নিউইয়র্ক ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

সংলাপ চুরি করে সমালোচনার মুখে আম্বানির হবু পুত্রবধু রাধিকা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ১৭১ বার পঠিত

সদ্যই গুজরাটের জামনগরে আয়োজিত হয়ে গেল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান। ভারত তো বটেই, গোটা বিশ্বজুড়েই আলোচনায় ছিল এই বিয়ের আয়োজন। ১ হাজার কোটি টাকা খরচ করে বিয়ের এই আয়োজন করে তাক লাগিয়ে দেন আম্বানি। যেখানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে রিহানা-শাহরুখ খানসহ বিশ্বনন্দিত তারকাগন।

আর এই জাকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি নাম বেশ পরিচিত হয়ে উঠেছে, তিনি রাধিকা মার্চেন্ট। বিশ্বের অন্যতম ধনী পরিবারের হবু পূত্রবধু। গুজরাটের জামনগরে জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানে হবু স্বামী অনন্ত আম্বানিকে উদ্দেশ্য করে আবেগঘন এক বক্তব্য দেন আম্বানি পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। সেই বক্তব্য যেমন সাড়া ফেলেছে, তেমনি সেই বক্তব্য ঘিরে এখন ব্যঙ্গ বিদ্রুপের শিকারও হচ্ছেন আম্বানির হবু পুত্রবধু! বক্তব্যটির কিছু লাইন হুবহু কপি করা হয়েছে একটি ড্রামার সংলাপ থেকে। যা এখন ভেসে বেড়াচ্ছে ইন্টারনেটে। সবাই বলছে, এভাবে সরাসরি লাইন চুরি না করলেও পারতেন রাধিকা!

বিয়ের মঞ্চে উঠে হবু বর অনন্ত আম্বানির উদ্দেশে রাধিকা বলেন, ‍‍“একবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল, একজন সঙ্গীর মধ্যে আমি আসলে কী খুঁজি, কী পেলে আমরা মনে করি যে সঙ্গী খুঁজে পেয়েছি?’ জীবনসঙ্গীর মধ্যে আপনি আসলে আপনার জীবনের একজন সাক্ষী খুঁজে পান। এই পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ আছে। কিন্তু কখন বুঝবেন যে আপনি জীবনসঙ্গী পেয়েছেন? যখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে সবকিছু দেখাশোনা করার প্রতিশ্রুতি দেয়— ভালো, খারাপ, সুন্দর, সাহসের, দুঃখের সবকিছুর যত্ন নেবে বলে অনুভব করায়, তখনই আপনি আপনার সঙ্গী খুঁজে পান।

আপনি তখনই বলে উঠেন, ‘আমি জীবনের প্রতিটি দিন তোমাকে দেখব। তোমার জীবন কখনোই অগোচরে থাকবে না, কারণ আমি এটি প্রত্যক্ষ করব। আমি সারাজীবন তোমার জীবনের সাক্ষী হয়ে থাকব।”
ভালোবাসা ও বন্ধন নিয়ে তাঁর কথাগুলো মুগ্ধ করেছে দর্শকদের। তবে অনুষ্ঠানের কয়েকদিন পরেই সামনে আসে নতুন তথ্য।

আসলে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‍‍‘শ্যাল উই ড্যান্স‍’ সিনেমায় জীবনসঙ্গী নিয়ে হুবহু একই বক্তব্য দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুজ্যান স্যারান্ডন। সেই সংলাপটিই হুবহু নকল করেছেন রাধিকা। ব্যস, নেটিজেনরাও রাধিকাকে তুলোধুনো করার অস্ত্র পেয়ে গেল! চলছেও তাই! রাধিকার বক্তৃতা ও সুজ্যান স্যারান্ডনের সংলাপকে পাশাপাশি বসিয়ে বানানো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিও দিয়ে ব্যঙ্গ করা হচ্ছে রাধিকাকে। কেউ কেউ বলছেন, ‘হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করছেন, অথচ নিজে থেকে কয়েকটা সংলাপ বলতে পারলেন না!’ কারো মতে, ‘এমন হুবহু কপি না করে নিজের মনের অনুভূতি বলা উচিত ছিল।’

প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে আম্বানিপুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন। আম্বানির বিয়েবাড়িতে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। মঞ্চ মাতিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি পপতারকা রিহানা। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ। সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে। এ বছর জুলাই মাসের ১২ তারিখে হবে মূল বিয়ের আয়োজন। তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। সূত্র : কালের কণ্ঠ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

সংলাপ চুরি করে সমালোচনার মুখে আম্বানির হবু পুত্রবধু রাধিকা

প্রকাশের সময় : ০৩:৪৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

সদ্যই গুজরাটের জামনগরে আয়োজিত হয়ে গেল ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠান। ভারত তো বটেই, গোটা বিশ্বজুড়েই আলোচনায় ছিল এই বিয়ের আয়োজন। ১ হাজার কোটি টাকা খরচ করে বিয়ের এই আয়োজন করে তাক লাগিয়ে দেন আম্বানি। যেখানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ থেকে শুরু করে রিহানা-শাহরুখ খানসহ বিশ্বনন্দিত তারকাগন।

