ভিন্ন লুকে শাকিব, ৩০০ শিল্পী নিয়ে করলেন গানের শুটিং!
- প্রকাশের সময় : ০৮:০৮:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪
- / ১২২ বার পঠিত
বিনোদন ডেস্ক : দুই দিন ধরে সেট বানানোর কাজ হয়েছে। এফডিসির প্রশাসনিক ভবনের রাস্তায় তৈরি এই সেট দেখতে গ্রামীণ মেলার মতো। সারি সারি করে বানানো হয়েছে নানা ধরনের দোকানপাট। দুই দিন ধরে সেখানে চলছে ‘রাজকুমার’ চলচ্চিত্রের একটি গানের শুটিং। এই গানে শাকিব খানকে একেবারে ভিন্ন লুকে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়ালে দেয়ালে ঘুরছে ছবিগুলো। মঙ্গলবার সকালে শুরু হয় শাকিব খানের ‘রাজকুমার’ ছবির মেলার গানের শুটিং।
‘স্বপন দেশের স্বপন নয়রে, এটাই জন্মভূমি আমার, মনের দেশে সবাই রাজা, আমি একাই রাজকুমার’ এমন কথার গানটির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে তিন শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন।
‘রাজকুমার’ চলচ্চিত্রের এই গানের কথা লিখেছেন ফেরারী ফরহাদ, সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। গ্রামীণ মেলার পটভূমির গানটির কোরিওগ্রাফি করেছেন ভারতের অশোক রাজা। তিনি এর আগেও শাকিব খানের ছবির গানের কোরিওগ্রাফি করেছেন।
গেল বছরের ১০ ডিসেম্বর পাবনায় রাজকুমার ছবির শুটিং শুরু হয়। এরপর চেন্নাইয়ে এক দফা মারপিটের শুটিং হয়। ঢাকার শুটিং শেষ করে আগামী ২ ফেব্রুয়ারি দিবাগত রাতে শাকিব খানসহ পুরো ইউনিট উড়াল দিচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। বাকি অংশের শুটিং সেখানেই হবে।
পরিচালক হিমেল আশরাফ বলেন, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হচ্ছে রাজকুমার। রাজকুমার চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে মডেল ও অভিনেত্রী কোর্টনি কফি।
গত বছরের ১২ ডিসেম্বর এফডিসিতে ‘রাজকুমার’ ছবির শুটিংয়ে অংশ নেন কোর্টনি কফি। তিন দিন শুটিং করে নিজ দেশে ফিরে যান কফি। সূত্র : সমকাল
হককথা/নাছরিন