নিউইয়র্ক ০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

অস্কারে মনোনয়ন পাওয়া ছবিতে যুক্ত হলেন প্রিয়াঙ্কা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৬০ বার পঠিত

মাস খানেক আগে ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেই তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পাঁচটি চিত্র জায়গা করে নেয়। যার একটি ‘টু কিল আ টাইগার’। এই প্রামাণ্যচিত্রেই এবার যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া! শুনে কিছুটা অবাক হতে পারেন। যে ছবি নির্মিত হয়ে গেছে, অস্কারে পর্যন্ত মনোনয়ন পেয়ে গেলো, সেটাতে এখন কীভাবে যুক্ত হলেন প্রিয়াঙ্কা? উত্তর হলো, অভিনয়ে নয়, বরং চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস থেকে জানা গেলো, ‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খণ্ডের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সী কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায় বিচারের জন্য লড়াই করেন বাবা।

প্রামাণ্যচিত্রটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইনস্টাগ্রামের এক পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। সেই সঙ্গে এ-ও ঘোষণা করছি যে, এই চিত্রটি বিশ্বজুড়ে পরিবেশনা করবে নেটফ্লিক্স। ২০২২ সালে যখন আমি এই ছবি প্রথমবার দেখেছিলাম, তখনই এটি পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায় বিচার পেতে আইনি ব্যবস্থার সঙ্গে তার বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম।”

এই ছবির সঙ্গে একটি ব্যক্তিগত অনুভূতিও আছে প্রিয়াঙ্কার। তিনি বললেন, ‘এই অনবদ্য ছবি আমাকে নানভাবে স্পর্শ করেছে, তবে ব্যক্তিগতভাবে, আমি নিজেও ঝাড়খণ্ডে জন্মেছিলাম এবং এমন এক বাবার ঘরে বড় হয়েছি, যিনি চিরকালই একজন বিজয়ী। ফলে ছবিটি দেখে আমার হৃদয় চুরমার হয়ে গেছে। দর্শককে ছবিটি দেখানোর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

গেলো বছরের অক্টোবরে নিউ ইয়র্কে মুক্তি পেয়েছিল ‘টু কিল আ টাইগার’। এটি নির্মাণ করেছেন নিশা পাহুজা। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি, শিবানী রাওয়াত, আনিতা ভাটিয়া প্রমুখ। সূত্র : বাংলা ট্রিবিউন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

অস্কারে মনোনয়ন পাওয়া ছবিতে যুক্ত হলেন প্রিয়াঙ্কা

প্রকাশের সময় : ০১:০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪

মাস খানেক আগে ৯৬তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচারস আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেই তালিকায় সেরা প্রামাণ্যচিত্র বিভাগে পাঁচটি চিত্র জায়গা করে নেয়। যার একটি ‘টু কিল আ টাইগার’। এই প্রামাণ্যচিত্রেই এবার যুক্ত হলেন প্রিয়াঙ্কা চোপড়া! শুনে কিছুটা অবাক হতে পারেন। যে ছবি নির্মিত হয়ে গেছে, অস্কারে পর্যন্ত মনোনয়ন পেয়ে গেলো, সেটাতে এখন কীভাবে যুক্ত হলেন প্রিয়াঙ্কা? উত্তর হলো, অভিনয়ে নয়, বরং চিত্রটির নির্বাহী প্রযোজক হিসেবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস থেকে জানা গেলো, ‘টু কিল আ টাইগার’ মূলত ভারতের ঝাড়খণ্ডের রঞ্জিত নামের এক কৃষকের গল্প। ২০১৭ সালে তার ১৩ বছর বয়সী কন্যা কিরণ গণধর্ষণের শিকার হয়। সেই ঘটনা থেকে বেঁচে ফেরা কন্যার ন্যায় বিচারের জন্য লড়াই করেন বাবা।

প্রামাণ্যচিত্রটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ইনস্টাগ্রামের এক পোস্টে প্রিয়াঙ্কা চোপড়া বলেছেন, “অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে মনোনয়ন পাওয়া ‘টু কিল আ টাইগার’ টিমে যোগ দিতে পেরে আমি গর্বিত। সেই সঙ্গে এ-ও ঘোষণা করছি যে, এই চিত্রটি বিশ্বজুড়ে পরিবেশনা করবে নেটফ্লিক্স। ২০২২ সালে যখন আমি এই ছবি প্রথমবার দেখেছিলাম, তখনই এটি পছন্দ হয়েছিল। কন্যার জন্য ন্যায় বিচার পেতে আইনি ব্যবস্থার সঙ্গে তার বাবার বীরত্বপূর্ণ লড়াই দেখে মুগ্ধ হয়েছিলাম।”

এই ছবির সঙ্গে একটি ব্যক্তিগত অনুভূতিও আছে প্রিয়াঙ্কার। তিনি বললেন, ‘এই অনবদ্য ছবি আমাকে নানভাবে স্পর্শ করেছে, তবে ব্যক্তিগতভাবে, আমি নিজেও ঝাড়খণ্ডে জন্মেছিলাম এবং এমন এক বাবার ঘরে বড় হয়েছি, যিনি চিরকালই একজন বিজয়ী। ফলে ছবিটি দেখে আমার হৃদয় চুরমার হয়ে গেছে। দর্শককে ছবিটি দেখানোর অপেক্ষা সহ্য হচ্ছে না।’

গেলো বছরের অক্টোবরে নিউ ইয়র্কে মুক্তি পেয়েছিল ‘টু কিল আ টাইগার’। এটি নির্মাণ করেছেন নিশা পাহুজা। ছবিটির নির্বাহী প্রযোজক হিসেবে আরও আছেন রুপি কৌর, অতুল গাওয়ান্দে, অ্যান্ডি কোহেন, আনিতা লি, শিবানী রাওয়াত, আনিতা ভাটিয়া প্রমুখ। সূত্র : বাংলা ট্রিবিউন।