অকথ্য ভাষায় গালি দিয়ে কার ওপর ক্ষোভ ঝাড়লেন পরীমণি?
- প্রকাশের সময় : ০২:০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২৬ বার পঠিত
এবার মেজাজ হারালেন পরীমণি। রাগ ধরে রাখতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অকথ্য ভাষায় গালি দিয়ে ক্ষোভ উগড়ে দিলেন তিনি। তবে ঠিক কার ওপর ক্ষোভ ঝাড়লেন সেটি ঠিক বোঝা যায়নি। অবশ্য দেশের মিডিয়া পাড়ার কোনো একজনের নিন্দনীয় কর্মকাণ্ডে তিনি চটেছেন বলে কিছুটা আন্দাজ করা গেছে।
রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যে ঘেরা একটি স্ট্যাটাস দেন পরীমণি। ওই স্ট্যাটাসে অকথ্য ভাষায় গালি দিয়ে পরী লিখেছেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক… (অপ্রকাশ যোগ্য)। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিলো। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’
পরিমণীর রহস্যে ঘেরা এই স্ট্যাটাস দেখে কী হয়েছে, তা কমেন্টে জানতে চান ভক্তরা। কিন্তু এই বিষয়ে কোনো জবাব দেননি পরিমণী। কাকে উদ্দেশ্য করে হঠাৎ তার এমন পোস্ট, সেই রহস্য এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।
এদিকে, পরিমণীর কমেন্টে দেশের জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী কমেন্ট করলে বোঝা যায় বিষয়টি তিনি জানেন। সেখানে চয়নিকা লেখেন, খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা না কি? পরীমণি কী আর বলব! সব শুনে আমি স্তম্ভিত। সূত্র : ঢাকা পোষ্ট।