নিউইয়র্ক ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

বছরের শুরুতেই ধাক্কা খেলেন শাহরুখ, বেঁচে গেলেন প্রভাস

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৭:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
  • / ৪৭ বার পঠিত

শাহরুখ খান ও প্রভাস। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমা হলে মুক্তির পর থেকে একচেটিয়া ব্যবসা করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ডাঙ্কি আর দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। তবে নতুন বছরের শুরুতে ব্যবসার অঙ্কের হিসেবে যেন অনেকটাই ধাক্কা খেলো শাহরুখের ডাঙ্কি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নতুন বছর উপলক্ষে ভারতের সিনেমা হলগুলো ভালোই ভিড় করেছে দর্শক। স্যাকনিক ডট কম-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডাঙ্কি নতুন বছরের শুরুর দিনে ব্যবসা করল ৯.২৫ কোটি। আর অন্য দিকে, প্রভাসের সালারের আয় ১৫ কোটির বেশি।


যদিও বছরশেষে ৩১ ডিসেম্বর আরও বেশি আয় করেছিল ডাঙ্কি ভারতে কিং খানের সিনেমা ব্যবসা করে ১১.৫ কোটির। অন্য দিকে, সালারের ব্যবসার অঙ্কে সেরকম ওঠাপড়া নেই।


শাহরুখের আগের দুই অ্যাকশন ফিল্ম পাঠান আর জওয়ানের মতো, সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। ভারতের বাজারে এ সিনেমা ১২ দিনে মাত্র ১৯৬ কোটির ব্যবসা করেছে।


অন্য দিকে, প্রভাসের সালার বানিয়েছেন কেজিএফ-খ্যাত প্রশান্ত নীল। ডাঙ্কির একদিন পর মুক্তির প্রথম থেকেই চুটিয়ে ব্যবসা করে ১১ দিনে সালারের মোট আয় ৩৬০ কোটি।


যদিও আপাতত সিনেপ্রেমীদের নজর রয়েছে ফাইটার সিনেমায়। যাতে একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মাণ করেছেন সিনেমার। ইতিমধ্যেই ট্রেলারে ঝড় তুলেছে ফাইটার।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

বছরের শুরুতেই ধাক্কা খেলেন শাহরুখ, বেঁচে গেলেন প্রভাস

প্রকাশের সময় : ০৭:৫৬:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের সিনেমা হলে মুক্তির পর থেকে একচেটিয়া ব্যবসা করছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের ডাঙ্কি আর দক্ষিণের সুপারস্টার প্রভাসের সালার। তবে নতুন বছরের শুরুতে ব্যবসার অঙ্কের হিসেবে যেন অনেকটাই ধাক্কা খেলো শাহরুখের ডাঙ্কি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সোমবার নতুন বছর উপলক্ষে ভারতের সিনেমা হলগুলো ভালোই ভিড় করেছে দর্শক। স্যাকনিক ডট কম-এর প্রাথমিক রিপোর্ট অনুসারে, ডাঙ্কি নতুন বছরের শুরুর দিনে ব্যবসা করল ৯.২৫ কোটি। আর অন্য দিকে, প্রভাসের সালারের আয় ১৫ কোটির বেশি।


যদিও বছরশেষে ৩১ ডিসেম্বর আরও বেশি আয় করেছিল ডাঙ্কি ভারতে কিং খানের সিনেমা ব্যবসা করে ১১.৫ কোটির। অন্য দিকে, সালারের ব্যবসার অঙ্কে সেরকম ওঠাপড়া নেই।


শাহরুখের আগের দুই অ্যাকশন ফিল্ম পাঠান আর জওয়ানের মতো, সেভাবে বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। ভারতের বাজারে এ সিনেমা ১২ দিনে মাত্র ১৯৬ কোটির ব্যবসা করেছে।


অন্য দিকে, প্রভাসের সালার বানিয়েছেন কেজিএফ-খ্যাত প্রশান্ত নীল। ডাঙ্কির একদিন পর মুক্তির প্রথম থেকেই চুটিয়ে ব্যবসা করে ১১ দিনে সালারের মোট আয় ৩৬০ কোটি।


যদিও আপাতত সিনেপ্রেমীদের নজর রয়েছে ফাইটার সিনেমায়। যাতে একসঙ্গে দেখা যাবে হৃতিক রোশন আর দীপিকা পাড়ুকোনকে। পাঠান পরিচালক সিদ্ধার্থ আনন্দ নির্মাণ করেছেন সিনেমার। ইতিমধ্যেই ট্রেলারে ঝড় তুলেছে ফাইটার।

হককথা/নাছরিন