ছে। ওর মধ্যে কোনও আবেগ নেই। ভালোবাসতে পারে না। আমার কোনও কিছুর সঙ্গেই সেলিমের মিল নেই। খুবই বিরক্ত লাগে।
এরপর বলেন, আমরা খুবই আলাদা। তবে হ্যাঁ, হয়তো আমারও কিছু জিনিস সেলিমের খারাপ লাগতে পারে, কিন্তু ওর কোনও অভিযোগ আমাকে নিয়েই নেই। যা আছে সব আমার।
আতিফ আসলমের সঙ্গে ‘বোল’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাহিরার। প্রথম সিনেমা-ই তাকে এনে দিয়েছিল রাজ্যের জনপ্রিয়তা। এরপর ২০১৭ সালে কিং খানের সঙ্গে জুটি বাঁধেন তিনি। সে ছবিতেও পান সফলতা।
গত বছরের ২ অক্টোবর পাকিস্তানি ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মাহিরা। তবে এটি তার প্রথম বিয়ে না। এর আগে পাকস্তানি অভিনেতা ও প্রযোজক আলি আসকারিকে বিয়ে করেছিলেন তিনি। সূত্র : ঢাকা মেইল।