নিউইয়র্ক ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সবখানেই জয়ার জয়জয়কার

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০১:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
  • / ৫৯ বার পঠিত

জয়া আহসান ঘিরে বিনোদন পাতায় কোন খবর থাকবে না, এটা হতেই পারে না! যেন জয়াময় সোশ্যাল মিডিয়া। দেশের প্রথম সারির তারকার মধ্যে প্রথমেই উঠে আসে জয়ার নাম। দুই বাংলার সিনেমায় তার সুনাম তুঙ্গে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি ফ্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সেই নিয়ে বর্তমানে লাইমলাইটে জয় আহসান। সিনেমার পাশাপাশি পশু অধিকার-সামাজিক বিষয় নিয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নায়িকা। বিভিন্ন সময় দেন সচেতনতামূলক বিবৃতিও।

এপার বাংলা ওপার বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত। টেকসই উন্নয়ন লক্ষ্যে লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়েও কাজ করছেন জয়া।

রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে জয়ার দেখা
এবার ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর আগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’

১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। চার দিনের সফর শেষে তিনি ঢাকা ছেড়েছেন। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সবখানেই জয়ার জয়জয়কার

প্রকাশের সময় : ০১:১৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪

জয়া আহসান ঘিরে বিনোদন পাতায় কোন খবর থাকবে না, এটা হতেই পারে না! যেন জয়াময় সোশ্যাল মিডিয়া। দেশের প্রথম সারির তারকার মধ্যে প্রথমেই উঠে আসে জয়ার নাম। দুই বাংলার সিনেমায় তার সুনাম তুঙ্গে। সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তির পর ওটিটি ফ্ল্যাটফর্ম চরকিতেও মুক্তি পেয়েছে জয়া অভিনীত সিনেমা ‘পেয়ারার সুবাস’। সেই নিয়ে বর্তমানে লাইমলাইটে জয় আহসান। সিনেমার পাশাপাশি পশু অধিকার-সামাজিক বিষয় নিয়েও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন নায়িকা। বিভিন্ন সময় দেন সচেতনতামূলক বিবৃতিও।

এপার বাংলা ওপার বাংলার তুমুল জনপ্রিয় এই অভিনেত্রী জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত। টেকসই উন্নয়ন লক্ষ্যে লিঙ্গ সমতা, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ নিয়েও কাজ করছেন জয়া।

রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে জয়ার দেখা
এবার ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়ার সঙ্গে দেখা করেছেন জয়া আহসান। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে তাদের সাক্ষাতের বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। এর আগে ইউএনডিপির শুভেচ্ছাদূত নির্বাচিত হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জয়া আহসান।

ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ইউএনডিপি শুভেচ্ছা দূত হিসেবে সম্প্রতি বাংলাদেশে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। সংস্থার বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে তার সঙ্গে আমার দেখা হয়। এ সময় এসডিজি অর্জনে একসঙ্গে কীভাবে কাজ করা যায়, সেই বিষয়ে সংক্ষেপে আলোচনা হয়।’

১৮ মার্চ বাংলাদেশ সফরে আসেন সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া। চার দিনের সফর শেষে তিনি ঢাকা ছেড়েছেন। সূত্র : একাত্তর টিভি।