নিউইয়র্ক ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

‘গৃহপরিচারিকা নির্যাতন’: এবার পরীমনির বিরুদ্ধে মামলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৩৭ বার পঠিত

এবার গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে । মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহপরিচারিকা পিংকি আক্তার মামলা করেন।

মামলায় পরীমনির সাথে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান এ তথ্য জানান।

মামলায় বলা হয়, কাদের এজেন্সি নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের মার্চে পিংকি আক্তার পরীমনির বাসায় গৃহপরিচারিকা হিসেবে চাকরি শুরু করেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে তাকে বাসায় নিয়োগ দেয়া হয়। তবে তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। পাশাপাশি তিনি বাসার রান্নার কাজও করতেন।

মামলায় লেখা হয়, গত ২ এপ্রিল দুপুর ১ টার দিকে পরীমনি তার মেকআপ রুমে গিয়ে মাদক গ্রহণ করেন। পরে বাচ্চার রুমে এসে পিংকি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমনি বলে “তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।” পিংকি জবাবে বলেন, “বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।”

মামলার ভাষ্য অনুয়ায়ী, এসময় পরীমনি ক্ষিপ্ত হয়ে তার মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে তাকে আহত করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার সময় সৌরভও সেখানে উপস্থিত ছিলেন।

সৌরভ পিংকিকে নির্যাতনের জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন। পরে ভুক্তভোগী ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পিংকি আক্তার নেত্রকোণা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে পরীমনির কোনো বক্তব্য জানতে পারেনি সাম্প্রতিক দেশকাল। তবে পিংকি যখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পর এই চিত্রনায়িকা ফেসবুক লাইভে এসে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সেদিন তিনি তার সাবেক গৃহপরিচারিকাকে ‘কারও গুপ্তচর’ বলে মন্তব্য করেন। এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীদেরও এক হাত নেন পরীমনি। সূত্র : সাম্প্রতিক দেশকাল।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

‘গৃহপরিচারিকা নির্যাতন’: এবার পরীমনির বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৫:৩৫:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

এবার গৃহপরিচারিকাকে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে আলোচিত চিত্রনায়িকা শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির বিরুদ্ধে । মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে ভুক্তভোগী গৃহপরিচারিকা পিংকি আক্তার মামলা করেন।

মামলায় পরীমনির সাথে একই ফ্ল্যাটে বসবাসরত সৌরভ নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে করে আগামী ৮ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী নাসিদুস জামান নিশান এ তথ্য জানান।

মামলায় বলা হয়, কাদের এজেন্সি নামের এক প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪ সালের মার্চে পিংকি আক্তার পরীমনির বাসায় গৃহপরিচারিকা হিসেবে চাকরি শুরু করেন। একটি বাচ্চাকে দেখাশোনার দায়িত্ব নেওয়ার কথা বলে তাকে বাসায় নিয়োগ দেয়া হয়। তবে তাকে দুটি বাচ্চার দায়িত্ব পালন করতে হতো। পাশাপাশি তিনি বাসার রান্নার কাজও করতেন।

মামলায় লেখা হয়, গত ২ এপ্রিল দুপুর ১ টার দিকে পরীমনি তার মেকআপ রুমে গিয়ে মাদক গ্রহণ করেন। পরে বাচ্চার রুমে এসে পিংকি আক্তারকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজ কেন করছেন জানতে চাইলে পরীমনি বলে “তুই আমার বাচ্চার জন্য দুধ কেন তৈরি করছিস, এখন ওকে সলিড খাবার দিবি।” পিংকি জবাবে বলেন, “বাচ্চার খাওয়ার রুটিন অনুসারে এখন দুধ খাওয়ানোর কথা, তাই আমি দুধ তৈরি করেছি।”

মামলার ভাষ্য অনুয়ায়ী, এসময় পরীমনি ক্ষিপ্ত হয়ে তার মাথায়, মুখে ও চোখে এলোপাতাড়ি চড়-থাপ্পর মেরে তাকে আহত করেন। একপর্যায়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ঘটনার সময় সৌরভও সেখানে উপস্থিত ছিলেন।

সৌরভ পিংকিকে নির্যাতনের জন্য পরীমনিকে উৎসাহিত করতে থাকেন। পরে ভুক্তভোগী ৯৯৯ এ কল করে পুলিশের সহায়তায় ঘটনাস্থল ত্যাগ করেন। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। পিংকি আক্তার নেত্রকোণা জেলা সদরের মৌগাতী ইউনিয়নের ফাদুলিয়া গ্রামের বাসিন্দা।

তাৎক্ষণিকভাবে পরীমনির কোনো বক্তব্য জানতে পারেনি সাম্প্রতিক দেশকাল। তবে পিংকি যখন বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করার পর এই চিত্রনায়িকা ফেসবুক লাইভে এসে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন। সেদিন তিনি তার সাবেক গৃহপরিচারিকাকে ‘কারও গুপ্তচর’ বলে মন্তব্য করেন। এই অভিযোগের বিষয়ে তার বক্তব্য ছাড়াই সংবাদ প্রকাশ করায় সংবাদকর্মীদেরও এক হাত নেন পরীমনি। সূত্র : সাম্প্রতিক দেশকাল।