মারা গেছেন ইনফ্লুয়েন্সার তনির স্বামী
- প্রকাশের সময় : ০১:৪৮:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ৬২ বার পঠিত
নানা সময়ে আলোচিত-সমালোচিত নারী উদ্যোক্তা ও ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন মারা গেছেন। বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন তিনি। হঠাৎ করেই অসুস্থ হয়ে পরায় দেশীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় ব্যাংকক নিয়ে যাওয়া হয়। সেখানে নিবির পর্যবেক্ষণে ছিলেন তিনি।
বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে ফেসবুকে স্বামীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তনি নিজেই। পোস্টে তিনি লিখেছেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩.০৩ মিনিটে আমাকে সারাজীবনের মত একা করে চলে গেছে।’
প্রথম স্বামীর সঙ্গে কোনভাবেই মানিয়ে নিতে পারছিলেন না তনি। শেষ অব্দি বিচ্ছেদের পথে হাঁটেন। পরবর্তীতে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। ব্যক্তিজীবনে শাহাদাৎ ছিলেন একজন সফল ব্যবসায়ী। তনি ও তার স্বামীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে সবসময় সমালোচনার শিকার হয়েছেন তিনি। ফেসবুক লাইভে আসলেই পরতে হয় নানারকম ট্রলের মুখে।
তবে এসবের যেন ধার ধারেন না এই নারী উদ্যোক্তা। তিনি দিনশেষে নিজের ঘরে শান্তিতে থাকতে চান বলেই অভিমত দিয়েছেন নানা সংবাদমাধ্যমে। বর্তমানে ফ্যাশন হাউস ‘সানভিস বাই তনি’-এর স্বত্বাধিকারী তনি। দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে তার ১২টি শোরুম রয়েছে। সূত্র : দৈনিক ইনকিলাব।