নিউইয়র্ক ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস : সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
  • / ২৫ বার পঠিত

বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় ও মর্যাদাপুর্ন পুরস্কার ফিল্মফেয়ার। প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। রবিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ এবার শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। প্রতি বছরের মতো এই বছরও সেরার সেরা কে বা কারা হচ্ছেন, তা জানতে অধীর আগ্রহে ছিলেন সকলেই ৷

এবার তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে ‘স্যাম বাহাদুর’। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘টুয়েলভথ ফেল’। একই সাথে সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন বিধু বিনোদ চোপড়া। ‘অ্যানিম্যাল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য আলিয়া ভাট হয়েন সেরা অভিনেত্রী।

‘ডানকি’ সিনেমায় অভিনয়ের জন্য এবার সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি। সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী ‘টুয়েলভথ ফেল’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। ‘মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’এর বিখ্যাত ‘হোয়াট ঝুমকা’ গানে কোরিওগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন গণেশ আচার্য। সেরা অ্যাকশন ও ভিজ্যুয়ালের জন্য পুরস্কার জিতে নিয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান।’ হাসি ফুটেছে স্পিরো রাজাতোস, আনল আরাসু, ক্রেগ ম্যাক্রেঁ, ইয়ানিক বেন, কেচা খামফাকডি এবং সুনীল রদ্রিগেসদের মুখে। সেরা ব্যাকরাউন্ড স্কোরের শিরোপা পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল।’ পুরস্কার উঠেছে হর্ষবর্ধন রামেশ্বরের হাতে।

তবে সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কারটি ভাগ করে নিয়েছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর।’ সেরা ভিএফএক্সের তকমা পেয়েছে ‘টুয়েলভথ ফেল।’ অ্যাওয়ার্ড পেয়েছেন জাসকুনওয়ার সিং কোহলি এবং বিধু বিনোদ চোপড়া। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কা পেয়েছেন সচিন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর। ‘স্যাম বাহাদুর’ সিনেমার জন্য। ‘থ্রি অফ আস’ সিনেমার জন্য অবিনাশ অরুণ ধাওয়ারে জিতেছেন সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার ।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস : সেরা চলচ্চিত্র ‘টুয়েলভথ ফেল’

প্রকাশের সময় : ০৩:৩৫:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪

বিনোদন ডেস্ক : ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় ও মর্যাদাপুর্ন পুরস্কার ফিল্মফেয়ার। প্রতিবছর বলিউড ইন্ডাস্ট্রিতে সেরা কাজের স্বীকৃতিস্বরূপ দেওয়া হয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। রবিবার (২৮ জানুয়ারি) অনুষ্ঠিত হলো ৬৯তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস অনুষ্ঠান ৷ এবার শিল্পী, টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ২৫টি ক্যাটাগরিতে মনোনয়ন ঘোষণা করা হয়েছিল। প্রতি বছরের মতো এই বছরও সেরার সেরা কে বা কারা হচ্ছেন, তা জানতে অধীর আগ্রহে ছিলেন সকলেই ৷

এবার তিন-তিনটি বিভাগে সেরার পুরষ্কার জিতে নিয়েছে ‘স্যাম বাহাদুর’। তবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘টুয়েলভথ ফেল’। একই সাথে সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতে নিয়েছেন বিধু বিনোদ চোপড়া। ‘অ্যানিম্যাল’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য এবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র জন্য আলিয়া ভাট হয়েন সেরা অভিনেত্রী।

‘ডানকি’ সিনেমায় অভিনয়ের জন্য এবার সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন ভিকি কৌশল। ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন শাবানা আজমি। সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ী ‘টুয়েলভথ ফেল’-এ অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন বিক্রান্ত ম্যাসি। ‘মিস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী (ক্রিটিকস) পুরস্কার জিতেছেন রানি মুখার্জি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’এর বিখ্যাত ‘হোয়াট ঝুমকা’ গানে কোরিওগ্রাফির জন্য পুরস্কার জিতেছেন গণেশ আচার্য। সেরা অ্যাকশন ও ভিজ্যুয়ালের জন্য পুরস্কার জিতে নিয়েছে শাহরুখ খানের ‘জাওয়ান।’ হাসি ফুটেছে স্পিরো রাজাতোস, আনল আরাসু, ক্রেগ ম্যাক্রেঁ, ইয়ানিক বেন, কেচা খামফাকডি এবং সুনীল রদ্রিগেসদের মুখে। সেরা ব্যাকরাউন্ড স্কোরের শিরোপা পেয়েছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল।’ পুরস্কার উঠেছে হর্ষবর্ধন রামেশ্বরের হাতে।

তবে সেরা সাউন্ড ডিজাইনের পুরস্কারটি ভাগ করে নিয়েছে ‘অ্যানিম্যাল’ ও ‘স্যাম বাহাদুর।’ সেরা ভিএফএক্সের তকমা পেয়েছে ‘টুয়েলভথ ফেল।’ অ্যাওয়ার্ড পেয়েছেন জাসকুনওয়ার সিং কোহলি এবং বিধু বিনোদ চোপড়া। সেরা কস্টিউম ডিজাইনের পুরস্কা পেয়েছেন সচিন লাভলেকার, দিব্যা গম্ভীর এবং নিধি গম্ভীর। ‘স্যাম বাহাদুর’ সিনেমার জন্য। ‘থ্রি অফ আস’ সিনেমার জন্য অবিনাশ অরুণ ধাওয়ারে জিতেছেন সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার ।

হককথা/নাছরিন