বিজ্ঞাপন :
গুঞ্জনের পর মুশফিক-তিশার ভালোবাসার নাটক
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০১:৩৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৩৩ বার পঠিত
মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেম করছেন তানজিন তিশা- ক’দিন আগে এমন গুঞ্জন চর্চিত ছিল শোবিজ পাড়ায়। যদিও এসব নিয়ে উভয় পক্ষ থেকে তেমন কোনো বার্তা আসেনি। মাঝে অনেকেই কিছুই ঘটেছে। অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হতে হয়েছিল তানজিন তিশাকে। এ সময়ে দু’জনকে একসঙ্গে কোনো কাজে দেখা যায়নি।
ভালোবাসা দিবস উপলক্ষে এই জুটি আবার এক হলেন। তাদেরকে জুটি করে ‘সেই তুমি’ নামের বিশেষ নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। অবয়ব সিদ্দিকীর চিত্রনাট্যে এতে দেখা যাবে প্রেম হতে হতে বিচ্ছেদে গড়ানো আর বহুদিন পর আবার তাদের দেখা হওয়ার এক নস্টালজিক গল্প।
নির্মাতা জানান, এই ভালোবাসা দিবসের অন্যতম জটিল প্রেমের গল্প হতে যাচ্ছে এটি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ‘সেই তুমি’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে। সূত্র : সমকাল।


