আর এই জাকজমকপূর্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্বব্যাপী একটি নাম বেশ পরিচিত হয়ে উঠেছে, তিনি রাধিকা মার্চেন্ট। বিশ্বের অন্যতম ধনী পরিবারের হবু পূত্রবধু। গুজরাটের জামনগরে জমকালো প্রাক-বিবাহ অনুষ্ঠানে হবু স্বামী অনন্ত আম্বানিকে উদ্দেশ্য করে আবেগঘন এক বক্তব্য দেন আম্বানি পুত্রবধূ রাধিকা মার্চেন্ট। সেই বক্তব্য যেমন সাড়া ফেলেছে, তেমনি সেই বক্তব্য ঘিরে এখন ব্যঙ্গ বিদ্রুপের শিকারও হচ্ছেন আম্বানির হবু পুত্রবধু! বক্তব্যটির কিছু লাইন হুবহু কপি করা হয়েছে একটি ড্রামার সংলাপ থেকে। যা এখন ভেসে বেড়াচ্ছে ইন্টারনেটে। সবাই বলছে, এভাবে সরাসরি লাইন চুরি না করলেও পারতেন রাধিকা!

বিয়ের মঞ্চে উঠে হবু বর অনন্ত আম্বানির উদ্দেশে রাধিকা বলেন, ‍‍“একবার আমাকে একজন জিজ্ঞেস করেছিল, একজন সঙ্গীর মধ্যে আমি আসলে কী খুঁজি, কী পেলে আমরা মনে করি যে সঙ্গী খুঁজে পেয়েছি?’ জীবনসঙ্গীর মধ্যে আপনি আসলে আপনার জীবনের একজন সাক্ষী খুঁজে পান। এই পৃথিবীতে এক বিলিয়নেরও বেশি মানুষ আছে। কিন্তু কখন বুঝবেন যে আপনি জীবনসঙ্গী পেয়েছেন? যখন আপনি এমন কাউকে খুঁজে পাবেন যে সবকিছু দেখাশোনা করার প্রতিশ্রুতি দেয়— ভালো, খারাপ, সুন্দর, সাহসের, দুঃখের সবকিছুর যত্ন নেবে বলে অনুভব করায়, তখনই আপনি আপনার সঙ্গী খুঁজে পান।

আপনি তখনই বলে উঠেন, ‘আমি জীবনের প্রতিটি দিন তোমাকে দেখব। তোমার জীবন কখনোই অগোচরে থাকবে না, কারণ আমি এটি প্রত্যক্ষ করব। আমি সারাজীবন তোমার জীবনের সাক্ষী হয়ে থাকব।”
ভালোবাসা ও বন্ধন নিয়ে তাঁর কথাগুলো মুগ্ধ করেছে দর্শকদের। তবে অনুষ্ঠানের কয়েকদিন পরেই সামনে আসে নতুন তথ্য।

আসলে ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‍‍‘শ্যাল উই ড্যান্স‍’ সিনেমায় জীবনসঙ্গী নিয়ে হুবহু একই বক্তব্য দিয়েছিলেন অস্কারজয়ী অভিনেত্রী সুজ্যান স্যারান্ডন। সেই সংলাপটিই হুবহু নকল করেছেন রাধিকা। ব্যস, নেটিজেনরাও রাধিকাকে তুলোধুনো করার অস্ত্র পেয়ে গেল! চলছেও তাই! রাধিকার বক্তৃতা ও সুজ্যান স্যারান্ডনের সংলাপকে পাশাপাশি বসিয়ে বানানো একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিও দিয়ে ব্যঙ্গ করা হচ্ছে রাধিকাকে। কেউ কেউ বলছেন, ‘হাজার কোটি টাকা খরচ করে বিয়ে করছেন, অথচ নিজে থেকে কয়েকটা সংলাপ বলতে পারলেন না!’ কারো মতে, ‘এমন হুবহু কপি না করে নিজের মনের অনুভূতি বলা উচিত ছিল।’

প্রায় এক হাজার কোটি রুপি খরচ করে আয়োজন করা হয়েছে আম্বানিপুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের বিয়ের। যে আয়োজনে বাঘা বাঘা সব তারকা ব্যক্তিত্ব হাজির ছিলেন। আম্বানির বিয়েবাড়িতে এক মঞ্চে নাচতে দেখা গেছে শাহরুখ, সালমান ও আমির খানকে। একসঙ্গে উদযাপন করতে দেখা গেছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়াকে। সুরের তালে সবাইকে বিমোহিত করেছেন অরিজিৎ-শ্রেয়া ঘোষাল। মঞ্চ মাতিয়ে গেছেন বিশ্বের সবচেয়ে দামি পপতারকা রিহানা। দক্ষিণের তারকারাও মাতিয়েছেন আম্বানির মঞ্চ। সব মিলিয়ে যেন তারার হাট বসেছিল গুজরাটের জামনগরে। এ বছর জুলাই মাসের ১২ তারিখে হবে মূল বিয়ের আয়োজন। তখন ধর্মীয় রীতিতে সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। সূত্র : কালের কণ্ঠ।