নিউইয়র্ক ০৯:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

চলচ্চিত্রে আসছেন মান্নাপুত্র সিয়াম

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ৩৭ বার পঠিত

চলচ্চিত্রে আসছেন প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। দর্শকদের সামনে নায়ক হয়েই হাজির হবেন তিনি। মান্নাভক্তরাও এতদিন ধরে চলচ্চিত্রের পর্দায় সিয়ামকে দেখতে চাইছিলেন। এতদিন ইচ্ছা থাকলে সেই চাওয়ায় সাড়া দিতে পারেননি সিয়াম। কারণ তিনি ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সিয়াম বলেন, অনেকদিন ধরেই সিনেমাপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করবো।

আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, এখনো নিজেকে তৈরি করছি। এখনই সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাই না। তবে চলতি বছরেই দর্শকরা সব কিছু জানতে পারবেন। উল্লেখ্য, সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই তার আগ্রহটা বেশি। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সূত্র : মানবজমিন

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

চলচ্চিত্রে আসছেন মান্নাপুত্র সিয়াম

প্রকাশের সময় : ০২:২২:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

চলচ্চিত্রে আসছেন প্রয়াত সুপারস্টার মান্নার একমাত্র সন্তান সিয়াম ইলতিমাস। দর্শকদের সামনে নায়ক হয়েই হাজির হবেন তিনি। মান্নাভক্তরাও এতদিন ধরে চলচ্চিত্রের পর্দায় সিয়ামকে দেখতে চাইছিলেন। এতদিন ইচ্ছা থাকলে সেই চাওয়ায় সাড়া দিতে পারেননি সিয়াম। কারণ তিনি ব্যস্ত ছিলেন পড়াশোনা নিয়ে। তবে এবার পড়াশোনা শেষ হতেই দেশে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। এ প্রসঙ্গে সিয়াম বলেন, অনেকদিন ধরেই সিনেমাপ্রেমীরা আমাকে নায়ক হওয়ার জন্য নানাভাবে অনুরোধ করে আসছিলেন। তাদের জন্যই চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছি। বাবা দেশের নাম্বার ওয়ান তারকা ছিলেন। তার ছেলে হিসেবে আমিও নাম্বার ওয়ান হয়েই চলচ্চিত্রে কাজ করবো।

আমি পড়াশোনার পাশাপাশি অভিনয়টাও শিখেছি। নিজের অভিনয়ের স্কিলটা বেশ ভালোভাবেই রপ্ত করেছি। সিনেমায় অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, এখনো নিজেকে তৈরি করছি। এখনই সিনেমার নাম ও নির্মাতার নাম বলতে চাই না। তবে চলতি বছরেই দর্শকরা সব কিছু জানতে পারবেন। উল্লেখ্য, সিয়াম সিনেমা নির্মাণ নিয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রে। তাই নির্মাণের দিকেই তার আগ্রহটা বেশি। তবে ভক্তদের ইচ্ছার কথা চিন্তা করে অভিনয় জীবনে প্রবেশ করতে চলেছেন তিনি। সূত্র : মানবজমিন