আর অভিনয় না করলেও আফসোস থাকবে না -ববিতা

- প্রকাশের সময় : ০৮:২৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৮৩ বার পঠিত
বিনোদন ডেস্ক : অভিনয়ে আগ্রহ থাকলেও ভালো গল্প ও চরিত্রের অভাব অভিনয়ে ফিরতে পারছেন না বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ববিতা। দীর্ঘ সময় তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। প্রায় আট বছর আগে তাকে একটি সিনেমায় দেখা গিয়েছিল। তারপর থেকে তিনি অভিনয় থেকে দূরে রয়েছেন। আট বছরের মধ্যে অনেক নির্মাতা তাকে গল্প শুনিয়েছেন, তবে তাকে মুগ্ধ করার মতো গল্প ও চরিত্র পাননি। এ নিয়ে ববিতার অক্ষেপও রয়েছে। তিনি বলেন, আমার সময়কালে যে ধরনের মেধাবী, গুণী কাহিনীকার ও পরিচালক ছিলেন, এখন তা আমার চোখে পড়ে না। নেই জহির রায়হান, নেই খান আতাউর রহমান, নেই আমজাদ হোসেন, নেই চাষী নজরুল ইসলামসহ আরো অনেকে। তারা যে কত মেধাবী ছিলেন, কত গুণী ছিলেন, তা কল্পনাও করা যায় না! তারা সময়ের চেয়েও এগিয়ে ছিলেন। একেকজন কালজয়ী নির্মাতায় পরিণত হয়েছেন। তারা কত কিছু জানতেন, কত বিষয় নিয়ে গবেষণা করতেন! তাদের এই গবেষণা ও শ্রমের কারণে একেকটি কালজয়ী সিনেমা নির্মিত হয়েছে। আমি যদি আমার সময়ের সাথে এ সময়ের তুলনা করি, তাহলে দেখব, গোলাপী এখন ট্রেনে, সুন্দরী, টাকা আনা পাই, পীচঢালা পথ, অরুণোদয়ের অগ্নিস্বাক্ষী কিংবা অনন্ত প্রেমের মতো মাইলস্টোন সৃষ্টি করা সিনেমা কি নির্মিত হচ্ছে? হচ্ছে না। তাই, এই সময়ে এসে এমন কোনো গল্পে অভিনয় করতে চাইনা, যা নামমাত্র অভিনয় হবে। আমার সারাজীবনের অভিনয়ে যে অর্জন, তা হারাতে চাইনা। অভিনয় জীবনের ৫৪ বছর পেরিয়েও আমার প্রতি দর্শকের যে ভালোবাসা অক্ষুণœ রয়েছে, তা ধরে রাখতে চাই। আর যদি কোনোদিন সিনেমাতে অভিনয়ও না করি, তবুও আমার আফসোস থাকবে না। যারা এখনো আমাদের চলচ্চিত্র শিল্পকে ভালোবেসে কাজ করে যাচ্ছেন তাদের জন্য শুভ কামনা রইলো। সূত্র : দৈনিক ইনকিলাব
হককথা/নাছরিন