নিউইয়র্ক ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বাশার-তিশার ‘হোয়াট এ বৌ’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫
  • / ১৩৯ বার পঠিত

সময়ের ব্যস্ত অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে একসঙ্গে জুটি হয়েছেন তারা। এবার আরও একবার ছোট পর্দায় দেখা যাবে তাদের। নাটকের নাম ‘হোয়াট এ বৌ’। আসছে ১৫ তারিখ নাটকটি সিনেমাওয়ালায় মুক্তি পাবে।

‘হোয়াট এ বৌ’ নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। নাটকের গল্প স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে। স্বামীর চরিত্রে অভিনয় করা বাশার বলেন, ‘গল্পটি একজন বাউন্ডুলে যুবকের। যার কাছে জীবন মানে শুধুই আড্ডা ও সময় নষ্ট করা। কিন্তু হঠাৎ একটি পারিবারিক বিপর্যয়ের মাধ্যমে সে বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। তাকে দায়িত্বশীল হতে হবে। এমন একটি চরিত্রে অভিনয় করে আনন্দিত আমি। নির্মাতাও কাজটি যত্ন নিয়ে করেছেন। আর তিশা দুর্দান্ত একজন অভিনেত্রী, যা নতুন করে বলার কিছু নেই। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা বাপ্পিও আশাবাদী। তিনি বলেন, ‘বাশার ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। শুটিং সেটে তিনি খুবই কো-অপারেটিভ। নিজের অভিনয় শতভাগ ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। তাই তার সঙ্গে কাজ করার আনন্দই অন্যরকম। এ ছাড়া আমার পরিচালনায় তিশা আপুর সঙ্গে এটাই প্রথম কাজ। তিনিও অসম্ভব সহযোগিতা করছেন। এরই মধ্যে নাটকের ট্রেলার প্রকাশ পেয়েছে। দর্শক ভালো রেসপন্স করছেন। আশা করছি নাটকটি প্রকাশের পরও দর্শকের এ ভালোবাসা অব্যাহত থাকবে।’ নাটকটিতে বাশার ও তিশা ছাড়া আরও অভিনয় করেছন সাবেরী জামান, আনওয়ার শাহী, এবি রোকনসহ আরও অনেকে। সূত্র : কালবেলা।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বাশার-তিশার ‘হোয়াট এ বৌ’

প্রকাশের সময় : ০৪:৪৬:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫

সময়ের ব্যস্ত অভিনেতা খায়রুল বাশার ও অভিনেত্রী তানজিন তিশা। বেশ কয়েকটি নাটকে এরই মধ্যে একসঙ্গে জুটি হয়েছেন তারা। এবার আরও একবার ছোট পর্দায় দেখা যাবে তাদের। নাটকের নাম ‘হোয়াট এ বৌ’। আসছে ১৫ তারিখ নাটকটি সিনেমাওয়ালায় মুক্তি পাবে।

‘হোয়াট এ বৌ’ নির্মাণ করেছেন সাজ্জাদ হোসাইন বাপ্পি। নাটকের গল্প স্বামী-স্ত্রীকে কেন্দ্র করে। স্বামীর চরিত্রে অভিনয় করা বাশার বলেন, ‘গল্পটি একজন বাউন্ডুলে যুবকের। যার কাছে জীবন মানে শুধুই আড্ডা ও সময় নষ্ট করা। কিন্তু হঠাৎ একটি পারিবারিক বিপর্যয়ের মাধ্যমে সে বুঝতে পারে এভাবে আর চলতে পারে না। তাকে দায়িত্বশীল হতে হবে। এমন একটি চরিত্রে অভিনয় করে আনন্দিত আমি। নির্মাতাও কাজটি যত্ন নিয়ে করেছেন। আর তিশা দুর্দান্ত একজন অভিনেত্রী, যা নতুন করে বলার কিছু নেই। আশা করি কাজটি সবার ভালো লাগবে।’

নাটকটি নিয়ে নির্মাতা বাপ্পিও আশাবাদী। তিনি বলেন, ‘বাশার ভাইয়ের সঙ্গে এর আগেও আমি কাজ করেছি। শুটিং সেটে তিনি খুবই কো-অপারেটিভ। নিজের অভিনয় শতভাগ ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করেন। তাই তার সঙ্গে কাজ করার আনন্দই অন্যরকম। এ ছাড়া আমার পরিচালনায় তিশা আপুর সঙ্গে এটাই প্রথম কাজ। তিনিও অসম্ভব সহযোগিতা করছেন। এরই মধ্যে নাটকের ট্রেলার প্রকাশ পেয়েছে। দর্শক ভালো রেসপন্স করছেন। আশা করছি নাটকটি প্রকাশের পরও দর্শকের এ ভালোবাসা অব্যাহত থাকবে।’ নাটকটিতে বাশার ও তিশা ছাড়া আরও অভিনয় করেছন সাবেরী জামান, আনওয়ার শাহী, এবি রোকনসহ আরও অনেকে। সূত্র : কালবেলা।