বনভোজনে নিপুণের ঘোষণা: জায়েদ খানের সদস্যপদ বাতিল
- প্রকাশের সময় : ০২:৩৬:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ৩৭ বার পঠিত
জায়েদ খান এখন বেশ ফুরফুরে মেজাজে আছেন। যাই করছেন, হচ্ছেন ভাইরাল। এরমধ্যে ঘোষণা দিলেন ঈদে শাকিব খানের সঙ্গে লড়াইয়ের! বহুদিন পর মুক্তি দিচ্ছেন সিনেমা ‘সোনার চর’। এমন সুসময়ের ভেতরে অনেকটা আকাশ ভেঙে পড়ার অবস্থা। কারণ, চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে নাম কাটা পড়েছে আলোচিত এই নেতার।
খবরটি নিশ্চিত হওয়া গেলো, শনিবার (২ মার্চ) ঢাকার অদূরে আশুলিয়ার একটি শুটিং হাউজে অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বার্ষিক বনভোজন থেকে। সেখানে জায়েদ খানের সদস্যপদ বাতিলের খবরটি জানিয়েছেন চলচ্চিত্র পরিষদ নেতা খোরশেদ আলম খসরু।
শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচনে এবার তিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন। খসরু জানান, ‘আজকের বনভোজনের শুরুতে শিল্পী সমিতির দ্বি-সাধারণ সভায় সাধারণ সম্পাদক নিপুণের প্রতিবেদনের মাধ্যমে জায়েদ খানের সদস্যপদ খারিজ করার বিষয়টি জানানো হলো।’
নিপুণের ঘোষণাপত্রে জানানো হয়, জায়েদ খান ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সাধারণ সম্পাদকের নামে মিথ্যা, মনগড়া, কুরুচিপূর্ণ কল্পকাহিনি সাংবাদিক সম্মেলন, ইউটিউব, ফেসবুক ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করায় গত ০২/০৪/২০২৩ তারিখের সভায় সর্বসম্মতিক্রমে তার সদস্যপদ বাতিল করা হয়েছে। এদিকে বনভোজনে তিনবার নির্বাচিত সাধারণ সম্পাদক হয়েও দাওয়াত না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন জায়েদ খান।
তিনি বলেন,‘আমি তিন তিনবার এই সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। অথচ পিকনিকে আমাকে কোনও কার্ড পাঠানো হয়নি। কেউ ফোন দিয়েও এই বিষয়ে বলেনি। বিষয়টি সংকীর্ণ মানসিকতার পরিচয় দিয়েছে বর্তমান কমিটি।’ তবে তার সদস্যপদ বাতিল বিষয়ে কোনও মন্তব্য করেননি।
বলা দরকার, সমিতির এই সিদ্ধান্তের মাধ্যমে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া তো দূরের কথা, জায়েদ খান হারালেন ভোটাধিকারও। সূত্র : বাংলা ট্রিবিউন।