মেহজাবীন প্রথমবার বড় পর্দায়

- প্রকাশের সময় : ০৬:০৩:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬১ বার পঠিত
বিনোদন ডেস্ক : অবশেষে বড় পর্দায় নাম লিখিয়েছেন মেহজাবীন চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তথ্যটি দিয়েছেন অভিনেত্রী নিজেই।
সিনেমায় অভিষেকের খবর জানাতে মেহজাবীন বেছে নিয়েছেন ২১ ফেব্রুয়ারির দিনটি। তার কাছে এদিন আরো একটি কারণে বিশেষ। ১৪ বছর আগের এদিনে টিভি নাটকে অভিষেক হয়েছিল তার। তাই নাটকে অভিষেকের দিন সিনেমায় অভিষেকের খবর দিলেন ছোটপর্দার এ সুপারস্টার।
মেহজাবীনের সিনেমাটির নাম ‘সাবা’। ছবিটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। বুধবার নিজের ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেন তিনি।
সঙ্গে লিখেছেন, ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এদিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।
সুখবর জানিয়ে মেহজাবীন লিখেছেন বিস্তারিত। অভিনেত্রীর কথায়, ২০২৩ সালের শুরুতেই তারা এই চলচ্চিত্রের কাজ সম্পন্ন করেন।
‘সাবা’র প্রকাশিত পোস্টারে কেবল মেহজাবীনকেই দেখা গেছে। এই সিনেমায় আরো অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনোয়ার। সিনেমাটি মুক্তির বিষয়ে পরিচালক মাকসুদ হোসেন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বছর শেষে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। সূত্র : প্রতিদিনের সংবাদ
হককথা/নাছরিন