ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে সামিরা মাহির নাটক

- প্রকাশের সময় : ০৫:৩৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১০৩ বার পঠিত
পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দী হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। এবার ফের জাত চেনালেন। ইউটিউবে ট্রেন্ডিংয়ে শীর্ষে রয়েছে মাহির সদ্য মুক্তি পাওয়া নাটক ‘বিয়ে করবো সিলেট’।
এতে বেশ আনন্দিত মাহি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘যে কোনো স্বীকৃতিই আনন্দের। বেশ বিরতির পর আমার কোনো নাটক ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে এলো; যা আমাকে অন্যরকম ভালো লাগায় ভরিয়ে দিয়েছে। শুধু এ নাটকটিই নয়, চলতি মাসে আরও কয়েকটি নাটক প্রচার হয়েছে। এ কাজগুলো থেকেই দর্শক সাড়া পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘আমার জন্ম সিলেটে। এ কারণে সিলেটি ভাষার নাটকে সবসময় দর্শক আমাকে দেখতে চান। নাটকটির যখন শুটিং চলছিল, তখন মনে হয়েছিল ভালো কিছু একটা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’ ‘বিয়ে করবো সিলেট’ নাটকটি ইউটিউবে প্রকাশ পেয়েছে ৭ ফেব্রুয়ারি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নাটকটির দর্শক সংখ্যা ৫৭ লাখ ৬৭ হাজার ৩ শ ৬২। ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে আছে নাটকটি। মহিন খানের পরিচালনায় এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। সূত্র : ঢাকা মেইল।